আসসালামুয়ালাইকুম,
কেমন আছেন সবাই আশা করি সৃষ্টিকর্তার অপার মহিমায় সবাই ভালই আছেন।
আজ আমি একটি গুরোত্বপূর্ণ বিষয় জানানোর জন্য আজকের এই টিউনটি লিখতে বসলাম। সেটি হল মোবাইল ফোন বিশেষ করে স্মার্ট ফোন কিনার আগে যে বিষয় গুলোতে আপনার লক্ষ্য রাখা উচিত সেগুলো জানব।
এবার আসি মূল কথায়, আমাদের দেশে সেই নকিয়া-৩৩১০ মডেলের মোবাইল সেট থেকে শুরু হয়েছিল মোবাইল জগতের নতুন দুনিয়ার। তারপর থেকে একে একে পলিফোনিক সাউন্ড, কালার ডিসপ্লে, রেকর্ডিং, মিডি সাউন্ড, ক্যামেরা ফোন, জাবা, সিম্ব্রিয়ান মোবাইল ব্যবহার করতে করতে এবার এসেগেছি নতুন এক মোবাইল দুনিয়া স্মার্ট ফোন, আই ফোন। এই স্মার্ট ফোনের নাম শুনলেই আমাদের মাঝে এখন একটা চাপা উত্তেজনা কাজ করে কি কি করা যাবে এদিয়ে।
আমরা যারা স্মার্ট ফোন কেনার কথা ভাবছি তারা প্রতিনিয়ত ভাবি আমি যে ফোনটা কিনব তাতে কি কি থাকবে? ভাল প্রসেসের, বেশি র্যাম, অনেক ম্যাগাপিক্সেল ক্যামেরা, বিশার mAh এর ব্যাটারী। কিন্তু আমরা সেই সাথে ভুলে যাই আমদের বাজেটের কথা। আমি আসলে কত টাকার মোবাইল কিনতে সক্ষম।
তাই যারা এইসব চিন্তায় আছেন তাদের জন্য আমি কিছু গুরোত্ব পূর্ণ্য কথা বলছি মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। আমরা আমাদের নিত্য দিনে যত ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করি তার মধ্যে মোবাইল হল একমাত্র ডিভাইস যেটা আমরা যতদিনই ব্যবহার করিনা কেন তা ২৪ ঘন্টাই চালু রাখি। সেজন্য আমি বলব আমাদের মত গরিব দেশের লোকে দের উচিত মোবাইল ফোন কেনার সময় কখনোই সর্বোচ্চ ১২০০০টাকার উপরে বাজেট রাখবেন না।
এই কথা বলার পেছনে আমি কতগুলো কারন ব্যাখ্যা করছি।
১. আগেই বললাম মোবাইল একমাত্র ডিভাইস যা আমরা ২৪ ঘন্টাই চালু রাখি তাই যতই যত্ন করে ব্যবহার করিনা কেন তা ১.৫-২ বছর সর্বোচ্চ ব্যবহার করতে পারব।
২. আমদের সকল নিত্য ব্যবহার্য্য জিনিসের মধ্যে মোবাইল সবচেয়ে বেশি ও সহজেই চুরি বা ছিনতাই হয়।
৩. মোবাইলকে আমরা কম্পিউটার বিকল্প হিসবে চিন্তা করি যা বোকামী ছাড়া কিছুই না।
৪. মোবাইল ক্যামেরা আমরা ডিজিটাল বা এস.এলার ক্যামেরার বিকল্প হিসেবে ভাবি। যতকথাই বলিনা কেন ক্যামেরা ক্যামেরাই। মোবাইল ক্যামেরা যতই বেশি ম্যাগাপিক্সেল হোক না কেন, তা কখনই ডিজিটাল ক্যামেরার সমকক্ষও নয় এস.এলার ক্যামেরা তো দূরের কথা।
তাই আমি বলব মোবাইল ফোন কেনার সময় তা যতটুকু সম্ভব কম দামের মধ্যে কেনার চেষ্টা করবেন। এখানে বলে রাখা ভাল সিম্ফোনী, ওয়াল্টন কে আমরা যতই চায়না মোবাইল বলি না কেন এগুলোই আমদের মত গরিব দেশে স্মার্ট ফোন ব্যবহারের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। সেই আমি আবারো বলছি সিম্ফোনী, ওয়াল্টন কিংবা যতভাল ব্রেন্ডের সেটই হোক না কেন তার জন্য বাজেট কমের মধ্যে রাখবেন। আর বাড়তি টাকা দিয়ে অন্য কোন শখ পূরন করবেন। এতে করে আপনার রথও দেখা হবে আবার কলাও বেচা হবে।
এতগুলো কথা বলার পেছনে আমার একটাই যুক্তি আমরা বেশির ভাগ মানুষই সোনার চামচ মুখে নিয়ে জন্মাই না। তাই টাকা খরচ করার আগে একটু হিসেবি হওয়া উচিত। আর হ্যাঁ ব্রান্ডের সেট না কিনলে হয়তো শুয়েব আক্তার, ব্রেট লি এর মত স্পিড পাবেন না তবে মাশরাফি, মালিঙ্গার মত স্পিড পাবেন। তাও আবার কম কিসে। যদি আপনি এক ঢিলে দুই পাখি মারতে পারেন।
সবশেষে একটাই কথা বলব আপনি যদি আলালের ঘরে দুলাল না হয়ে থাকেন তাহলে আমার এ কথাগুলো আপনাদের উপকারে আসবে আশা করি। কষ্ট করে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
সবাই ভাল থাকবেন।
আমি মোঃ মমিনুল ইসলাম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ মানুষ। অর্থনীতিতে সম্মান কোর্স শেষ করে বর্তমানে অর্থনীতিতে স্নাতোকোত্তর করছি। কিন্তু কম্পিউটার হল আমার প্রথম প্রেম শেষ ভালবাসা।
ধন্যবাদ আপনার সুন্দর টিউনের জন্য,