খুব সহজেই SymphonY W68 এ Root, CWM, CTR and Custom ROM Install করুন…

কাস্টম রম কি, কেন, কিভাবে?? এগুলো নিয়ে অনেক কথা হইছে।।
এবার আমি আপনাদের উপহার দিব ৯৯.৯৯% বাগ মুক্ত কাস্টম রম, সুধুমাত্র সিম্ফনি ডাবলু ৬৮ এর জন্য।।
কাস্টম রম ব্যাবহার করার মূল উদ্দেশ্য বেশী RAM ফাকা রাখা, হাল্কা ওএস হওয়া যাতে ইউজার ফ্রেন্ডলি ভাবে সব কাজ করা যায়।।
এই দুইটা বিষয় মাথায় রেখেই আমি আমার প্রথম কাস্টম রম পোর্ট করেছি।।:(
অপ্রয়োজনীয় সকল জঞ্জাল মুক্ত এই রম টায় আপনি অনাকাঙ্ক্ষিত ভাবেই ২০০-২৩০ এমবি রাম ফাকা পাবেন।।
আশার কথা এই যে, আপনাকে সাউন্ড কোয়ালিটি নিয়ে কোন টেনশান করতে হবে না, এক জায়গা টাচ করলে অন্য জায়গা কাজ করবে না, সব চেয়ে বড় কথা অসাধারণ গ্রাফিক্স ইন্টারফেছ আপনাকে করবে বিমুগ্ধ।।
তবে Proximiti সেন্সর না থাকার কারনে এতে কথা বলার সময় আপনার ফোনের লাইট অফ হবে না।।
লিঙ্ক http://d-h.st/CIW
কমেন্ট আশা করছি...।।

প্রসেস
CWM ইন্সটল করতে আপনাকে আর কম্পিউটার ব্যবহার করতে হবে না। এখন আপনার Symphony W8 তে সাপোর্ট করে এরকম যেকোনো Recovery.img ইন্সটল করুন মাত্র ১০ সেকেন্ডে।

প্রয়োজনীয় জিনিষ-

১) আপনার মোবাইল অবশ্যই Root
করা থাকতে হবে। রুট করতে Frameroot ব্যাবহার করুন।।

২) ডাওনলোড MOBILE UNCLE TOOL http://d-h.st/iqu

৩) ডাওনলোড Mediatek 6572 skater.txt http://d-h.st/V6F

৪) ডাওনলোড recovery.img file for w68

CWM Recovery : RECOVERY.IMG http://www.mediafire.com/download/cz8u5vmus6exvoh/recovery.img

CTR Recovery : RECOVERY.IMG http://d-h.st/TC7

৫)এখন রিকভারী.জিপ ফাইলটি একস্ট্রাক্ট করলে recovery.img নামের একটি ফোল্ডার পাবেন।

৬) ডাওনলোড করা সব ফাইল গুলো মেমোরি কার্ডে রাখার পর Mobileuncle toolbox ওপেন করুন। Root পারমিশন allow করুন।
৭) Mobileuncle toolbox থেকে Recovery update ক্লিক করুন। Recovery update ওপেন
হলে সেখানে আপনার কাঙ্ক্ষিতRecovery.img
ফাইলটি সিলেক্ট করুন। এরপর OK ক্লিক করুন। ৫ সেকেন্ড অপেক্ষা করুন। ফ্লাশ হয়ে যাবে।
ফ্লাশ হবার পর reboot into recovery mode আসবে> OK ক্লিক করুন। রিবুট নিলেই দেখবেন আপনার কাজ শেষ।

সতর্কতা-
১) আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন
বন্ধ রাখুন।

কাস্টম রম ফ্ল্যাশ,
Go to Cwm or Ctr recovery by pressing (power button+ volume up button)
১. select wipe/data factory reset then select yes.
২.Select wipe cache partition then select yes.
৩.go to mount and storage thn format system,data and cache.
৪.then select advanced option then wipe dalvic cache and wipe battery stat.
৫.then Return to the main menu again.
৬.Select Intall From SD and Select File And Click YES
৭.then a process will occur.
৮.wait untill it finished.
৯.then reboot your Symphony W68
১০.it will take up to 3 minutes to boot up for the first time।
ডাউনলোড করুন http://d-h.st/CIW আর উপভোগ করুন নতুনত্ব।।
সার্ভার এ সমস্যার কারনে স্ক্রিন শট দিতে পারলাম নাহ।। খুব সিগ্রই দেয়া হবে।।
অথবা এখানে দেখতে পারেন ঃ http://www.facebook.com/groups/androidhdgamesandappsellarena
: http://www.facebook.com/gamessellarena

Level 0

আমি Nisshongo Sultan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

এভাবে W71 হবে????

w71 এও হবে, কিন্তু কাস্টম রম থেকে রুট টুল সবই Device to Device ভিন্ন হয়।। 🙁 এগুলো দিয়ে হবে না।।
W71 এর জন্য W71 এর টাই লাগবে।।

রুট করলে/হয়েগেলে কি সেট নষ্ট হওয়ার ভয় আছে (অনেক কষ্ট করে মোবাইলটা কিনেছি)
gh2 আমার মোবাইল মডেল কিভাবে রুট করব বলতে পারেন ?

আমি Android মোবাইল কিনতে চাই ৮০০০ টাকার মধ্যে।আমার চারটি মোবাইল পচ্ছন্দ হয়েছে।মোবাইল গুলো হল Samsung Galaxy Star Pro, Symphony Xplorer W72, Walton Primo F3i, alcatel onetouch star .এই মোবাইল তিনটির মধ্যে ভাল কোনটা,কোনটার চার্জ্ বেশি খাকে,ভালভাবে Game খেলা যাবে কোনটাই।আমাকে একটু সাহায্য করুন….

আপনি Primo F3i কিনতে পারেন

Level 0

bhai, pattern/user lock obostai root kora jabe?

na vai……… @mana……

Level 0

bi amar symphony w82 amar mobile restore deyar por usb cable pi na plz help me

Level 0

proximity ta fix kora jayna?