আসসালামু আলাইকুম । আশা করি ভালো আছেন । আমরা অনেকেই হয়ত Samsung GT-S5570 মডেলের ফোনটি ব্যবহার করি । এটি Samsung galaxy mini pop নামেও পরিচিত । বর্তমানে স্যামসাং এর এই মডেলটি বাজারে পাওয়া যায় কিনা তা আমার জানা নেই । শেষ দিকে ক্রয় করার সময় ফোনটিতে স্টক রম Gingerbread 2.3.6 পাওয়া যেত ।
এখন আপনি যদি প্রয়োজনে আবারও Gingerbread 2.3.6 ইন্সটল দিতে চান ,তাহলে কিভাবে তা ইন্সটল দিবেন ? বাজারে গিয়ে ? না , আপনি ঘরে বসেই এই কাজটি করতে পারেন । কখনও যদি আপনার ফোন ব্রিক হয় , বা আপনি চাচ্ছেন কাস্টম রম থেকে পুনরায় স্টক রমে ফিরে যেতে তখন এই টিউন টি অনুসরন করুন , আর খুব সহজেই যখন খুশি আপনার ফোনে Gingerbread 2.3.6 ইন্সটল দিন ।
ক) OPS এ ক্লিক করে পূর্বে ডাউনলোডকৃত ফাইল ব্যাকআপ থেকে সিলেক্ট করুন ।
খ) BOOT এ ক্লিক করে পূর্বে ডাউনলোডকৃত/ Extract থেকে পাওয়া [APBOOT_S5570JVKT1_CL703231_REV02_user_low_true.tar.md5] ফাইল ব্যাকআপ থেকে সিলেক্ট করুন ।
গ) Phone এ ক্লিক করে পূর্বে ডাউনলোডকৃত/ Extract থেকে পাওয়া [MODEM_S5570XWKT2_CL698112_REV02.tar.md5] ফাইল ব্যাকআপ থেকে সিলেক্ট করুন ।
ঘ)PDA এ ক্লিক করে পূর্বে ডাউনলোডকৃত/ Extract থেকে পাওয়া [CODE_S5570JVKT1_CL703231_REV02_user_low_true.tar.md5] ফাইল ব্যাকআপ থেকে সিলেক্ট করুন ।
ঙ) CSC এ ক্লিক করে পূর্বে ডাউনলোডকৃত/ Extract থেকে পাওয়া [GT-S5570-MULTI-CSC-OJVKT1.tar.md5] ফাইল ব্যাকআপ থেকে সিলেক্ট করুন ।
Gingerbread 2.3.6 ইন্সটল দেওয়া শেষ । যদি সুযোগ পায় তবে Samsung GT-S5570 নিয়ে আরও লিখব , যেমন - ClockWorkMod Recovery ইন্সটল , Root করা , Custom Rom[ Unofficial Update] ইন্সটল ইত্যাদি ।
সবাই ভালো থাকবেন । আর আমার জন্য দোয়া করবেন এই আশায় শেষ করলাম ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চমৎকার লিখেছেন। চালিয়ে যান।