SYMPHONY W35 ফ্লাস করুন কোন warranty হাড়ানো ছাড়াই

আস্সালামু আলাইকুম,
সবাই নিশ্চই খুব ভাল আছেন, অনেক দিন পর টিউন করতে আসলাম কোন ভুল হলে মাফ করবেন, গালগালি কইরেন না।
তাহলে শুরু করা যাক,
আপনারা এন্ড্রয়েড ফোন নিয়ে বেশি ঘাটাঘাটি করেন খারাপ না, আবার ঘাটাঘাটি করতে করতে ফোন বিরিক করে ফেলেন । এই সমসসা সমাধানের জননই আমার এই টিউন । প্রথমত যা যা লাগবে

  • ১। নিজের সাহস
  • ২। উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম
  • ৩। Smart Phone Flash Tool

ডাউনলোড লিঙ্ক http://www.4shared.com/zip/jEtBk018ba/Smart_Phone_Flash_Tool.html

  • ৪। mtk6575 vcom driver

ডাউনলোড লিঙ্ক http://www.4shared.com/zip/eehnzmIaba/mtk_6575_usb_vcom_driver.html

  • ৫। Symphony w35 official firmware

ডাউনলোড লিঙ্ক http://www.4shared.com/rar/X0DrBiKfce/A350AJB_044A0_V8_0_5_DCC.html

সব গুলো ডাউনলোড করার পর আনযিপ করে নিন, এরপর আপনার w35 ফোন টি off করুন, এবং usb cable টা ফোন এর usb port সাথে connect করুন দেখবেন ফোন এর driver install হতে সুরু করবে। এখনে আপনার device manager ওপেন করুন এবং ফোন এর ড্রাইভার টা ডাউনলোড ক্রিত mtk 6575 vcom driver ফোল্ডার থেকে মানুয়াল সার্চ করে দেখিয়ে দিন। driver install complete এর পর ফোন টি usb cable থেকে disconnect করুন কিন্তু ভুলে ও ফোন অন করবেন না । এখন Smart Phone Flash Tool ফোল্ডার থেকে Flash Tool ওপেন করুন।
ডান পাসে এক্টু খেয়াল করুন download agent নামে একটি ট্যাব আছে এটাটে ক্লিক করে MTK_AllInOne_DA ফাইল টা দেখিয়ে দিন।
তারপর download agent ট্যাব এর নিচেই আছে Scatter-Loading ট্যাব এখানে ক্লিক করে Symphony Firmware থেকে MT6575_Android_scatter_emmc ফাইল টা দেখিয়ে দিন।

এরপর নিচের খালি ঘরে address সহ file দেখা যাবে। এরপর download বুতাম এ ক্লিক মারুন। এরপর আপনার w35 ফোন টির বেটারি খুলুন। এরপর usb cable টা ফোন এর usb port সাথে connect করুন এবং বেটারি সংযোগ করুন। কিছু সময়ের মধ্যে দেখবেন ফ্ল্যাশ নেয়া সুরু হবে। সেস হলে green circle আসবে এবং download ok লেখা আসবে। এরপর flash tool close করুন এবং ফোন থেকে cable খুলুন। ফোন এর বেটারি খুলুন আবার বেটারি ফোন এর সাথে লাগান। এবং বিসমিল্লাহ বলে ফোন টা চালু করুন। আসা করি সব কিছুই আগের মতই হয়ে গেছে ইনশাআল্লাহ।
আর একটা কথা ভুলেও কেউ Smart Phone Flash tool দিয়ে format করবেন না। আর format করলে ফোন এর imei number invalid হয়ে যেতে পারে। আজকের মত এখানেই বিদায় ভাল থাকবেন। screenshot দিতে না পারার জন্য দুঃখিত।

আর কোন help লাগলে আমার [email protected] এ যোগাযোগ করবেন।

ভুল হলে ক্ষমা করবেন।
ভাল থাকবেন।

Level 0

আমি MDMAHFUZ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কেউ ভুয়া বইলেন না, আমার পরিক্ষিত, আমি নিজে w35 এ পরিক্ষা করছি, আর এ ধরনের পোস্ট আগে করা হলে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

vai amake aktu symphony w22 er flash file er shondhan dite parben…dile khub e upokrito hotam. And NICE TUNE!

Level 0

Bhai, all symphony android phone flash file link, please

কাজটা করলেন কি? আপনার সিস্টেম ফলো করতে যেয়ে আমার মোবাইলটা বাদ করলাম 🙁 এখন পাওয়ার সুইচ টিপলে কিছুই আসে না। এর সমাধান কি? প্লিজ বলেন- (আমি উইন্ডোজ ৮ দিয়ে প্রথমবার চেষ্টা করে সফল হবার পর মোবাইল আর চালু করতে পারি নাই, এর জন্যে আরো কয়েকবার চেষ্টা করেছি তখন আর সফলই হতে পারিনি। বার বার ফেলড দেখিয়েছে)

Level 4

ভাই আপনার প্রতিটি পোস্ট আমার খুব ভাল লাগে , আজকে একটা সমস্যাই পড়ে গেছি , যদি একটু হেল্প করতেন আমার খুব ওপকার হত , আমি symphony w15 ফ্ল্যাশ দিতে চাচ্ছি এই ভাবে দেওয়া যাবে ? যদি না জাই কি ভাবে করা যাবে? দয়া করে একটু হেল্প করবেন ভাইয়া

Level 4

আমার ফেইসবুক আইডি https://www.facebook.com/GS.Gofur.50552