অফিসিয়াল Gingerbread 2.3.6 ইন্সটল পদ্ধতি [ Samsung GT-S5570 ]

আসসালামু আলাইকুম । আশা করি ভালো আছেন ।  আমরা অনেকেই হয়ত Samsung GT-S5570  মডেলের ফোনটি ব্যবহার করি । এটি Samsung galaxy mini pop নামেও পরিচিত । বর্তমানে  স্যামসাং এর এই মডেলটি বাজারে পাওয়া যায় কিনা তা আমার জানা নেই । শেষ দিকে  ক্রয় করার সময় ফোনটিতে স্টক রম  Gingerbread 2.3.6  পাওয়া যেত ।

এখন আপনি যদি প্রয়োজনে আবারও Gingerbread 2.3.6 ইন্সটল দিতে চান ,তাহলে কিভাবে তা ইন্সটল দিবেন ? বাজারে গিয়ে ? না , আপনি ঘরে বসেই এই কাজটি করতে পারেন । কখনও যদি আপনার ফোন ব্রিক হয় , বা আপনি চাচ্ছেন কাস্টম রম থেকে পুনরায় স্টক রমে  ফিরে যেতে  তখন এই টিউন টি অনুসরন করুন , আর খুব সহজেই যখন খুশি আপনার ফোনে Gingerbread 2.3.6 ইন্সটল দিন ।

যা প্রয়োজন -

  •  পিসি ও Samsung GT-S5570  ফোনের  ডাটা ক্যাবল ।
  •  SAMSUNG USB Driver , এখান থেকে ডাউনলোড করুন । পিসিতে ইন্সটল দিন ।
  •  Odin Multi Downloader , এখান থেকে ডাউনলোড করুন ।
  •  OPS file , এখান থেকে ডাউনলোড করুন ।
  •  Gingerbread 2.3.6  Firmware , এখান থেকে ডাউনলোড করুন । Extract করুন , ৪ টি ফাইল পাবেন ।

আপনার ফোন ফুল চার্জ করে নিন [ ৭০% চার্জ থাকলেও চলবে ] , কোন প্রকার ক্ষতির জন্য আমি দায়ী থাকব না , নিজের রিস্কে করুন ।

  •  ফোন সুইচ অফ/ বন্ধ করুন ।  VOL DOWN + OK BUTTON + POWER BUTTON  একসাথে এই ৩ বাটন চাপুন ।

  •  এবার  ডাটা ক্যাবলের মাধ্যমে ফোন পিসিতে কানেক্ট করুন ।
  •  Odin Multi Downloader  ওপেন করুন , এটি  COM PORT ম্যাপিং করবে । PORT ম্যাপিং সম্পন্ন হলে " One Package" টিক তুলে দিন ।

ক) OPS এ ক্লিক করে পূর্বে ডাউনলোডকৃত ফাইল ব্যাকআপ থেকে সিলেক্ট করুন ।

খ) BOOT  এ ক্লিক করে পূর্বে ডাউনলোডকৃত/ Extract থেকে পাওয়া  [APBOOT_S5570JVKT1_CL703231_REV02_user_low_true.tar.md5]  ফাইল ব্যাকআপ থেকে সিলেক্ট করুন ।

গ) Phone এ ক্লিক করে পূর্বে ডাউনলোডকৃত/ Extract থেকে পাওয়া  [MODEM_S5570XWKT2_CL698112_REV02.tar.md5]  ফাইল ব্যাকআপ থেকে সিলেক্ট করুন ।

ঘ)PDA এ ক্লিক করে পূর্বে ডাউনলোডকৃত/ Extract থেকে পাওয়া  [CODE_S5570JVKT1_CL703231_REV02_user_low_true.tar.md5]  ফাইল ব্যাকআপ থেকে সিলেক্ট করুন ।

ঙ) CSC এ ক্লিক করে পূর্বে ডাউনলোডকৃত/ Extract থেকে পাওয়া  [GT-S5570-MULTI-CSC-OJVKT1.tar.md5]  ফাইল ব্যাকআপ থেকে সিলেক্ট করুন ।

  •  এবার START এ ক্লিক করুন এবং কিছু সময় অপেক্ষা করুন , PASS লিখা দেখালে ফোন পিসি থেকে ডিস্কানেক্ট করুন ।

Gingerbread 2.3.6 ইন্সটল দেওয়া শেষ । যদি সুযোগ পায় তবে Samsung GT-S5570  নিয়ে আরও লিখব , যেমন - ClockWorkMod Recovery ইন্সটল , Root করা , Custom Rom[ Unofficial Update] ইন্সটল  ইত্যাদি ।

