আজ আমি আপনাদের দেখাব কিভাবে ব্রিক হওয়া Spreadtrum ফোন রিষ্টোর করতে হয়।
প্রথম দিকে আমিও খুব সমস্যায় পরেছিলাম, ফোন ব্রিক হওয়াতে, কারন এ ধরনের ফোন গুলাতে সরাসরি রিকভারী মোডে ঢুকা যায় না।
যাই হোক আজকে খুব একটা খারাপ দিন যাচ্ছে আমার, তাই বেশি কথা বলব না, শুধু প্রসেস গুলো দেখিয়ে শেষ করব। আর একটা কথা এটাও আগের পোষ্টের মত রিকোয়েস্টের পোষ্ট।
যা যা লাগবে…………………………………
প্রথমে ড্রাইভার গুলো ইন্সটল করে নিন, তারপর ADB ইন্সটল করুন………
Install process:
1. Run it (Require administrator privileges)
2. Press Y/Yes to install ADB and Fastboot or N/No to skip
3. Press Y/Yes to install Drivers or N/No to skip
4. Continue Driver installation
5. 15 seconds passed – finished!
এবার আপনার ফোনটি ফাস্টবুট মোডে নিয়ে নিন, এর জন্য Power এবং Vol - একসাথে চেপে ধরে ফোনটি অন করুন। ফোনটির বাম পাশে কর্নারে ফাস্টবুট মোড লেখাটি শো করবে। এবার আপনার ফোনটি পিসিতে কানেক্ট করুন।
আপনার পিসিতে কমান্ড প্রমট চালু করুন। ( অবশ্যই এডমিন প্রিভিলেজ দিয়ে )
নিচের কমান্ডটি টাইপ করুন…………
mkdir ~/.android
এরপর টাইপ করুন………………
echo 0×1782 > ~/.android/adb_usb.ini
এরপর………………
adb kill-server
এরপর আবার টাইপ করুন…………
adb start-server
কনফার্মেশন দেখালে, টাইপ করুন ………………
fastboot devices
আপনার ডিভাইসটি যদি সঠিকভাবে কানেক্ট হয়ে থাকে তাহলে সেটি কমান্ড স্ক্রীনে শো করবে।
এরপর রিকভারী তে যেতে টাইপ করুন……………
adb reboot recovery
এতে আপনার ফোনটি রিস্টার্ট নিয়ে রিকভারী মোডে অন হবে, এবার আপনি ফোনের cache, এবং অন্যান্য ফাইল clear করে জিপ ফাইল ফ্লাস দিতে পারেন অথবা পুর্বে তৈরীকৃত ফোনের ব্যাক আপ রিষ্টোর করতে পারেন। ধন্যবাদ
পোষ্টটি সর্বপ্রথম প্রকাশিত হয় এখানে......
যে কোন সমস্যার জন্য যোগাযোগ করুন এখানে.........
আমি সাগর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 324 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চালিয়ে যান গ্রেট পোস্ট!!! 😉