স্মার্ট ফোন কেনার আগে জেনে নেই কিছু কথা!

আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই আশা করি সৃষ্টিকর্তার অপার মহিমায় সবাই ভালই আছেন।

আজ আমি একটি গুরোত্বপূর্ণ বিষয় জানানোর জন্য আজকের এই টিউনটি লিখতে বসলাম। সেটি হল মোবাইল ফোন বিশেষ করে স্মার্ট ফোন কিনার আগে যে বিষয় গুলোতে আপনার লক্ষ্য রাখা উচিত সেগুলো জানব।

এবার আসি মূল কথায়, আমাদের দেশে সেই নকিয়া-৩৩১০ মডেলের মোবাইল সেট থেকে শুরু হয়েছিল মোবাইল জগতের নতুন দুনিয়ার। তারপর থেকে একে একে পলিফোনিক সাউন্ড, কালার ডিসপ্লে, রেকর্ডিং, মিডি সাউন্ড, ক্যামেরা ফোন, জাবা, সিম্ব্রিয়ান মোবাইল ব্যবহার করতে করতে এবার এসেগেছি নতুন এক মোবাইল দুনিয়া স্মার্ট ফোন, আই ফোন। এই স্মার্ট ফোনের নাম শুনলেই আমাদের মাঝে এখন একটা চাপা উত্তেজনা কাজ করে কি কি করা যাবে এদিয়ে।

আমরা যারা স্মার্ট ফোন কেনার কথা ভাবছি তারা প্রতিনিয়ত ভাবি আমি যে ফোনটা কিনব তাতে কি কি থাকবে? ভাল প্রসেসের, বেশি র‍্যাম, অনেক ম্যাগাপিক্সেল ক্যামেরা, বিশার mAh এর ব্যাটারী। কিন্তু আমরা সেই সাথে ভুলে যাই আমদের বাজেটের কথা। আমি আসলে কত টাকার মোবাইল কিনতে সক্ষম।

তাই যারা এইসব চিন্তায় আছেন তাদের জন্য আমি কিছু গুরোত্ব পূর্ণ্য কথা বলছি মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। আমরা আমাদের নিত্য দিনে যত ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করি তার মধ্যে মোবাইল হল একমাত্র ডিভাইস যেটা আমরা যতদিনই ব্যবহার করিনা কেন তা ২৪ ঘন্টাই চালু রাখি। সেজন্য আমি বলব আমাদের মত গরিব দেশের লোকে দের উচিত মোবাইল ফোন কেনার সময় কখনোই সর্বোচ্চ ১২০০০টাকার উপরে বাজেট রাখবেন না।

এই কথা বলার পেছনে আমি কতগুলো কারন ব্যাখ্যা করছি।

১. আগেই বললাম মোবাইল একমাত্র ডিভাইস যা আমরা ২৪ ঘন্টাই চালু রাখি তাই যতই যত্ন করে ব্যবহার করিনা কেন তা ১.৫-২ বছর সর্বোচ্চ ব্যবহার করতে পারব।

২. আমদের সকল নিত্য ব্যবহার্য্য জিনিসের মধ্যে মোবাইল সবচেয়ে বেশি ও সহজেই চুরি বা ছিনতাই হয়।

৩. মোবাইলকে আমরা কম্পিউটার বিকল্প হিসবে চিন্তা করি যা বোকামী ছাড়া কিছুই না।

৪. মোবাইল ক্যামেরা আমরা ডিজিটাল বা এস.এলার ক্যামেরার বিকল্প হিসেবে ভাবি। যতকথাই বলিনা কেন ক্যামেরা ক্যামেরাই। মোবাইল ক্যামেরা যতই বেশি ম্যাগাপিক্সেল হোক না কেন, তা কখনই ডিজিটাল ক্যামেরার সমকক্ষও নয় এস.এলার ক্যামেরা তো দূরের কথা।

তাই আমি বলব মোবাইল ফোন কেনার সময় তা যতটুকু সম্ভব কম দামের মধ্যে কেনার চেষ্টা করবেন। এখানে বলে রাখা ভাল সিম্ফোনী, ওয়াল্টন কে আমরা যতই চায়না মোবাইল বলি না কেন এগুলোই আমদের মত গরিব দেশে স্মার্ট ফোন ব্যবহারের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। সেই আমি আবারো বলছি সিম্ফোনী, ওয়াল্টন কিংবা যতভাল ব্রেন্ডের সেটই হোক না কেন তার জন্য বাজেট কমের মধ্যে রাখবেন। আর বাড়তি টাকা দিয়ে অন্য কোন শখ পূরন করবেন। এতে করে আপনার রথও দেখা হবে আবার কলাও বেচা হবে।

