মাত্র ৬৭৫০টাকায় নিন সিম্ফোনী W71i স্মার্ট ফোন!!!!!!!!!!!!

আসসালামুয়ালাইকুম

কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের কে সিম্ফোনী এর নতুন একটা মোবাইল ফোন সম্পর্কে জানানোর জন্য লিখতে বসলাম। আশা করি নতুন এই স্মার্ট ফোনটি সম্পর্কে জেনে আপনারে ভাল লাগবে।

আমাদের বাংলাদেশের ব্রান্ডে Symphony এবং Walton এই দুই কোম্পানী বিভিন্ন স্মার্ট ফোন অত্যন্ত কম দামে আমাদের হাতের নাগালে এনে দিয়েছে। কিন্তু ডিজাইন, ব্যাটারী লাইফ, লাইফ টাইম ইত্যাদির বিচারে আমার কাছে ওয়ালটনের চেয়ে সিম্ফোনী মোবাইল সেট ভাল বলে মনে হয়।

সিম্ফোনী তাদের বিভিন্ন সেটের ধারাবাহিকতায় একটি নতুন সেট বাজারে ছেড়েছে যার মডেল হল W71i . এই সেটের দাম নির্ধারন করা হয়েছে মাত্র ৬৭৫০ টাকা। এবং আমার দেখা এটা একমাত্র সেট যেটা ৪.৫'' ডিসপ্লে সমৃদ্ধ ৭৫০০ টাকার নিচে একটি সেট।

তাহলে চলুন দেখে নেই এর পুরো স্পেসিফিকেশনঃ

Key FeaturesDescription
OSAndroid 4.2.2 Jelly Bean
Display Size4.5” TFT FWVGA
Camera5.0MP+ 0.3MP
MultimediaMP3, MP4 & FM
Data Services3G, Wi-Fi, EDGE
Multi TouchYes, 5 fingers
Phonebook EntriesUnlimited
Technical FeaturesDescription
Display ResolutionFWVGA (480*854)
CPU1.3 GHz Dual Core
GPUMali 400
Internal MemoryRAM 512 MB (User Available RAM 470 MB)
StorageTotal ROM 4GB (User Available ROM1304 MB). Internal SD card 1.32 GB. Memory Card Extended up to 32GB.
Camera FeatureFlash light, Auto focus
Battery1700 mAh Li-ion Battery
WLANWi-Fi 802.11, Wi-Fi Hotspot
GPSYes
Stand by time*500 hours (*depend on phone settings, network).
Talk time4 hours (*depend on phone settings, network).
Audio PlayerMP3, WAV
Audio Recorder.amr
Video PlayerMP3, MP4, AVI
Video Recorder.3gp
3.5 mm jackYes
Other FeaturesDescription
AGPSYes
RecorderAudio , Video & Call recorder
BluetoothYes
USB Mass storageYes
MMSYes
EmailYes
Built in ApplicationsFacebook, Office suite, Play Store
Special FeaturesMicro SIM support, G-sensor, Light sensor, Accelerometer (3D) sensor

সেটের ফ্রন্ট সাইড যেমন সুন্দর ব্যাক সাইডও অনেক সুন্দর

এবার চলুন দেখি এর দুই পাশএতক্ষনে নিশ্চই সম্পূর্ন সেটটি দেখা হয়ে গেছে।

এখন সিম্ফোনী সেট সম্পর্কে আমার কিছু ব্যাক্তিগত রিভিউ রয়েছে। সেগুলো হলঃ অনেকেই বলে থাকে সিম্ফোনীর ক্যামেরা নাকি খারাপ আমি সিম্ফোনী W72 সেট টি ব্যবহার করি এর ক্যামেরা ৫ মেগাপিক্সেল আমি এর ক্যামেরা নিয়ে বেশ খুশি। কারন মোটামোটি আমি আমার মনের মত ছবি তুলে পারছি। আর এর ফণ্ট ক্যামেরা ০.৩ মেগাপিক্সেল ভাল না হলেও খারাপ না। আমি সেটটি কিনেছি ৭৯৯০টাকা দিয়ে একই সুযোগ-সুবিধা সম্পন্ন W71i সেটটি পাচ্ছেন ১২৪০টাকা কমে। আর রাতের বেলা মোটামোটি ওয়ালটন সিম্ফোনী সকল মোবাইলের ক্যামেরাই সমান যদি লাইট ভাল থাকে তাহলে ছবি রাতেও ভাল হয়। আর ফ্লাস দিয়ে সবাই মোটামোটি সমান। তবুও অনেকে বলে থাকেন ওয়ালটনের ফ্লাস নাকি ভাল আমি ব্যবহার করে দেখছি ঘোড়ার ডিম ভাল।

