Android মজা [পর্ব-৫৭ :: এবার আপনি কথা বলবেন হয়ে যাবে গান (দারুন এক Apps) সাথে মুখের ফুঁ দিয়ে খুলে ফেলুন লক !

Android মজা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

১। আমাদের অনেক শখ থাকে আমাদের কথাগুলো দিয়ে গান বানাতে বা আপনি যদি গান করেন তাহলে এই Apps অটোমেটিক মিউজিক হয়ে যাবে আপনার কথা মধ্যে আর তখন হয়ে যাবে একটি গান, মোটামুটি খারাপ না ব্যবহার করে দেখতে পারেন।

প্রথমে এখান থেকে Apps টি ডাউনলোড করে আপনার Android মোবাইলে ইন্সটল করুন।
তারপর চালু করুন।

এবার মাঝখানে ক্লিক করুন এবার আপনি মুখ দিয়ে যা বলবেন তা গান হিসেবে হয়ে যাবে আলাদা যোগ হবে মিউজিক।

এবার আবার মাঝখানে ক্লিক করে আপনার কথা Stop করে দিন, এবার Play বাটনে ক্লিক করে দেখুন কেমন হয়েছে আপনার কথার গানটি আর দেখুন আপনার সুর কেমন।

এবার আপনার কথার গানটি সেভ করতে Save বাটনে ক্লিক করে সেভ করে রাখুন ।

২। মুখের ফুঁ দিয়ে খুলে ফেলুন লক: আমি আরো কিছুদিন আগে মুখের শিসে কিভাবে মোবাইল ভেজে উঠে তাই নিয়ে ১টি টিউন করেছিলাম, আজও নিয়ে আসলাম মুখের ফুঁতে খুলে যাবে আপনার লক প্রথমে এখান থেকে Apps টি ডাউনলোড করে ইন্সটল করে চালু Power বাটন চাপ দিয়ে মুখের ফুঁ তে খুলে যাবে মোবাইল,

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দারুন তো! ধন্যবাদ।

ভাই
সিস দিলে মোবাইল বাজবে ওটা আমি চালাতে পারিনি

Level New

হোছাইন আহম্মদ মানেই দারুন কিছু …………

হা হা হা, মজা পেলাম, আপনার প্রতি টা এন্ড্রোয়েড পোস্ট আমার পড়া হয়, খুব ভাল।