আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা অনেকে গুগুল প্লে স্টোর থেকে PAID APPS গুলো ডাউনোড করতে পারি না আর ডাউনলোড করতে চাইলে Credit/Debit card নাম্বার লাগে তাই আর নামাতে পারি না! অবশ্যই এই নিয়ে সুন্দর একটি টিউন করেছেন টিউনার সাবিহা উনি অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন কিভাবে PAID APPS ডাউনলোড করতে হয় কিন্তু পিসিতে ডাউনলোড করতে হয়।
তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এমন একটি Apps যা দিয়ে আপনি পিসি ছাড়া PAID APPS ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইলে নিচের দেখানো Apps দিয়ে।
প্রথমে এখান থেকে "Blackmart Alpha" Apps টি ডাউনলোড করে আপনার মোবাইলে ইন্সটল করুন, তারপর চালু করুন ।
এবার সার্চ বক্স যে PAID APPS ডাউনলোড করবেন তার নাম লিখুন আমি Mx Player লিখলাম। আপ্নারা যে কোন PAID APPS এর নাম লিখতে পারবেন।
তাহলে নিচের মত দেখতে পাবেন, খেয়াল করুন দুটি ভার্সন আছে একটি ফ্রি ভার্সন আরেক Paid ভার্সন এখন আমরা পেইড ভার্সন নামাবো টাকা তাই Paid ভার্সন ক্লিক করুন।
তাহলে নিচের মত আসবে এবার Install বাটনে ক্লিক করে আপনার সেটে ইন্সট করুন।
তাহলে আপনার সেটে ইন্সটল হয়ে যাবে। ব্যাস কাজ শেষ।
বিঃদ্রঃ যে android এর সব ভার্সনই কাজ করবে, এবং যে কোন paid/pro apps ডাউনলোড করতে পারবেন। তাহলে আর দেরি কেন এখনই নামিয়ে নিন টাকা ছাড়া paid/pro apps!
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
হোসাইন ভাই আপনি সব সময় ই অন্য রকম, সবার থেকে আলাদা! ধন্যবাদ ভাই এই প্রয়োজনীয় এপস টা শেয়ার করার জন্য।