রুট করুন আপনার Xperia Z/ZR/L/SL/ZL সহ আরও অনেক ডিভাইস শুধুমাত্র এক ক্লিকে :D

কেমন আছেন সবাই? আশা করি ভাল 🙂  আজ আমি একটা রিকোয়েস্ট পোষ্ট নিয়ে এসেছি। এ নিয়ে যদি কেউ আগে পোষ্ট করে থাকেন, তাহলে আমি আগে থেকেই দুঃখ প্রকাশ করছি। :D

এটা নতুনদের জন্য, তাই সেভাবেই লেখা ( একটু বড় বড় ভাব নিয়ে আরকি :mrgreen: ) তাই অভিজ্ঞ ভাইয়েরা দেখলে মাইন্ড খাইয়েন না। 😀  এটা একদম সহজ প্রসেস তাই স্ক্রীন শট দেয়ার মনে হয় দরকার নেই । 😛  আর এটা দিয়ে আপনি উইন্ডোজ, লিনাক্স অথবা ম্যাক যে কোন ওএস থেকেই আপনার ফোনের রুট করার কাজটি করতে পারবেন।  আর আপনি বুটলোডার লকড এবং আনলকড দুই অবস্থাতেই এই টুল দ্বারা আপনার ফোনটি রুট করতে পারবেন।

যে সকল ডিভাইসে টেস্ট করা হয়েছে…………………

Xperia Z (C6602/3) {FW: 10.3.A.0.423}

Xperia Z (C6602/3) {FW: 10.1.1.A.1.307}

Xperia Z (C6616) {FW: 10.1.1.A.1.319}

Xperia Z (C6606) {FW: 10.1.1.B.0.1.166}

Xperia ZL (C6503) {FW: 10.3.A.0.423}

Xperia ZR (M35h) {FW: 10.1.1.A.1.317}

Xperia ZR (C5502/C5503) {FW: 10.1.1.A.1.317}

Xperia Tablet Z (SGP311/2) {FW: 10.1.C.0.370}

Xperia Tablet Z (SGP321) {FW: 10.1.1.A.1.307}

Xperia SP (C5302) {FW: 12.0.A.1.284}

Xperia SP (C5302/3/6) {FW: 12.0.A.1.211/257}

Xperia T (LT30p) {FW: 9.1.A.1.141}

Xperia T (LT30p) {FW: 9.1.A.1.142}

Xperia TX (LT29i) {FW: 9.1.B.1.67}

Xperia TX (LT29i) {FW: 9.1.B.0.411}

Xperia V (LT25i) {FW: 9.1.A.1.140/142}

Xperia V (LT25i) {FW: 9.1.A.1.145}

Xperia Ion (LT28h) {FW: 6.2.B.0.211}

Xperia S (LT26i) {FW: 6.2.B.0.211}

Xperia S (LT26i) {FW: 6.2.B.0.200}

Xperia SL (LT26ii) {FW: 6.2.B.0.200}

Xperia SL (LT26ii) {FW: 6.2.B.0.211}

Xperia Acro S (LT26w) {FW: 6.2.B.0.200}

Xperia Acro S (LT26w) {FW: 6.2.B.0.211}

Xperia P (LT22i) {FW: 6.2.A.1.100}

Xperia Go (ST27i) {FW: 6.2.A.1.100}

Xperia Go (ST27a) {FW: 6.2.A.1.100}

Xperia J (ST26a/i) {FW: 11.2.A.0.21/31}

Xperia L (C2104/5) {FW: 15.0.A.1.31/36}

Xperia AX (SO-01E) {FW: 9.1.C.0.473}

Xperia Z (SO-02E) {FW: 10.1.D.0.343}

Tablet Z (SO-03E) {FW: 10.1.E.0.265/269}

Xperia GX (SO-04D) {FW: 7.0.D.1.137}

Xperia A (SO-04E) {FW: 10.1.1.D.0.179}

Xperia A (SO-04E) {FW: 10.1.1.D.2.26}

Xperia SX (SO-05D) {FW: 7.0.D.1.137}

Xperia VL (SOL21) {FW: 9.1.D.0.395}

Xperia VL (SOL21) {FW: 9.0.F.0.226}

Xperia VL (SOL21) {FW: 9.1.D.0.401}

Xperia UL (SOL22) {FW: 10.2.F.3.43}

Google Nexus 4 (JDQ39)

Google Nexus (JOP40C/JZO54K)

LG Optimus G E975 v10e

এর মধ্যে একটা ডিভাইস ও আমার নেই। 🙁  তাই পাবলিকের কথার উপর ভরসা করতে হচ্ছে। 🙁   ( চাইলে কেউ আমারে একটা দিবার পারেন, আমি আবার কেউ কিছু দিতে চাইলে না করিনা । 😛  আর তাইলে পরেরবার টেস্ট কইরাও দিবার পারুম )

