আমার তৈরি 3D আন্ড্রয়েড গেম (ROBO SHOOTER)

আসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই আসাকরি ভালই আছেন । আমার পুরোনো সখ গেম তৈরি করা । তো অনেক সময় কাজ করার পর আজ আমার সফলতা এসেছে।  গেম টি তৈরি করতে সময় লেগছে দুই মাস । তো এবার আপনাদের পালা  গেমটি প্লে  করার  আমি  ছোট তাই ভুল   এুটি হতে পারে সে জন্য আমি প্রথমে ক্ষমা  চেয়ে নিচ্ছি ।

গেমটির বিবরনঃ

আপনারা গেমটি প্লে করলেই বুঝতে পারবেন । গমটি তে একটি  ফাস্ট পারসোন সুটার    হিরো  আছে । যার দারা আপনি রোবোট গুলো কে সুট করতে পারবেন । আপনাকে লাল গেট গুলোর চাবি খুযে পরের স্তর গুলো তে যেতে হবে।। এভাবে আপনাকে মিসন  কম্পিট করতে হবে।। গেমটি 3D ইঞ্জিনে তৈ্রি করা হয়েছে তাই গেমটি মাস্ট 3D ।

স্কিন সট


তো ডাওনলোড করুন । আর দেরি কিসের

ডাওনলোড লিঙ্কঃ DROPBOX

বিঃদ্রঃ গেমটি জদি প্লে না হয় তাহলে  APK টি Uninstrall করুন । ফোনটী একবার Restart দিন । পুনরাই গেমটা Instrall দিন । এবং প্লে করুন

গেমটি কেমন লাগলো তা অবস্যই জানাবেন । পারলে গেমটি সবার সাথে শেয়ার করবেন । কোন সমস্যা হলে আমাকে জানাবেন । তছারা  আমি তো সবসময় ফেইসবুকে আছি ।

FB: Mehedi.Shaon.12

Level 0

আমি ShaOn Kr। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন গেমস । দারুন হয়েছে।

    @মুহাম্মাদ ইউসুফ:thank you

অত্তন্ত খুশি হলাম।BD এর Game Developer রা উন্নতি করছে।

২ মাস লাগল গেমটি বানাতে! অনেক কষ্ট করেছেন বুঝা যাচ্ছে, ডাউলোড করে দেখি আর কিভাবে বানালেন এই নিয়ে ১টি টিউন করতে পারেন- এতে আমরা সবাই জানতে পারব। ধন্যবাদ দোয়া করি আরো এগিয়ে যান।

ভাই আস্থির গেমস, আমি ও হোসাইন ভাই এর সাথে বলতেছি এই নিয়ে ১টি টিউন করতে পারেন- এতে আমরা সবাই শিখতে পারব। ধন্যবাদ

Level 2

ভাই এইভাবে বাঙালি জাতি কে আর কত ছোট করবেন

যে গেমটি আপনি নিজের বলে দাবি করছেন এটা তো Unity3D 4.3.0.2 এর ডিফল্ট গেম স্যাম্পল

আমি নিজে আলহামদুলিল্লাহ্‌ Unity3D নিয়ে কাজ করছি এবং আমার মত আর অনেকে আছে

আশা করি বুঝতে পেরেছেন

বিশ্বাস করবেন না ভাই কি পরিমান মেজাজ খারাপ হইসে টিউন টা পইড়া। বছর খানেক Unity ঘাইটা – ৩ জনের টিম নিয়া কিছুই করবার পারলাম না আর এই লোক বলে কিনা এইটা বানাইসে ২ মাসে। সাহস থাকলে ভাই গেমটা App Store or Play Store এ দেন। ২ ঘণ্টার মধ্যে suspend হবেন। আপনি যে গেম টা দিলেন এইটা বানাইতে ৫ জন লোকের মিনিমাম ৬ মাস লাগবে।

@ শাওন, আপনার বাংলা ভাষার অবস্থা আমাকে মুগ্ধ করেছে, সাথে আপনার তথাকথিত গেমস টিও !!!
@ G২, হাহাহা।..চেপে যান

আপনার বানানো গেমস এবং ইউনিটি টেকনোলজি এর অ্যাংরি বুটস (Angry Bots) এর মধ্যে পার্থক্য কি একতু বুঝিয়ে বলবেন? আর এটা কি বুললেন, দুই মাস? ওকে আমি আপনাকে ৬ মাস সময় দিবো, আমাকে কি আমার আইডিয়া অনুযায়ি গেম ডেভলপ করে দিতে পারবেন? ভাই মাইন্ড করবেন না, আমি এই কথা বললাম, কারণ এক. ৩ডি আর দুই. তা অ্যান্ড্রয়েড এ ইন্টিগ্রেট করা, দুই মাসে কখনোই সম্ভব না, তা সে যত বড় গেম ডেভলপার হক, হ্যা তখনি সম্ভব যখন ডিজাইন এর কাজ আগে থেকেই করা থেক, তখন শুধু বসে বসে কোড গুলো করলেই হয়, সে ক্ষেত্রেও পরিপূর্ণ গেম তৈরি করতে আরো বেশি সময় লাগে, যদি তা হয় ৩ডি। যায় হোক আপনি বেশ ভালো কাজ করেছেন, কিন্তু যেটা আপনার আইডিয়া না, তা নিজের বলা ঠিক না, এতে আইনি জটিলতায় পড়ে যাবেন। ঢন্যবাদ এবং আরো ভালো করুন।

Hossain ভাই এর সাথে আমিও একমত। কিভাবে বানালেন তা নিয়ে এক্টা টিউন করবেন প্লিজ..

এতদিন পর আপনার টিউনে একজনের চর্মচক্ষুর ভক্ষন হল। আমি স্বয়ং অবাক,আপনার বানানো গেম আমার পিসিতে কিভাবে এল !!! তবে নামটা অন্যরকমঃ angry bots
যাই হোক, উরে উরে তো আর আসে নি, আপনি মনে হয় ইনিসটল কইরা দিয়া গেসিলেন আমার পিসিতে………
ভাল, খুব ভাল। চালায়া যান। আমজনতা আপনার পাশেই আছে।
আমিও আছি।
আর কোনো গেম বানালে খবর দেবেন, বান্দা হাযির হবে।
হেল্প করব,সমস্যা নাই, দুইজনে ওই গেম তখন ৩ দিনে বানায়ে ফেলাবো।
fb/sayefpasha
[email protected]