এই সেটে রয়েছে G-sensor, Light sensor আরও আছে 3D sensor যার কারনের অনেক বড় বড় HD gemes অনায়াসেই খেলতে পারবেন।

তাই যারা এই সেটটি কিনবেন তারা আশা করি সন্তুট হবেন।

সবাই ভাল থাকবেন।

ধন্যবাদ।

Level 0

আমি মোঃ মমিনুল ইসলাম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ মানুষ। অর্থনীতিতে সম্মান কোর্স শেষ করে বর্তমানে অর্থনীতিতে স্নাতোকোত্তর করছি। কিন্তু কম্পিউটার হল আমার প্রথম প্রেম শেষ ভালবাসা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইডা কিছু হইলো ৫ দিন ও হইলোনা ৬৮ নিলাম 🙁 🙁

    @টেক_পাগলা: ভাই আপনারে সমবেদনা জানানোর কোন ভাষা আমার জানা নাই।

      @মোঃ মমিনুল ইসলাম খান: অসুবিধা নাই…ভাব ধরার জন্য বেস্ট ফুন মানি আইফুন 5s আছে একখান।

Level 0

ভাই আপনার ভাল করে যাচাই করা উচিত । ওয়াল্টন সিম্ফনির চাইতে সব দিক দিয়ে এখন অনেক এগিয়ে ।

    @Techie: ভাই আমি দুঃখিত যে আপনার বক্তবের সাথে আমি আংশিকভাবে একমত হতে পারলাম না বলে।
    বাংলায় একটা প্রবাদ আছে আগে দর্শনদারি পরে গুন বিচারী।
    ওয়লাটনের মোবাইল সেট গুলো ডিসাইনেই সিম্ফোনীর কাছে হার মানে আর ভেতরের কথা নাই বললাম।
    আর আমি সিম্ফোনী, ওয়ালটন দুই সেট চালাইছি। এবং দুইটার ভাল মন্দ আমি তফাত করতে পারি।

Level 0

আমি দুঃখিত, যার যার বুঝ দাঁড়ি কাইটা রাখে মুচ । আমিও অনেক গুলি সিম্ফোনী এবং ওয়লাটনের হ্যান্ডসেট ব্যবহার করেছি । এই কথাটাই অনেককেই বুঝাতে পারলাম না ।

    @Techie: অবশেষে ভাই আমার কথাই ফিরে আসলেন যে, বেশির ভাগ মানুষই সিম্ফোনীর হ্যান্ডসেট ব্যবহার করে। আর যে জিনিস বেশি মানুষ পছন্দ করে সেই মানুষ গুলোকে তো আর যাই হোক বোকা ভাবা যায় না।

Level 0

I have a symphony w72, no problems. using from DEC 2013.

Walton Design is better, price is better, and they dont logo the front side of the mobile… but symphony do.. and it looks odd. dekhen boro kore symphony lekha…. vab ta e pura puncher….. walton recently j 5 ta set bar korse tar modde 6500 takar ta apnar ater theke kon dik dia valo ?
prosno kore galam uttor dian !