এই টুলটি যা যা করবে……………………………

  • আপনার ফোন রুট করবে।
  • Super Su ফাইল ইন্সটল দিবে।
  • Busy Box ইন্সটল দিবে।

তারপরও যেহেতু লিখছি দুই একটা স্ক্রীন শট না দিলেও কেমন কেমন জানি লাগে। এটা একটা রোগ বলতে পারেন। :lol:

অনেক বকবক করলাম, আপনাদের আর বিরক্ত করব না…… :mrgreen:

১.  প্রথমে রুট করার জন্য প্রয়োজনীয় টুলটি ডাউনলোড করুন এখান থেকে। টুলটিকে আমি একটু এডিট করছি, সেজন্য আবার মাইন্ড খাইয়েন না। একটু নাম বাড়ানোর চেষ্টা আরকি। :lol:

২.  এরপর 7zip অথবা winrar দিয়া এক্সট্রাক্ট করেন। ( আশা করি ওগুলো আপনার পড়ার টেবিলেই পাবেন :P )

৩. এক্সট্রাক্ট করার পর নিচের মত ফাইল পাবেন।

2014-03-21_14h19_32

৪. আপনার পিসিতে ADB Driver ইন্সটল দিন। ( না থাকলে এখান থেকে ডাউনলোড করুন )

৫. আপনার ফোনের USB Debugging অপশন চালু করুন। ( Menu>Settings>Developer Options )

৬. আপনার ফোনের সিকুরিটি অপশন থেকে Unknown Sources এ টিক দিন। ( Menu>Settings>Security )

৭. আপনার ফোন পিসিতে কানেক্ট করুন। PC Companion Software এ কানেক্ট অপশন আসলে Skip করুন।

৮. আপনি যদি উইন্ডোজ ব্যবহারকারি হন তাহলে runme_win.bat ফাইলটিতে ডাবল ক্লিক করে ওপেন করুন, আর যদি লিনাক্স ব্যবহারকারি হন তাহলে runme_linux.sh ফাইলটি ওপেন করুন এবং ম্যাক ইউজার হলে runme_mac.sh ফাইলটি ওপেন করুন। ( আমি জানি আপনারা এই কাজটা পারবেন তারপরও লেখার খাতিরেই লেখা… :D )

2014-03-21_14h21_30

৯.  যদি আপনি পুর্বের সবগুলো কাজ সঠিকভাবে করে থাকেন, তাহলে আপনার কিবোর্ড থেকে যেকোন কি চাপুন।

১০. কিছুক্ষন পরে আপনার ফোন রিবুট নিবে, তারপর কমান্ড স্ক্রিনে ALL Done লেখা আসবে।আপনি সফল ভাবে আপনার ফোনটি রুট করে ফেলেছেন, আপনাকে অভিনন্দন… :D

যদি এই পোষ্টটি আপনার কোন উপকারে আসে তাহলে আমার ফেবু পেজে একটা লাইক দিতে ভুলবেন না।

পোষ্টটি প্রথম প্রকাশিত হয় আমার ব্লগে... আর কারো যদি এই পোষ্টটি কপি করতে ইচ্ছা হয় করতে পারেন, আমার নাম উল্লেখ করা লাগবে না, কিন্তু আমার ব্লগের একটা ব্যাক লিঙ্ক দিলে খুশি হব।

আর কোন প্রকার সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন  এখানে , এখানে এবং এখানে। ধন্যবাদ :D

Level 0

আমি সাগর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 324 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Apnar daoa link a rooting tool ta download dita parce na.download korar jonno login korta bola.ami login korace but download hoi na.alternative link din please!

    Level 0

    @Robin: ডাউনলোড তো হয়। আমি এখন মোবাইল দিয়ে দেখলাম।

Level 0

4.3 jelly bean a root kaj korba?

    Level 0

    @Robin: হ্যা, কাজ করবে।

Level 0

thanks vaya download opera mini dea download successful hoaca.and amar phone a root success hola apnake inform korbo.thank you so much for your help!

Level 0

vi post korar jonno onak tnx ami aj amar Xperia P jelly bean 4.1.2 root korbo, root korar por ami ki ki extra service pabo plz jodi boltan..? @ SK Shagar

    Level 0

    @Mr.Partho: রুট করার সুবিধা অনেক, আমি কয়েকটা বলছি…
    ১. আপনি ফোনের এডমিন এক্সেস পাবেন, যার মাধ্যমে প্রায় ডিভাইসের সব কিছুই পরিবর্তন করতে পারবেন।
    ২. আপনি অপ্রয়োজনীয় সিস্টেম এপ রিমুভ করতে পারবেন, এতে আপনার ইন্টারনাল মেমোরীর জায়গা বাড়বে, আপনি চাইলে র‍্যাম ও বাড়াতে পারবেন।
    ৩. আপনি ডিভাইসের ফুল ব্যাক আপ নিতে পারবেন, যে কোন গেম বা এপ এর ডাটা ফাইল সহ ব্যাক আপ করতে পারবেন।
    ৪. আপনার ডিভাইসকে ইচ্ছামত কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী।
    ৫. পিক্সেল ডেনসিটি বাড়াতে কমাতে পারবেন, এতে আপনার ডিসপ্লে আরও সহজবোধ্য হবে।

@SK Shagar: Thank bro for ur post,is it work for Xperi C?

