ব্রিক অথবা সিস্টেম ক্র্যাশ অবস্থায়ও আপনার Symphony W15 সহ যেকোন Spreadtrum ফোনের রিকভারী চালু করুন।

আজ আমি আপনাদের দেখাব কিভাবে ব্রিক হওয়া Spreadtrum ফোন রিষ্টোর করতে হয়।

প্রথম দিকে আমিও খুব সমস্যায় পরেছিলাম, ফোন ব্রিক হওয়াতে, কারন এ ধরনের ফোন গুলাতে সরাসরি রিকভারী মোডে ঢুকা যায় না।

যাই হোক আজকে খুব একটা খারাপ দিন যাচ্ছে আমার, তাই বেশি কথা বলব না, শুধু প্রসেস গুলো দেখিয়ে শেষ করব। আর একটা কথা এটাও আগের পোষ্টের মত রিকোয়েস্টের পোষ্ট।

যা যা লাগবে…………………………………

  1. ADB Driver
  2. USB Driver
  3. ADB Installer সাধারনত এই কাজের জন্য এন্ড্রয়েড SDK ব্যবহার করা হয়, আমি আপনাদের সম্পুর্ন ফাইলটি নিতে না বলে এগুলো আলাদা ভাবে দিলাম। আপনার কাছে এন্ড্রয়েড SDK থাকলে তার মধ্যে এই ফাইলটাই পাবেন।

প্রথমে ড্রাইভার গুলো ইন্সটল করে নিন, তারপর ADB ইন্সটল করুন………

Install process:
1. Run it (Require administrator privileges)
2. Press Y/Yes to install ADB and Fastboot or N/No to skip
3. Press Y/Yes to install Drivers or N/No to skip
4. Continue Driver installation
5. 15 seconds passed – finished!

এবার আপনার ফোনটি ফাস্টবুট মোডে নিয়ে নিন, এর জন্য Power এবং Vol -  একসাথে চেপে ধরে ফোনটি অন করুন। ফোনটির বাম পাশে কর্নারে ফাস্টবুট মোড লেখাটি শো করবে। এবার আপনার ফোনটি পিসিতে কানেক্ট করুন।

আপনার পিসিতে কমান্ড প্রমট চালু করুন। ( অবশ্যই এডমিন প্রিভিলেজ দিয়ে )

নিচের কমান্ডটি টাইপ করুন…………

mkdir ~/.android

এরপর টাইপ করুন………………

echo 0×1782 > ~/.android/adb_usb.ini

এরপর………………

adb kill-server

এরপর আবার টাইপ করুন…………

adb start-server

কনফার্মেশন দেখালে, টাইপ করুন ………………

fastboot devices

আপনার ডিভাইসটি যদি সঠিকভাবে কানেক্ট হয়ে থাকে তাহলে সেটি কমান্ড স্ক্রীনে শো করবে।

এরপর রিকভারী তে যেতে টাইপ করুন……………

adb reboot recovery

এতে আপনার ফোনটি রিস্টার্ট নিয়ে রিকভারী মোডে অন হবে, এবার আপনি ফোনের cache, এবং অন্যান্য ফাইল clear করে জিপ ফাইল ফ্লাস দিতে পারেন অথবা পুর্বে তৈরীকৃত ফোনের ব্যাক আপ রিষ্টোর করতে পারেন। ধন্যবাদ

পোষ্টটি সর্বপ্রথম প্রকাশিত হয় এখানে......

যে কোন সমস্যার জন্য যোগাযোগ করুন এখানে.........

Level 0

আমি সাগর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 324 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চালিয়ে যান গ্রেট পোস্ট!!! 😉

    @Sakib Hossen: ধইন্নাবাদ আপনেরে 😉

Level 0

Phone na khole kivabe janajabe j phone-ti Mtk or Spreadtrum or others,
please

    @mana: আপনি এর জন্য Android device info এপটি ব্যবহার করতে পারেন, অথবা আপনার ফোনটের রিভিউ দেখতে পারেন, সাধারনত কোম্পানীর সাইটে দেয়া থাকে।

Level 0

Bhai, set-ti jodi dead or crashed condition-e take? please

    @mana: আমি তো ক্র্যাশড ফোনের কথাই বলছি, আপনার ফোন এ cwm ও না থাকে তাহলে আপনি কমান্ড দিয়ে, ADB শেল থেকে প্রথমে রিকভারী ফ্লাস দিয়ে নিবেন, তারপর রিকভারীতে ফোন রিবুট করাবেন। ধন্যবাদ

Vai Amar set(symphony w66) e root korte gie boot loop er problem hoese.set on korle symphony logo ese abar restart nisse.Ami only power press kore vibret korle vol+ press korle recovary mode e dhukte pari and ADB mode e usb connect korte pari.Ekhan theke kernel flash korar jasse na.new rom push korleo install abroted dekhasse.

fastboot mode e try koresi but USB connect korle PC te usb connect/disconnect hoe 2 second er moddhe.Continue ei connect/disconnect coltei thake.But ADB mode e USB connect thake so USB thik ase dhore nite hobe. Usb connect sara kernel flash dite partesi na.
Battary sara Usb connect korle same usb connect/disconnect problem passi.Onek Try koresi google e but sobai jeta boltese tar sob gulai USB connect korte hobe.Er ki kono somadhan ase?

Please ekta somadhan dile valo hoto.

    @princefunny: আমার অনেক দেরি হয়ে গেল আপনার কমেন্ট দেখতে, আশা করি এতদিনে আপনার সমস্যার সমাধান পেয়েছেন। আর নাহলে জানাবেন।