এতগুলো কথা বলার পেছনে আমার একটাই যুক্তি আমরা বেশির ভাগ মানুষই সোনার চামচ মুখে নিয়ে জন্মাই না। তাই টাকা খরচ করার আগে একটু হিসেবি হওয়া উচিত। আর হ্যাঁ ব্রান্ডের সেট না কিনলে হয়তো শুয়েব আক্তার, ব্রেট লি এর মত স্পিড পাবেন না তবে মাশরাফি, মালিঙ্গার মত স্পিড পাবেন। তাও আবার কম কিসে। যদি আপনি এক ঢিলে দুই পাখি মারতে পারেন।

সবশেষে একটাই কথা বলব আপনি যদি আলালের ঘরে দুলাল না হয়ে থাকেন তাহলে আমার এ কথাগুলো আপনাদের উপকারে আসবে আশা করি। কষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।

সবাই ভাল থাকবেন।

Level 0

আমি মোঃ মমিনুল ইসলাম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ মানুষ। অর্থনীতিতে সম্মান কোর্স শেষ করে বর্তমানে অর্থনীতিতে স্নাতোকোত্তর করছি। কিন্তু কম্পিউটার হল আমার প্রথম প্রেম শেষ ভালবাসা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনার সুন্দর টিউনের জন্য,

অদ্ভুত ব্যাপার, টিউনকারী কথা বলছেন যেন তিনি ঘরের একমাত্র উপার্জনকারি, তার ভাই ব্রাদার বা সন্তান সন্ততি রা এক খানা নতুন দামী মোবাইল চেয়ে বসেছেন তার কাছে, তাই তিনি উপরুক্ত উপদেশমালা দিয়ে দিচ্ছেন।
আমি এই ধরনের টিউন (??) গুলোর মান নিয়ে প্রশ্ন করব না, তবে আসলে কিছু কথা না বললেই হয়না এখানে,
প্রথমেই তিনি যে শিরোনাম খানা ব্যবহার করেছেন, তা মোটেই তার ভিতরের লেখনীর সাথে যায়না, এবার আসি এক এক করে, তিনি বলেছেন, মোবাইল কেনার সময় সকল কিছু চাইতে গিয়ে নাকি আমরা ভূলে যাই আমাদের বাজেটের কথা, আচ্ছা পৃথিবীর কোন লোকটা তার বাজেটের সীমার বাইরে চলেন, বলুন তো ?
এবার আসুন আমাদের মত গরীব দেশের কথায়, আচ্ছা কি বুঝে আপনি আমাদের ১২০০০ টাকার মধ্যে মোবাইল কিনতে বলেছেন ?? তার পিছনে যুক্তি টা কি ? আমি খুবই বিভ্রান্ত, আপনি কোন মোবাইল ফোন ১.৫ ~ ২ বছর চালাতে পেরেছেন ? ইলেকট্রনিক্স ব্যাপারটাই হচ্ছে চপলমতি স্বভাবের, আপনি বলতেই পারবেন না, কোন টা কত দিন টিকবে, তাই বলে কেউ কোনো পণ্য ব্যবহার করবে না ?
এবার আমাকে বলুন, কে মোবাইল কে কম্পিউটার হিসেবে গন্য করে ? বরং অনেক কাজ মানুষের হাতের মুঠোতে নিয়ে আসার জন্যই দীর্ঘদিন যাবত কেউ কেউ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
আমি লেখক কে বলতে চাই, ভাই আমি আলালের ঘরে দুলাল নই, কিন্তু মনের দিক থেকে আমরা বাংলাদেশীরা কখনই গরীব নই, আর এক খানা দামী ফোন আমাদের হয়ত পেটে ভাত দিবে না, কিন্তু শত সহস্র স্বপ্ন দেখাবে ঠিকই, যার ফলশ্রুতিতেই আমরা এক কালের টাইপরাইটার থেকে বের হয়ে আজকে ঘরে ঘরে কম্পিউটার আনতে পেরেছি।…
দয়া করে ভবিষ্যতে এমন হতাশাপূর্ণ টিউন করবেন না, আপনি কোনো টেকনিকাল দিক থেকেও ব্যখ্যা দিতে পারেন নি, যা বলেছেন সম্পূর্ণই আপনার নিজের চিন্তা, এগুলোই ভয়ংকর, কেন জানেন ? আমরা খুব সহজেই অন্যদের গিলতে জানি। ধন্যবাদ

