সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে টিউনটি শুরু করছি । আশা করি ভালো আছেন সাবাই । আমিও ভালো আছি আর তাই আরও একটি Android বিষয়ক টিউন নিয়ে হাজির হলাম আজ । আজকের টিউনে আলোচনা করবো, কিভাবে ২জি নেট স্পীডে কোন বাফারিং ছাড়াই ইউটিব দেখতে পারবেন । আমারা সবাই জানি যে, ইউটিব এর ভিডিও ভালোভাবে উপভোগ করতে উচ্চ গতির নেট স্পীড যেমনঃ- ৩জি বা উচ্চ গতির ওয়াইফাই প্রয়োজন । কিন্তু আমাদের দেশের সব জায়গায় ৩জি বা উচ্চ গতির ওয়াইফাই এখনো পৌঁছেনি, আর তাই ২জি নেট ব্যবহারকারীরা অনেক ইচ্ছা থাকলেও বাফারিং এর ঝামেলায় কেউই ইউটিব দেখতে পারেন না । তাই এই টিউনে চেষ্টা করবো সুন্দর একটি টিপস দিতে, যার মাধ্যমে ২জি নেট বা স্লো নেট ব্যবহারকারীরা Android ডিভাইস দিয়ে সুন্দর ভাবে ইউটিব উপভোগ করতে পারবেন ।
২জি নেটে সুন্দরভাবে ইউটিব উপভোগ করতে হলে, প্রথমে Tubemate অ্যাপসটি লাগবে । Tubemate সম্পর্কে নতুন করে কিছু বলবো না, অনেকেই এর সম্পর্কে জানেন এবং ইউটিব এর ভিডিও ডাউনলোড করতে ব্যবহার করে থাকেন । তাই অনেকের সংগ্রহেই অ্যাপসটি আছে আশা করি । তারপরও যাদের কাছে নেই তাদের জন্য ডাউনলোড লিংক দিয়ে দিলাম ।
অ্যাপসটি ডাউনলোড করে ইন্সটল করুন এবং ওপেন করার আগে ব্যাকগ্রাউন্ড টাস্ক গুলি কিল করে নিন, তাতে করে পুরো নেট স্পীড টুকুই টিউবমেটে ব্যবহার হবে । কিন্তু ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করবেন না, এতে করে কিন্তু ভিডিও প্লে হবে না । অ্যাপসটি ওপেন করার পর নিচের স্ক্রিনশটে দেখানো ধাপ গুলি অনুসরণ করুন ।
এই পদ্ধতি ব্যবহার করে গড়ে 15 KB/s নেট স্পীডে কোন বাফারিং ছাড়াই ইউটিবের ভিডিও উপভোগ করতে পারবেন । আর যারা ২জি নেটেও গড়ে ২৫-৩০ KB/s স্পীড পেয়ে থাকেন, তারা চাইলে ৩২০x২৪০ রেজুলেশন দিয়েও ভিডিও দেখতে পারেন ।
টিউনের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং মতামত প্রকাশের জন্য কমেন্ট করবেন, অথবা ফেসবুকের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন । আর সময় পেলে আমার ব্লগটি থেকে ঘুরে আসবেন । ফেসবুকে আমি । আমার ব্লগ ।
আমি Moyin Emon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি Moyin Hossain Emon । বর্তমানে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি । ছোট বেলা থেকেই কম্পিউটার, ইনটারনেট, মোবাইল এবং প্রযুক্তি সম্পৃক্ত বিষয় গুলোর উপর আনেক আগ্রহ আমার । তাই বেশির ভাগ সময় প্রজুক্তির সাথেই থাকি, আর সব সময় নতুন কিছু শেখার, নতুন কিছু পাওয়ার নেশায় থাকি । আল্লাহর রহমতে, বাকি...
thx