আসসালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের কে সিম্ফোনী এর নতুন একটা মোবাইল ফোন সম্পর্কে জানানোর জন্য লিখতে বসলাম। আশা করি নতুন এই স্মার্ট ফোনটি সম্পর্কে জেনে আপনারে ভাল লাগবে।
আমাদের বাংলাদেশের ব্রান্ডে Symphony এবং Walton এই দুই কোম্পানী বিভিন্ন স্মার্ট ফোন অত্যন্ত কম দামে আমাদের হাতের নাগালে এনে দিয়েছে। কিন্তু ডিজাইন, ব্যাটারী লাইফ, লাইফ টাইম ইত্যাদির বিচারে আমার কাছে ওয়ালটনের চেয়ে সিম্ফোনী মোবাইল সেট ভাল বলে মনে হয়।
সিম্ফোনী তাদের বিভিন্ন সেটের ধারাবাহিকতায় একটি নতুন সেট বাজারে ছেড়েছে যার মডেল হল W71i . এই সেটের দাম নির্ধারন করা হয়েছে মাত্র ৬৭৫০ টাকা। এবং আমার দেখা এটা একমাত্র সেট যেটা ৪.৫'' ডিসপ্লে সমৃদ্ধ ৭৫০০ টাকার নিচে একটি সেট।
তাহলে চলুন দেখে নেই এর পুরো স্পেসিফিকেশনঃ
Key Features | Description |
OS | Android 4.2.2 Jelly Bean |
Display Size | 4.5” TFT FWVGA |
Camera | 5.0MP+ 0.3MP |
Multimedia | MP3, MP4 & FM |
Data Services | 3G, Wi-Fi, EDGE |
Multi Touch | Yes, 5 fingers |
Phonebook Entries | Unlimited |
Technical Features | Description |
Display Resolution | FWVGA (480*854) |
CPU | 1.3 GHz Dual Core |
GPU | Mali 400 |
Internal Memory | RAM 512 MB (User Available RAM 470 MB) |
Storage | Total ROM 4GB (User Available ROM1304 MB). Internal SD card 1.32 GB. Memory Card Extended up to 32GB. |
Camera Feature | Flash light, Auto focus |
Battery | 1700 mAh Li-ion Battery |
WLAN | Wi-Fi 802.11, Wi-Fi Hotspot |
GPS | Yes |
Stand by time* | 500 hours (*depend on phone settings, network). |
Talk time | 4 hours (*depend on phone settings, network). |
Audio Player | MP3, WAV |
Audio Recorder | .amr |
Video Player | MP3, MP4, AVI |
Video Recorder | .3gp |
3.5 mm jack | Yes |
Other Features | Description |
AGPS | Yes |
Recorder | Audio , Video & Call recorder |
Bluetooth | Yes |
USB Mass storage | Yes |
MMS | Yes |
Yes | |
Built in Applications | Facebook, Office suite, Play Store |
Special Features | Micro SIM support, G-sensor, Light sensor, Accelerometer (3D) sensor |
সেটের ফ্রন্ট সাইড যেমন সুন্দর ব্যাক সাইডও অনেক সুন্দর
এবার চলুন দেখি এর দুই পাশএতক্ষনে নিশ্চই সম্পূর্ন সেটটি দেখা হয়ে গেছে।
এখন সিম্ফোনী সেট সম্পর্কে আমার কিছু ব্যাক্তিগত রিভিউ রয়েছে। সেগুলো হলঃ অনেকেই বলে থাকে সিম্ফোনীর ক্যামেরা নাকি খারাপ আমি সিম্ফোনী W72 সেট টি ব্যবহার করি এর ক্যামেরা ৫ মেগাপিক্সেল আমি এর ক্যামেরা নিয়ে বেশ খুশি। কারন মোটামোটি আমি আমার মনের মত ছবি তুলে পারছি। আর এর ফণ্ট ক্যামেরা ০.৩ মেগাপিক্সেল ভাল না হলেও খারাপ না। আমি সেটটি কিনেছি ৭৯৯০টাকা দিয়ে একই সুযোগ-সুবিধা সম্পন্ন W71i সেটটি পাচ্ছেন ১২৪০টাকা কমে। আর রাতের বেলা মোটামোটি ওয়ালটন সিম্ফোনী সকল মোবাইলের ক্যামেরাই সমান যদি লাইট ভাল থাকে তাহলে ছবি রাতেও ভাল হয়। আর ফ্লাস দিয়ে সবাই মোটামোটি সমান। তবুও অনেকে বলে থাকেন ওয়ালটনের ফ্লাস নাকি ভাল আমি ব্যবহার করে দেখছি ঘোড়ার ডিম ভাল।
এই সেটে রয়েছে G-sensor, Light sensor আরও আছে 3D sensor যার কারনের অনেক বড় বড় HD gemes অনায়াসেই খেলতে পারবেন।
তাই যারা এই সেটটি কিনবেন তারা আশা করি সন্তুট হবেন।
সবাই ভাল থাকবেন।
ধন্যবাদ।
আমি মোঃ মমিনুল ইসলাম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ মানুষ। অর্থনীতিতে সম্মান কোর্স শেষ করে বর্তমানে অর্থনীতিতে স্নাতোকোত্তর করছি। কিন্তু কম্পিউটার হল আমার প্রথম প্রেম শেষ ভালবাসা।
এইডা কিছু হইলো ৫ দিন ও হইলোনা ৬৮ নিলাম 🙁 🙁