256 MB RAM যুক্ত Android মোবাইলের জন্য কিছু চমৎকার গেমস [পর্ব-০৪] :: কিছু classic গেমস্‌

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার টিউনের ৪র্থ পর্ব।

(প্রথম পর্বে ছিল- NFS Shift, Riptide GP, Jungle Fly, Air Attack HD full, Dirt Road Trucker 3D)

(দ্বিতীয় পর্বে ছিল-The Island Castaway, Cut the Rope: Time Travel, Where's My Water?, Raging Thunder 2 HD, Metal Sluge 3)

তৃতীয় পর্বের কথা বলে লাভ নেই। কারন আজকে যেই গেম গুলো দিব সেগুলো খেলতে হলে আপনাকে অবশ্যই তৃতীয় পর্বে যেতে হবে। আজকেও আপনার Android মোবাইলের জন্য থাকছে তৃতীয় পর্বের মতো কিছু classic গেম। প্রতিটি গেমের জন্য একটি করে zip file download হবে। Zip file গুলো extract করবেন না। গেম গুলো install দেয়া লাগে না। যারা এই টিউনের তৃতীয় পর্ব পড়েন নি তারা খেলার নিয়ম জানতে কষ্ট করে এই টিউনের তৃতীয় পর্বে যান এবং সেখান থেকে Tiger emulator সফটওয়্যারটি download(5.2 MB) করে নিন। যেহেতু এই টিউন গুলো এখনও চেইনে অন্তর্ভুক্ত করা হইনি তাই নিচে তৃতীয় পর্বের link দিয়ে দিলাম।

এবার আজকের গেম গুলো নিয়ে নিন-

1. The Punisher

DOWNLOAD

2. Penguin Brothers

DOWNLOAD (এই গেমটি খেলার জন্য Tiger 3.1.3.apk install দিতে হবে। Tiger 2.2 এই গেমটি support করে না)

3. The King of Fighters 96

DOWNLOAD

4. Metal Slug 2

DOWNLOAD

(বিঃ দ্রঃ Tiger arcade এর  যেকোনো গেমে প্রবলেম হলে খেলা শুরু করার আগে আপনার মোবাইলটি Restart দিন, RAM clean করুন এবং তারপর গেমটি খেলুন)

এছারা আপনি চাইলে আপনার 256 MB RAM এর মোবাইল এ Metal Slug 7 খেলতে পারবেন। গেমটি খেলতে আমার এই টিউনটিতে যান-

Android Only[পর্ব-০২] :: Metal Slug 7(Normal+Hack) সাথে আরও অনেক Classic গেমস।

যদি আপনাদের ভালো লাগে তবে পরবর্তী পর্বে আরও গেমের ROM দিব।কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং comment দিয়ে বলবেন please।

Level 0

আমি নাইম নিমো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 269 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মোবাইল হ্যাং করলে কিন্তু ভাই আপনার দোষ 😀 ধন্যবাদ ভাই ভালো লাগলো।

Level 0

ভাই এগুলো তো কিছুই না। আরো বহুত আছে।

ধন্যবাদ ভাই আরো গেমসের অপেক্ষায় রইলাম

    Level 0

    @foysal_sheykh: ধন্যবাদ ভাই। আরো অনেক পাবেন।

Level 0

ভাই আমি dirt road trucker 3d ডাউনলোড করছিলাম কিন্ত চললনা।আমি galaxy y ইউজ করি 🙁

    Level 0

    @rhriyad: sorry ভাই armv6 এ বর্তমানের তেমন কোনো গেম চলে না।

প্রিয় টিউনার,

আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –

চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …

চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….

চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু

এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ( [ ] ) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ( [ ] ) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু॥ এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।

এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।

টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন করে আপডেট করে এই টিউমেন্টটির প্রতুত্তর (রিপ্লাই) দিন। টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে।

চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।

    Level 0

    @টেকটিউনস মেন্টর V: প্রিয় মেন্টর আমি আমার টিউনের নাম সংশোধোন করেছি। এরপরেও যদি ভুল থাকে তবে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং বলবেন।

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

    Level 0

    @টেকটিউনস মেন্টর V: অনেক অনেক ধন্যবাদ।