100% সমাধান : Android ফোনে যারা গুগল অ্যাকাউন্ট যুক্ত/প্লে-স্টোরে প্রবেশ করতে পারছেন না

সম্প্রতি যারা রুট করা অ্যান্ড্রয়েড ফোন ব্যববহার করছেন তারা হয়ত অনেকে একটা সমস্যার সম্মুখিন হচ্ছেন আর তা হয় গুগল অ্যাকাউন্ট যুক্ত করতে না পারা,প্লে স্টোরে প্রবেশ না করতে পারা। এই রকম টা হতে পারে অসর্তকতার জন্য যেকোন রুট পারমিশন ভিত্তিক অ্যাপস ব্যবহারের ফলে। যারা সমস্যাটি ভোগ করছেন বা করছেন না জেনে রাখুন বিপদে কাজে দিবে।

সমাধান :

১. Root explorer অ্যাপস দিয়ে আপনার রুট ডিরেক্টোরিতে প্রবেশ করুন এবং etc folder হয়ে hosts file খুলুন ( /etc/hosts)

২.  hosts ফাইলে কিছু করার পূর্বে ব্যাকআপন নিয়ে রাখুন।

৩. host file টি খুলে 127.0.0.1    localhost লাইনটি ব্যতীত সব লাইন গুলো ডিলিট করে ফাইলটি সেভ করুন। ব্যাস সমাধান এখন আপনি প্লে-স্টোর সহ গুগলের অ্যাকাউন্ট ফোনে যুক্ত করতে পারবেন।

কোন প্রকার সমস্যা হলে মন্তব্য করুন।

facebook এ আমি

আমার সাইট

Level 2

আমি হারুন রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জেনে রাখলাম কাজে দিতে পারে !

Level 2

ভাই আমি backup নিতে ভুলে গেছি ্ আপনার মতো কাজ করে এখন আমার walton promo d2 অন হচেছনা কি করবো পিলজ আমাকে সাহাজ্য করুন any one help me plz……….

Level 2

ভাই আমি backup নিতে ভুলে গেছি ্ আপনার মতো কাজ করে এখন আমার walton promo d2 অন হচেছনা কি করবো পিলজ আমাকে সাহাজ্য করুন any one help me plz……….. vai jodi kokhono reple den tahole khushi hobo

Level 0

Bro There are just two things left to do.

1st: try to boot into your firstboot then flash your update.img file(If you have taken backup ever before you will find it there, otherwise search for the stock rom of your device from the menufecturer company).

2nd: Turn off the phone then remove the bettary for about 2 minutes then renter the battery. Now press [Vul -] & Power button at once for about 10 seconds, you will be on your recovery(stock recovery or cwm or TWRP- I don’t know what you already did with your device).

Now restore factory settings from there. Remember you will loose everything including phone memories contacts. So try not to do this unless it’s the last option to take.

–It’s a pain to type on android so decided to go with english. Sorry for that.

Level 2

vai kono recovari mode jaoa jasse na . so what can i do

vaiya apni bolchen host file kichu korar purbe backup niye rakhte…kintu asole kisher backup rakhbo ektu zodi brief korten..ami primo n chalacchi…amaro ei play store er problem ta hocche…

Level 0

ভাই অনেক ধন্যবাদ। আপনি আমাকে সমস্যা থেকে বাঁচালেন।

ভাই এভাবে করার পরও প্লে-ষ্টোর থেকে এপ ইনস্টল হচ্ছে না।