    Level 0

    @Unpredictable: আমি চেক করতে পারি নাই, তবে আশা করি কাজ করবে। আপনি ট্রাই করেন, সফল হলে জানাবেন, আর না হলে বলবেন, Xperia C এর জন্য তাহলে একটা ব্যবস্থা করব ইনশাল্লাহ… 😀

xperia e device kemon kore root korbo ?

    Level 0

    @অবুজ বালক: এই পোষ্ট অনুযায়ী চেষ্টা করেন, না হলে জানাবেন। 😀

Level 0

Xperia P jelly bean 4.1.2 root hoi na !! ki korbo..?

    Level 0

    @Mr.Partho: আপনি ড্রাইভার এবং অন্যান্য কাজ গুলো ঠিক ভাবে করেছেন?

Level 0

Apnar post – (Xperia P (LT22i) {FW: 6.2.A.1.100}) R amar phone Xperia P (LT22i) {FW: 6.2.A.0.400} ki korbo help me !!

Level 0

vai ami htc desire hd chalai 2.3.5 aita ki hobe???na hoile ki vabe korbo ektu bolben plz..

    @fuad: ট্রাই করা হয় নি, চেষ্টা করতে পারেন।

xperia live with walkman e hobe? amr pc te zip file ta extract hocche na. & usb debugging & tathering ki eki? amr gingerbread tai debugging option pacchi na. kindly janaben.

    @নেপোলিয়ন: আপনার ফোনে না হওয়ার সম্ভাবনাই বেশি।

Level 0

ফোন break হওয়ার কোন সম্ভাবনা আছে?

    @Robin: না, ব্রিক হওয়ার সম্ভাবনা নেই… 😀

Level 0

G vi @ SK Shagar

    @Mr.Partho: তাহলে তো হওয়ার কথা ভাই…

Level 0

hoila to apnak onak onak tnx bolltam bro..!! @ সাগর

Level 0

vi vi vi onak onak tnx phone root hoia gasa @ সাগর

Level 0

vi ai shob kivaba korbo
@Mr.Partho: রুট করার সুবিধা অনেক, আমি কয়েকটা বলছি…
১. আপনি ফোনের এডমিন এক্সেস পাবেন, যার মাধ্যমে প্রায় ডিভাইসের সব কিছুই পরিবর্তন করতে পারবেন।
২. আপনি অপ্রয়োজনীয় সিস্টেম এপ রিমুভ করতে পারবেন, এতে আপনার ইন্টারনাল মেমোরীর জায়গা বাড়বে, আপনি চাইলে র‍্যাম ও বাড়াতে পারবেন।
৩. আপনি ডিভাইসের ফুল ব্যাক আপ নিতে পারবেন, যে কোন গেম বা এপ এর ডাটা ফাইল সহ ব্যাক আপ করতে পারবেন।
৪. আপনার ডিভাইসকে ইচ্ছামত কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী।
৫. পিক্সেল ডেনসিটি বাড়াতে কমাতে পারবেন, এতে আপনার ডিসপ্লে আরও সহজবোধ্য হবে।
R Super Su ar kaj ki parla bolban..!!

    @Mr.Partho: শুনে খুব ভালো লাগলো। 😀
    এগুলো নিয়ে টেকটিউনস এ অনেক পোষ্ট আছে, সেগুলো দেখতে পারেন, আর আপনার এখন সর্বপ্রথম কাজ হল cwm recovery অথবা twrp recovery আপডেট করে ফোন এর স্টক রমের ব্যাক আপ রাখা। আর Super Su এর কাজ হল বিভিন্ন এপ এর এক্সেস ঠিক করা, অর্থাৎ কোন এপ যদি এডমিন এক্সেস নিতে চায় তাহলে Super Su আপনার কাছে জানতে চাইবে যে আপনি কি উক্ত এপকে এডমিন এক্সেস দিতে ইচ্ছুক কিনা, তখন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী grant or deny করতে পারবেন। ধন্যবাদ

Level 0

okzz bro again tnx and tnx a lot for your great post @ সাগর

Level 0

সাগর ভাই, আমার Xperia T (LT30a), Android Version 4.3, Build number 9.2.A.1.206 Root করতে পারছি না। যদি কোন টিপস থাকে জানাবেন।

    @Munir: আপনি এই পোষ্ট এ দেয়া সফট দিয়ে ট্রাই করে দেখেন… আর আমি দেখছি আর কিছু করা যায় কিনা…