WALTON মাত্র ৬৫৯০ টাকায় নিয়ে এলো E সিরিজের অসম্ভভ সুন্দর EF মডেলের 3G Android স্মার্টফোন

আমাদের দেশীয় টেক জায়ান্ট ওয়াল্টন স্মার্টফোন ফোন নিয়ে সত্যিই আদা জল খেয়ে নেমেছে। গত দের বছরে স্মার্টফোন থেকে ওয়াল্টন টাকার অংকে মুনাফা কম করলেও এর ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে নিয়েছে অনেক গুন।

দুই বছর আগেও ওয়াল্টন নাম শুনলে অনেকে নাক সিটকাতো। আর এখন চিন্তা করে কিছু বলার আগে।

ওয়াল্টন মটর সাইকেল দিয়ে তরুণদের মন জয় করতে না পারলেও, স্মার্টফোন দিয়ে সফলভাবে জয় করে নিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখেনা। তবে ওয়াল্টন মটর সাইকেল নিয়ে চুপচাপ বসে নেই, তারা জাপানী প্রযুক্তিতে তৈরি নতুন প্ল্যান্ট এর কাজ প্রায় শেষ পর্যায়। ওয়াল্টন বলছে, Bajaj, HERO, TVS এর কোয়ালিটিকে টেক্কা দিয়ে, YAMAHA, HONDA কোয়ালিটির বাইক তৈরি করবে। এ জন্য হয়ত আরো এক দের বছর অপেক্ষা করতে হবে। যাক ফিরে আসি EF এর আলোচনায়।

এর শংক্ষিপ্ত ফিচারঃ

Operating SystemAndroid 4.2.2 (jelly bean)
Processor1.3 GHz Dual Core Processor
Network StandardUMTS+GSM
MemoryRAM: 512 MB ; Storage space: 4 GB ; Expandable memory up to 32GB
Screen ParameterScreen size: 4.5 inch FWVGA; Resolution: 854X480
CameraRear camera: 5 Mega pixels ; Front camera: VGA
BatteryBattery Capacity: 1750 mAh; Type: Lithium-ion battery
SensorsAccelerometer (3D) , Proximity; GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function

এর দাম ধরা হয়েছে ৬৫৯০ টাকা। এই দামে এই সেটটি আপনি যে কারনে কিনতে পারেন, সেটা হলোঃ সুন্দর ডিজাইন, ৪.৫” মাপের সুন্দর স্ক্রীন, 1750 mAh  ব্যাটারি, ডাবল স্টেরিও স্পিকার, সাথে ভালো মানের একটি হেডসেট, যা আপনার মিউজিক শোনার অভিজ্ঞতাকে আরো আনন্দময় করবে।

আর যে সকল কারনে আপনি সেটটি না কেনার সিদ্ধান্ত নিতে পারেন, তা হলোঃ অপ্রতুল ৫১২ র‍্যাম, লাইট সেন্সর নাই, ম্যাগনেটিক ফিল্ড সেন্সর (কম্পাস) নাই। টাকা বেশি খরচ করার সামর্থ্য থাকলে এই অভাব গুলো পুষিয়ে নিতে পারেন অন্য মডেল কিনে। তবে এই টাকায় এই সেটটি অসাধারণ।

চলুন সেটের কিছু চোখ ধাঁধানো ছবি দেখি, আর ছবি গুলোর পরেই পাবেন ফুল স্পেসিফিকেশন। এই স্মার্টফোনটি ৯/৫/২০১৪ থেকে বাজারে পাবেন।

আজ তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকুন। আপনার ভালো লাগা মন্দ লাগা কমেন্টে লিখুন।

Basic Information:
Operating System: Android 4.2.2 (jelly bean)
Processor: 1.3 GHz Dual Core Processor
GPU: Mali 400
RAM: 512 MB
Storage space: 4 GB
Expandable memory up to 32GB

Call mode: Dual Card, Dual Standby
Network parameters:
Network type: UMTS+GSM
Network band: GSM 900/1800 MHz, UMTS 2100 MHz
Network speed: GPRS / EDGE/ 3G / HSPA+

Screen parameters:
Screen size: 4.5 inch FWVGA
Resolution: 854X480
Touch: Capacitive touch screen

