Symphony w68 Custom Firmware (IOS 7)

সবাইকে সালাম জানিয়ে আজকে আবার শুরু করলাম। আন্তরিক ভাবে দুঃখিত যে আজকেও আমি আপনাদের জন্য Symphony w68 এর কাস্টম ফারমওয়ার নিয়ে এসেছি। কারন আমার কাছে এই একটা মোবাইলই আছে তাই আমি যা ইউস করি তাই আপনাদের কাছে শেয়ার করি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Full IOS7 Custom Firmware. Its Look like Full IOS 7.

ভিতরের মেনুবার সেটিংস সবকিছু আইফোন এর মত। আর এটা আমার মোবাইলে অলরেডি ফ্লাশ করা স্ক্রীন শুট ও আমারো। তাই নিশ্চিন্তে আপনি ও এটা ফ্লাশ করতে পারেন। আর হ্যা অবশ্যই ব্যাক আপ নিয়ে রাখবেন। অন্যথায় কোন সমস্যা এবং ভালো না লাগলে রিস্টর করে আগের অবস্থানে ফিরে যেতে পারবেন। তাহলে শুরু করা যাক।

যা যা পরিবতন হবেঃ

* Super Smooth Touch.
* IOS 7 Launcher.
* Iphon Dial Pad.
* Every Thing system like Iphone.
* Double Sim Supported.
* and much more.

ডাউনলোড করুন।

এবার কিছু স্ক্রীন শুট দেখুনঃ

এইবার ফ্লাশিং স্টেপঃ
1) Download ROM
2) Put into External SD Card
3) Go To CMW or CTR Recovery
4) Wipe Data/Factory Reset And Wipe Partition
5) From Advance Menu Do Dalvik Catch Clear.
6)Go to mounts and storage then format system/cache/data
7) Select Intall From SD and Select File And Click YES
8)After Complete Reboot Your System
9)Done
10)It will take upto to 3 minutes for booting up for the 1st time…

এবার আপনার মোবাইল রিবুট করুন আর দেখুন আপনার আইফোন 🙂

আর হ্যা সবকিছু নিজ দায়িত্তে করবেন। আপনার কোন ভূলের দায়ভার নিতে আমি রাজী নই। কোন সমস্যায় পড়লে জানাবেন। আর অবশ্যই ফ্লাশ করার আগে ব্যাক আপ নিয়ে রাখবেন আপনার স্টক রম।

এই পোস্ট টি প্রথম প্রকাশিত এইখানে।

এরকম আরো কিছু পেতে চাইলে আমার ব্লগে ঘুরে আসতে পারেন।

সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

সৌজন্যেঃ BD Tips World

Level 2

আমি Sakib Hossen। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

😉

Level 0

vai Symphony w82 ki vaba root korbo +CMW install korbo aktu Bolban R ai Firmware IOS 7 ta ki W82 ta install kora jaba ????? @ Sakib Hossen

Level 0

Bhai, ei-ti install korte ki symphony w68 root korte hobe?

    @mana: হ্যা রুট করতে হবে CWM রিকভারি ইন্সটল করতে হবে।

তো এতে কী কী হার্ডওয়ারগুলো কাজ করতে না সেটা কি জানেন? এটা কি স্টেবল রম?

    @আশরাফ: হ্যা জানি। শুধু মাত্র vaibrate টা কাজ করে না বাকি সব ওকে।

      @Sakib Hossen: ভাই আপনাকে উদ্দেশ্য করে বলছি আমি একজন Walton Promo F1 ব্যবহারকারী আপনি অনেক রম আমাদের মাঝে শেয়ার করছেন। আপনি যাদি ভাল কোন কাষ্টম Walton Primo F1 এর জন্য শেয়ার করতেন তাহলে খুবই খুশি হতাম। আশা করি আপনি আমরা যারা Walton Primo F1 ব্যবহারকারী আছি তাদের নিরাশ করবেন না

        @নাজমুল ইসলাম: ওকে ভাইয়া আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করার।

Level 0

Bhai, Bootloader Unlock ki ? ei-ti korle ki lav?
please

    @mana: এটা করলে আপনি সব ধরনের বুট এর কাজ করতে পারবেন। কাস্টমাইজ করতে পারবেন।

Level 0

Vi symphony w 92 niea Tune koren. custom rom lagba…

    @titusust27: দেওয়ার চেষ্টা করব ভাই।

    @titusust27: ওকে ভাই আমি পেলে আপনাদের দিব।

Level 0

ভাই আগে root & cwm recovery and rom backup করার proces টা বলুন।

    @Fuad: সৌজন্যে থেকে আমার ব্লগে ঘুরে আসুন ওইখানে সমস্ত প্রসেসই বলে দেওয়া আছে।

Level 0

vai ei ROM ta ki Walton Primo H2 er jonno prt kora jabe?

    @rajibnill: ভাই এই রম টা শুধু মাত্র এই মোবাইলের জন্যই।

Level 0

Thank you Vai @ Sakib Hossen