আমাদের দেশীয় টেক জায়ান্ট ওয়াল্টন স্মার্টফোন ফোন নিয়ে সত্যিই আদা জল খেয়ে নেমেছে। গত দের বছরে স্মার্টফোন থেকে ওয়াল্টন টাকার অংকে মুনাফা কম করলেও এর ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে নিয়েছে অনেক গুন।
দুই বছর আগেও ওয়াল্টন নাম শুনলে অনেকে নাক সিটকাতো। আর এখন চিন্তা করে কিছু বলার আগে।
ওয়াল্টন মটর সাইকেল দিয়ে তরুণদের মন জয় করতে না পারলেও, স্মার্টফোন দিয়ে সফলভাবে জয় করে নিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখেনা। তবে ওয়াল্টন মটর সাইকেল নিয়ে চুপচাপ বসে নেই, তারা জাপানী প্রযুক্তিতে তৈরি নতুন প্ল্যান্ট এর কাজ প্রায় শেষ পর্যায়। ওয়াল্টন বলছে, Bajaj, HERO, TVS এর কোয়ালিটিকে টেক্কা দিয়ে, YAMAHA, HONDA কোয়ালিটির বাইক তৈরি করবে। এ জন্য হয়ত আরো এক দের বছর অপেক্ষা করতে হবে। যাক ফিরে আসি EF এর আলোচনায়।
এর শংক্ষিপ্ত ফিচারঃ
Operating System | Android 4.2.2 (jelly bean) |
Processor | 1.3 GHz Dual Core Processor |
Network Standard | UMTS+GSM |
Memory | RAM: 512 MB ; Storage space: 4 GB ; Expandable memory up to 32GB |
Screen Parameter | Screen size: 4.5 inch FWVGA; Resolution: 854X480 |
Camera | Rear camera: 5 Mega pixels ; Front camera: VGA |
Battery | Battery Capacity: 1750 mAh; Type: Lithium-ion battery |
Sensors | Accelerometer (3D) , Proximity; GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function |
এর দাম ধরা হয়েছে ৬৫৯০ টাকা। এই দামে এই সেটটি আপনি যে কারনে কিনতে পারেন, সেটা হলোঃ সুন্দর ডিজাইন, ৪.৫” মাপের সুন্দর স্ক্রীন, 1750 mAh ব্যাটারি, ডাবল স্টেরিও স্পিকার, সাথে ভালো মানের একটি হেডসেট, যা আপনার মিউজিক শোনার অভিজ্ঞতাকে আরো আনন্দময় করবে।
আর যে সকল কারনে আপনি সেটটি না কেনার সিদ্ধান্ত নিতে পারেন, তা হলোঃ অপ্রতুল ৫১২ র্যাম, লাইট সেন্সর নাই, ম্যাগনেটিক ফিল্ড সেন্সর (কম্পাস) নাই। টাকা বেশি খরচ করার সামর্থ্য থাকলে এই অভাব গুলো পুষিয়ে নিতে পারেন অন্য মডেল কিনে। তবে এই টাকায় এই সেটটি অসাধারণ।
চলুন সেটের কিছু চোখ ধাঁধানো ছবি দেখি, আর ছবি গুলোর পরেই পাবেন ফুল স্পেসিফিকেশন। এই স্মার্টফোনটি ৯/৫/২০১৪ থেকে বাজারে পাবেন।
আজ তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকুন। আপনার ভালো লাগা মন্দ লাগা কমেন্টে লিখুন।
Basic Information:
Operating System: Android 4.2.2 (jelly bean)
Processor: 1.3 GHz Dual Core Processor
GPU: Mali 400
RAM: 512 MB
Storage space: 4 GB
Expandable memory up to 32GB
Call mode: Dual Card, Dual Standby
Network parameters:
Network type: UMTS+GSM
Network band: GSM 900/1800 MHz, UMTS 2100 MHz
Network speed: GPRS / EDGE/ 3G / HSPA+
Screen parameters:
Screen size: 4.5 inch FWVGA
Resolution: 854X480
Touch: Capacitive touch screen
Camera parameters:
Rear camera: 5 Mega pixels
Front camera: VGA
Video recording: HD Video recording
Flash: Yes
Multimedia:
HD Video playback
Radio: Support with recorder
Connectivity:
WLAN b/g/n (Wi-Fi), Bluetooth, Micro USB , WLAN Hotspot
Sensors:
Accelerometer (3D) , Proximity
GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function
Battery Capacity: 1750 mAh
Type: Lithium-ion battery
Weight: 144g (with battery)
Dimension: 135x67.4x9.6 mm
আমি মোহাম্মদ মাহ্ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমার ১জিবি র্যাম আর ৮জিবি ইন্টারনাল মেমোরি দরকার। কোনটা ভালো হবে দয়া করে জানাবেন। ধন্যবাদ