বাবার টাকায় মোবাইল কিনতে গেলে এই টিউনের কথা মাথায় থাকবে, কথা দিলাম…

@জুয়েল ভাইঃ আমি আমার এই লেখা গুলো আমার মত সাধারণ মানুষের জন্য আপনি মনেহয় একটু অসাধারণ তাই আমার কথা গুলো আপনার ভাল লাগে নাই। প্রথমেই বলছি আমার বর্তমান বয়স ২৬ বছর ১৮ বছর বয়সের পর থেকে আমি আমার নিজের টাকায় আমার স্বাধ-আল্লধ পূরণ করেছি। তাই আমি বুঝি অর্থের মূল্য কত। কারন আমার এক একটা শখ পূরণ করতে অনেক দিন সময় লেগেছে। তাই আমি সর্বোনিম্ন খরচে সর্বোচ্চ চাহিদা মেটানোর কথাটাই প্রথমে মাথায় রাখি।
এবার আমি আপনার কিছু প্রশ্নের জবাব দিচ্ছি।
বেজেটের ব্যাপারে আমার কথার মানে হল আমরা সবসময় যদি ২০০০০টাকা বাজেট রাখলে সাধারণত ২২০০০-২৫০০০টাকার জিনিসটাই বেশি পছন্দ করে ফেলি আর ভাবি যদি ২-৩ হাজার টাকা বেশি থাকত।
আমি আরেকটা কথা বলেছিলাম যে যতই যত্ন করে ব্যবহার করুন না কেন ১.৫-২ বছরের বেশি মোবাইল ফোন টিকার কথা না। এর মানে এই না যে সব ফোনই এত দিন টিকবে। আমি শুধু একটা গড় হিসাব দিলাম। বর্তমানে বলা হয় বাংলাদেশের মানুষের গড় আয়ু ৬৩ বছর এর মানে কি আমরা সবাই ৬৩ বছর বাঁচব। আশা করি বুঝে নিবেন।
১২০০০ টাকার মধ্যে মোবাইল কেনার পিছনে কি যুক্তি আছে তা আমি উপরে বলেছি বুঝতে কষ্ট হলে আবার টিউনটা পড়ে নিবেন। তারপরও আপনাকে আমি আরেকটু বুঝানোর চেষ্টা করছি। আপনি যদি ব্রান্ডের ফোন কিনতে চান তাহলে ১৫০০০-২৫০০০ টাকার মধ্যে কিনে কোন লাভ নাই কিনলে ৩০০০০-৬০০০০টাকা বাজেট লাগব। এত টাকা দিয়ে ফোন কিনার সামর্থ্য থাকলে আপনাকে কে না করেছে। আবার দেশী ব্রান্ড গুলোর ফোন ১৫০০০-৩০০০০টাকার মধ্যে কিনাটা আমি বুকামি মনে করি। তাই বললাম যত কম টাকায় রিক্স নিবেন তত ভাল।
এবার আমার ব্যাক্তিগত মতামত দেই আমাকে যদি ৫০০০০টাকা তাহলে,আমি ১০০০০-১২০০০ টাকার মধ্যে একটা মোবাইল ২৫০০০-৩০০০০ টাকার মধ্যে একটা নেটবুক বা ল্যাপটপ ১০০০০ টাকার মধ্যে অনেক ভাল মানের ডিজিটাল ক্যামেরা পাওয়া যায় এগুলো কিনে নিব। তারপরও আমার কাছে কিছু টাকা থেকে যাবে যা দিয়ে আমি প্রয়োজনীয় কিছু এক্সসরিস কিনতে পারব। এটা হল আমার যুক্তি।
আপনার যদি টাকা থাকে তাহলে ভাই, আপনি ১,১৫,০০০ টাকা দিয়ে ৩২জিবি আই ফোন ৫এস কিনুনা কেন। আমার তো তাতে কোন আসুবিধা নাই। আমার যুক্তি কারো ভাল লাগলে ভাল না লাগলে নাই।

রিয়াদ হাসান ও সাদ ইকবাল ভাইকে ধন্যবাদ। আর সাদ ভাইকে বলছি বাবার টাকা কেন নিজের টাকাও ব্যয় করার ব্যাপারেও একটু সতর্ক থাকুন এতে দেখবেন আপনার কোন চাওয়াই আপূর্ণ থাকবে না।

Level 0

Age laptop pore smartphone.

জি ভাই যার যেটা আগে দরকার ।

এইটা কোন জঙ্গল থেকে আসছে ?

……………………………… থাক কিছু বলবো না ।

Level 0

Mominul vai,I agree with you,smartphone thaklei j smart hoa jai na tar proman hocce upore jara ajebaje comment korse tara.

@daydreamer: আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমার মনের কথা বুঝবার জন্য।