সবাই ভালো থাকবেন । আর আমার জন্য দোয়া করবেন এই আশায় শেষ করলাম ।

Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার লিখেছেন। চালিয়ে যান।

    @মুহাম্মাদ ইউসুফ: ধন্যবাদ । দোয়া রাখবেন

      Level 2

      আমি অবাক হলাম এমন বিপদে আপনি টিউন করলেন
      আমি পথমে আপনার নামদেখি নাই কমেন্ট দেখে কে করল এ টিউন দেখি জাহিদ ইসলাম অবাক হয়েগেলাম

টিউন নিয়ে কোন কথা হবে না, এগিয়ে যান ভাই

পরবর্তী টিউন এর আশায় রইলাম

Level New

Jahid. Apnar moner sahos dekhe obak hossi . Apnar somossar tulonay amar somossa kisuy na. Tarpor o mon kharap thake. Aj theke khusi thakar chesta korbo insallah. Allah apnake bipod theke uddar koru

Level New

Jahid. Apnar moner sahos dekhe obak hossi . Apnar somossar tulonay amar somossa kisuy na. Tarpor o mon kharap thake. Aj theke khusi thakar chesta korbo insallah. Allah apnake bipod theke uddar korun.

Level 0

thank you zahid vhai …
Allah apnake rohomot dan koruk ..
Amin.

Level 0

ভালো টিউন।
________________________________
ফ্রি ইন্টারনেট নিয়ে নতুন টিউন পাবো আশাকরি।
(cz-simple server not worked)

অসাধারন টিউন।
কাজে আসবে অনেকের।

Level 0

Xperia Neo V কোন ট্রিটমেন্ট আছে? ডাউনগ্রেড করতে চাই। স্যান্ডউইচ থেকে জিঞ্জাব্রেড

onek valo laglo,,,,excelent

Level 0

Bhai, odin diye kon kon samsung flash kora chai?

Level 0

Salam Zahid bhai, Chomotkar Hoyese.
Bhai ami samsung gt s6500 use kori, atate ami Jeally Bean update dite chai. mane 2.3.6 thake 4.2.2 korte chai. ata ki somvob naki? Somvob hole asha korsi je agamite ata nia tune korben

    @আপন: আমার জানা মতে এটি সব স্যামসাঙ স্মার্ট ফোনের জন্য । কিন্তু অডিন বিষয় না , বিষয় হচ্ছে আপনার স্যামসাঙ স্মার্ট ফোনের রোম দরকার

এত বিপদে থেকেও অনেক সুন্দর টিউন দিয়েছেন আমাদের @ দোয়া করি আপনার জন্য। @ ধন্যবাদ জাহিদ ভাই

জাহিদ ভাই স্বাগতম, ধন্যবাদ এই সুন্দর পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Level 2

ভাই আপনার জন্য আমার মন কাদে কঠিন টিউন করেছেন

এরকম বিপদে থেকেও এত সুন্দর টিউন……

Level 0

সুন্দর হয়েছে @জাহিদ ইসলাম, ভাই আমার Samsung Galaxy Tab 2 7.0 Plus GT-P6200 এ Jelly Bean Setup করতে চাই এ ব্যাপারে যদি একটা টিউন করতেন উপকৃত হইতাম।

Level New

জাহিদ ভাই, আপনার বিপদের খবর জানতে চাই।

ভাই OPS file ‍এর লিংক টা একটু আপডেট করে দেন। ফাইল টা নাই ঐ লিংকে।

Level 0

জাহিদ ভাই পোষ্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।এই পোষ্টির জন্য গত দুই তিন দরে অনেক কষ্ট করছিলাম।শোনলাম আপনার বিপদের কথা দোয়াকরি আল্লাহ যেন আপনাকে আপনার বিপদ থেকে উদ্দার করেন……।

আমাকে মাফ করবেন এতদিন পরে কমেন্ট করার জন্য। আমি 5570 ফ্লাশ করতে গেলে ফ্লাশ হয় না। ফ্লাশিং প্রোসেস শুরু হয়। কিন্তু ফ্লাশ হয় না। সমাধান দিলে খুশি হবো।
আমার মনে হয় ফাইল এ সমস্যা। ওহ কাষ্টম রম ইন্সটল করলেও ফোন অন হয় না। গ্যালাক্সি লোগোতে গিয়ে আর কিছু হয় না।

ভাইয়া মনে হয় পেরেছি। আপনার এই টিউনটা আমাকে অনেক সাহায্য করেছে।