রিদমিক কিবোর্ডে বাংলা লিখার বিশেষ নিয়মাবলী

আজকে অনেকদিন পর একটি টিউন করছি ।

আপনারা যারা এন্ড্রয়েড  ইউজার তারা রিদমিক কিবোর্ডের নাম শুনে থাকবেন । অনেকেই আমরা মোবাইলে বাংলা টাইপিং করতে অভ্যস্ত নই । এর  অন্যতম কারন হচ্ছে মোবাইলে বাংলা টাইপিং খুব একটা ফ্রেন্ডলি না । স্পেশিয়ালি এন্ড্রয়েড ইউজারদের কাছে ।

যাই হোক আজকে কিছু নিয়মাবলী দিচ্ছি ।এ গুলোর সাহায্যে আপনারাও পারবেন মনের মত বাংলা লিখতে ।

  • চন্দ্রবিন্দু লিখুন qq দিয়েঃ
  • চাঁদ = caqqd
  • ছোঁয়া = chOqqya
  • ৎ লিখুন TH দিয়েঃ
  • হটাৎ = hoTaTH
  • হসন্ত লিখুন hs দিয়েঃ
  • আল্লাহ্‌ = allahhs

ং লিখতে ng, ঙ লিখতে Ng এবং ঞ লিখতে NG ব্যবহার করুনঃ

  • বাংলা = bangla
  • অঙ্গ = oNggo
  • মিঞা = miNGa

ব-ফলা লেখা যাবে w দিয়েঃ

  • শ্বাশ্বত = SwaSwoto/SwaSwt
  • য-ফলা লিখতে y, z অথবা Z ব্যবহার করুন ( স্বরবর্ণের পরে য-ফলা দিন Z দিয়ে) ঃ
  • ব্যবহার = bybohar/bzbohar/bZbohar
  • অ্যানিমেশন = oZanimeSon

ঋ অথবা ঋ-কার লিখতে rri ব্যবহার করুনঃ

  • ঋণ = rriN
  • বৃত্ত = brritto

রেফ লিখুন (vowel) + rr + (consonant) দিয়েঃ

  • কর্ম = korrmo
  • উর্দি = urrdi
  • নির্মল = nirrmol

কিছু বিশেষ যুক্তাক্ষরঃ

  • ক্ষ = kkh অথবা kSh
  • ক্ষ্ণ = kkhN (ক্ষ + ণ = kkh + N)
  • জ্ঞ = gg
  • ঞ্চ = NGc ( ঞ + চ = NG + c)
  • ষ্ণ = ShN ( ষ + ণ = Sh + N)
  • হ্ম = hm
  • ঞ্জ = nj
  • ঞ্চ = nc

আরো কিছু উদাহরণঃ

  • লক্ষ্ণৌ = lokkhNOU
  • কর্তৃত্ব = korrtrritw
  • শিক্ষা = shikSha/shikkha
  • ছাত্র = chatro
  • বৈষ্ণব = bOIShNb
  • সমুদ্র = somudro
  • রিদ্মিক = ridmik
  • ব্রহ্মপুত্র = brohmputro
  • ময়মনসিংহ = moymonosingoh
  • শম্ভূগঞ্জ = shomvUgonj

রিদমিক কীবোর্ড ডাউনলোড লিংকঃ Ridmik keyboard

আমার ফেসবুক আইডি: আমি সুজন 

Level 0

আমি রেডবক্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যদিও আমার মোবাইলে বাংলা ফন্ট সাপোর্ট করেনা তবু বলছি ভালো হয়েছে কারণ আমার কাজে লাগেনিতো কি হয়েছে অন্যদেরতো কাজে আসবে ।
চালিয়ে যান অনেক ভালো হয়েছে ।

Level 0

ধন্যবাদ।

khub vlo 😀

ভাই র‍্যাব বানান র্যাব হয়ে যায়। সমাধান কি?

    @Jahidur Rahman: ক্যাপস লক অফ করে দিন, তারপর আপনি কীবোর্ড থেকে এই ভাবে ইংলিশ লিখুন = r+Z(SHIFT চেপে Z লিখুন )+a+b = তাহলে র্যাব হয়ে যাবে না। ধন্যবাদ

Mosharaf Tanvir
8 April, 2014 at 7:12 am

যদিও আমার মোবাইলে বাংলা ফন্ট সাপোর্ট করেনা তবু বলছি ভালো হয়েছে কারণ আমার কাজে লাগেনিতো কি হয়েছে অন্যদেরতো কাজে আসবে ।
চালিয়ে যান অনেক ভালো হয়েছে ।

প্রিয়তে নিলাম। যারা রিদ্মিক ব্যবহার করেন তারাই বুঝবেন এটা কত উপকারী একটা টিউন – প্রিয়তে।

আমি রিদ্মিক এ ইউনিজয় ব্যবহার করি।

Level 0

অনেক দিন ধরে চেষ্টা করছিলাম……উপকার হল অনেক ধন্যবাদ