Android Only [পর্ব-০১] :: Metal Slug 1, 2, 3, 4, 5, 6, X সবগুলো খেলুন এখন Android এ

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।

এবার একটি মাত্র software এবং একটি মাত্র file দিয়ে খেলুন Metal Slug এর সবগুলো ভার্সন আপনার Android মোবাইল বা ট্যাবলেটে। প্রথমে নিচে থেকে software টি Download করে নিন (All Mediafire Link)। Software টির নাম PPSSPP gold.

DOWNLOAD

এবার Metal Slug Anthology.cso ফাইলটি নিচে থেকে Download করে নিন। যেহেতু একটি ফাইল এ Metal Slug এর ৭টি গেমস রয়েছে তাই ফাইল এর সাইজটা একটু বড় (714MB)। Download করার সুবিধার্থে ফাইলটি ৩ ভাগ করে দিলাম।

DOWNLOAD(Part-1)

DOWNLOAD(Part-2)

DOWNLOAD(Part-3)

(Minimum Requirement: 1.0 ghz duel core processor, 512 MB RAM & Mali 400 GPU)

How to play

প্রথমে ppsspp সফটওয়্যারটি install দিন। Metal Slug Anthology.cso ফাইলটির সকল পার্ট download করে extract করুন। Extract করলে Metal Slug Anthology.cso নামে একটি ফাইল পাবেন। ফাইলটি আপনার Android device এর sdcard এর যেকনো জায়গায় রাখুন। PPSSPP সফটওয়্যারটি opean করুন। Games এ টাচ করুন। দেখবেন আপনার sdcard opean হবে। এবার  Metal Slug Anthology.cso ফাইলটি দেখিয়ে দিন। ফাইলটি ওপেন হবে। Game review দেখানোর আগ পর্যন্ত wait করুন তারপর "X" বাটনে টাচ করুন। বাম পাশে ছোট একটি screen এ Metal Slug লেখা আসবে। এর মানে Metal Slug 1. Right arrow বাটন ক্লিক করলে Metal Slug 2, x, 3, 4, 5, 6 and Game Option একের পর এক আসবে। এভাবে Left & Right বাটনের সাহায্যে যেটি খেলতে চান সেটিতে এসে দাড়ান। নিচের ছবিগুলো দেখুন

Sdcard opean হয়েছে

বাম পাশে ছোট screen এ গেমের নাম

Game Option

এবার গেমটি select করতে "X"  বাটনে টাচ করুন। single Player Game select করুন। Network Game try করতে পারেন। তবে সব Device এ support করে না। গেম গুলো full screen এ খেলতে গেম চালু হওয়ার পর select বাটনে ক্লিক করে Game Option থেকে video option থেকে Full screen select করে start বাটনে টাচ করে save করুন। অথবা গেমে ঢুকার আগেই Game Option থেকে full screen করে নিন।

(বিঃ দ্রঃ যেকোনো কিছু সিলেক্ট করতে "X" বাটন এবং Back করতে "O" বাটন টাচ করুন। সব গেমে player select করতে একই বাটন use নাও হতে পারে)

পরবর্তী পর্বে আপনার Android device এর জন্য থাকবে Metal slug 7

আপনাদের যদি ভালো লাগে তবে comment করে জানাবেন। আপনাদের ভালো না লাগলে পরবর্তী পর্ব Publish করবো না। Download link এ প্রবলেম হলে জানাবেন, আমি Link Update করে দিব।

Level 0

আমি নাইম নিমো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 269 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। দেখব কাজ করে কি না।

Level 0

ভাই কি হয় জানায়েন।

Level 2

game গুলো কি computer version এর game, কিন্তু Android এর জন্য?

Level 0

Game গুলো PSP & PS1 এর Virsion। তবে computer version এর same। Computer version দেই নি কারন computer version এ directly Metal slug 6 নাই।

Level 0

PPSSPP হল PSP emulator। Download করে রাখেন। পরবর্তীতে আমি আরও গেমস দিব যেগুলো এটি দিয়ে খেলতে পারবেন।

Level 0

Aro game er opekkhay thaklam…

Level 0

vai thik moto kaj korche kina aktu kosto kore janan plz

অনেক ধন্যবাদ বস! আরো PSP emulator এ খেলার মতো গেম এর আশায় রইলাম………

আর Bro…… এমন কোনো লিঙ্ক কি আছে যেটাতে একবারে একটা ফাইল হিসাবে Down দিতে পারবো……? ভাগ ভাগ করে Down দেয়া খুব বিরক্তির কাজ তাও যদি সেটা আবার মাত্র ১ গিগার নিচে হয়…… থাকলে জানাবেন। ধন্যবাদ!

ভাই প্রতিটা গেম আলাদা আলাদা করে দিলে ভালো হতো। যসি পারেন তাহলে আলাদা করে দিবেন আশারাখি। ধন্যবাদ

কিছু গেম দিতে পারেন যে গুলোতে ভ্যারাইটি আছে ।মোবাইলে গেম খেলতে ভাল লাগে না কারন এক ঘেয়েমি। রেসিং গেম খেলছিতো রাস্তা শেষই হয় না

Level 0

ভাই আমার Android collection প্রায় 100 GB+. কেউ কি আমাকে এমন কোনো Upload করার Link দিতে পারেন যেখানে অনেক বড় ফাইল একসাথে upload করে যায় এবং Download করতে কোনো প্রবলেম হয় না।

Level 0

রাহাতুল ভাই প্রতিটা গেম আলাদা আলাদা করে দিতে পারবো। তবে সে ক্ষেত্রে অন্য emulator use করা লাগবে।কিছুদিন wait করেন “256 MB RAM যুক্ত Android মোবাইলের জন্য কিছু চমৎকার গেমস [পর্ব-০৩]” এ আমি এগুলো দিব। আর এই Link এ যান। Metal slug 3 পাবেন- https://www.techtunes.io/android/tune-id/280375

Level 0

mdmasumbillah ভাই আমার কাছে Morden Combat 4,Call of duty, Bat man, Vice city সহ আরো অনেক গেমস আছে। কিন্তু একেকটার সাইজ প্রায় 1.5 – 2.0 GB. এত বড় ফাইল কিভাবে দেব??? আর আমি Full time job করি + study করি।তাই এত সময় দিতে পারিনা। তবে চাইলে virtual tennis, House of the dead, kingdom rush, Shark evaluation এবং এমন আরো 300-500 MB size এর গেম এই টিউনের পর্ব ৩ থেকে দিতে পারি। আপাতত উপরের দেয়া Link এ গিয়ে The island castaway খেলতে পারেন ।

Level 0

Thank u Ploash vai.