    @mr.simpleman: ভাই ওয়ালটনের ডিজাইন কোন দিকে থেকে ভাল আমার বোধগম্য নয়। সব গুলো হ্যান্ডসেট দেখতে একই রকমের। আর সেট গুলা হাতে নিলে মনে হয়ে ছোট বেলা ৫৫টাকা দিয়ে প্লাস্টকের ছাইয়া ছাইয়া গান বাজত সেই মোবাইলের মত। একটা সেট হাতে নেয়ার পর যদি কোন ফিলিন্সের সৃষ্টি না হয় তাহলে সেইটা আবার কিসের স্মার্ট ফোন। আর Logo বিষয়ে যেই কথাটা বললেন তা শুনে শুধুই হাসি পাইল। Samsung বর্তমানে বিশ্বের এক নম্বর স্মার্ট ফোন নির্মাতা ও বিক্রেতা প্রতিষ্ঠান তারাও তো তাদের হ্যান্ডসেটের ফ্রন্টে বিশাল করে Samsung লিখে রাখে সেটা ও কি আপনার কাছে দেখতে Odd লাগে।
    আর ওয়ালটন পিছনে Logo দেয় বলে কি এটা i-phone হয়ে যাবে নাকি। না সামনে বাংলাদেশী ব্রান্ডের নাম লিখা থাকে বলে আপনার ইজ্জতে ধরে।

    @mr.simpleman: আপনার একটা প্রশ্নের উত্তর দিতে ভুলে গিয়েছিলাম। সেটা হল ওয়ালটনের নতুন সেট সম্পর্কে যে প্রশ্ন করেছিলেন। আপনার প্রশ্নের উত্তরের প্রথমেই বলব আপনার সদয় আবগতির জন্য জানাচ্ছি যে Wlaton Primo-EF এই সেটির মূল্য ৬৫০০ নয় ৬৫৯০ টাকা। আর Symphony W71i এর মূল্য ৬৭৫০টাকা। মানে এটা কিনতে ১৬০টাকা বেশি ব্যয় হবে। এই বেশি টাকার বিষয়ে আপনাকে একটা পুরোনো প্রবাদ বলিঃ
    “জিনিস যেটা ভাল তার দাম একটু বেশি”
    আমি অনেক মানুষ দেখছি হ্যান্ড সেট কিনার আগে বলে ওয়ালটন ভাল আর পরে দেখি সিম্ফোনী কিনে আনে। আর যখন প্রশ্ন করি সিম্ফোনী কিনলা কেন? তখন উত্তর দেয় ওয়ালটনে শো-রোমে যাওয়া পর দেখলাম সেট দেখতে ভাল লাগছে না তাই সিম্ফোনী কিনলাম। এটাই ভাই বাস্তবতা। নইলে কেন হাতে হাতে সিম্ফোনীর মোবাবাই দেখা যায়।
    ব্যপারটা অনেকটা কিসের মত জানেন। এটা হল গ্রামীন ফোনের মত। দেখবেন সবাই বলে গ্রামীন ফোন ভাল না ডাকাত, কলরেট বেশি টাকা বেশি খরচ হয়। বাংলালিংক, এয়ারটেল ভাল। এর পরও দেখবেন এখন পর্যন্ত বাংলাদেশে সর্বোচ্চ ব্যবহারিত সিম হল গ্রামীন ফোন। এমন কি আপনার কাছে এর সংযোজ থাকতে পারে।

Level New

jobor bapar goto kal ami akta comment korsi akhono waiting e ache modaretor ki amar coment publis korte voi pacche???

Level 0

All the best. Walton is better than symphony. It is true. 100% true from my own and my friends experience.

Level 2

যে বলে ওয়াল্টনের থেকে সিম্ফনির ডিজাইন সুন্দর সে আসলেই জেগে জেগে ঘুমাচ্ছে, সিম্ফনি আগে ভাল ছিল কিন্তু এখন ওয়াল্টন বেশি ভাল। আর @মোঃ মমিনুল ইসলাম খান Walton primo EF এর দাম দেখে নিয়েন, তা হলে আর বলবেন না (এই সেটের দাম নির্ধারন করা হয়েছে মাত্র ৬৭৫০ টাকা। এবং আমার দেখা এটা একমাত্র সেট যেটা ৪.৫” ডিসপ্লে সমৃদ্ধ ৭৫০০ টাকার নিচে একটি সেট)।

Level 0

Koyta colour ache?