Camera parameters:
Rear camera: 5 Mega pixels
Front camera: VGA
Video recording: HD Video recording
Flash: Yes

Multimedia:
HD Video playback
Radio: Support with recorder

Connectivity:
WLAN b/g/n (Wi-Fi), Bluetooth, Micro USB , WLAN Hotspot

Sensors:
Accelerometer (3D) , Proximity

GPS module: GPS with A-GPS network-assisted GPS navigation function

Battery Capacity: 1750 mAh
Type: Lithium-ion battery

Weight: 144g (with battery)
Dimension: 135x67.4x9.6 mm

Level 0

আমি মোহাম্মদ মাহ্‌ফুজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 215 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমার ১জিবি র‍্যাম আর ৮জিবি ইন্টারনাল মেমোরি দরকার। কোনটা ভালো হবে দয়া করে জানাবেন। ধন্যবাদ

Level 0

কিনতে পারেন Walton Primo GH2
Operating System Android 4.2.2 (jelly bean)
Processor 1.3 GHz Quad Core Processor
Network Standard UMTS+GSM
Memory RAM: 1GB ; Storage space(ROM): 8 GB
Screen Parameter Screen size: 4.5 inch FWVGA; Resolution: (854X480) pixels, Support 16.7M color
Camera Rear camera: 5.0 Mega pixels Auto focus; Front camera: 2.0 Mega pixels
Battery Battery Capacity: 1800mAh; Type: Lithium-ion battery
Sensors Motion Sensors: Accelerometer (3D), Orientation; Position Sensor: Proximity; Light sensor: Light (Brightness); Compass
দাম ৯২৯০ টাকা

Level 0

WALTON PRIMO H3=11,500TK .HOW CAN I USE THIS AS A PC MODEM?

এটাকি w68 এর চেয়ে ভালো

    Level 0

    @mdmasumbillah: EF এর প্রসেসরের শক্তি বেশি, BUS স্পীড বেশি, বড় স্ক্রীন, বড় ব্যাটারি ১৭৫০mAH
    সুতরাং অবশ্যই Primo EF ভালো

na ….valo na

    Level 0

    @tore khaisi: মতামতের জন্য ধন্যবাদ।

Level 0

এটাতে কি Video calling করা যায়?

    Level 0

    @zahid20: অবশ্যই ভিডিও কল করা যায়।

এটা কি বাজারে পাওয়া যাচ্ছে ?? অফিসিয়াল সাইটে দেখলাম কামিং সুন লেখা

    Level 0

    @চিলে কোঠার সেপাই: এই স্মার্টফোনটি ৯/৫/২০১৪ থেকে বাজারে পাবেন।

Level 0

@rasel vai kinse gotokal gotokal nosto hoiya gesey

    Level 0

    @anikahmed: কিভাবে নষ্ট হল একটু বিস্তারিত জানান?

Level 0

@rasel vai apner post deklam tasara walton er page eo deksilam,tarpor 9 tarik e bashundhara city theke set kinlam,basai ane charge delam then sim r memoy card dukanor por set hang r on hoya tarpor dokan e niya gelam bollo sevice center e jete 200 taka rickshaw vara diya gelam ora bollo software problem 3/4 din labge.eai first walton er set kine emon experience holo r kono din non brand er set kinbo na set kinle brand er set kinbo brand value boila ekta kotha ase

    Level 0

    @anikahmed: আমার মনে হয় সেটটা হার্ড রিসেট দিলেই ঠিক হয়ে যেত।
    আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি কি ইনট্যাক্ট সিল্ড প্যাকেট বাসায় এসে খুলেছেন?

Level 0

hard reset kivabe dey set to on hoy na r set dokan theke check kore ana hoise

    Level 0

    @anikahmed: আপনার ফোন ঠিক হইছে? ঠিক হলে জানাবেন।

অবশেষে নিলাম ওয়াল্টন এর এই ফোন টা ! আর বেবহার করে মনে হছে ইন লাভ উইথ EF কম দামের মদ্ধে সবি ভাল কিন্তু সমসসা একটাই সেটা হল ফাউল ফ্ল্যাশ !!! রাতে ছবি তলা জাবেনা !! আর কেপচার হওয়ার আগেই কেন জানি ফ্ল্যাশ মারে ! সেই জন্য ফ্ল্যাশ একেবারেই কাজে লাগেনা !!!