বাসায় ব্রডব্যান্ডের লাইন আছে, ওয়াইফাই জোন বানাবেন, কিন্তু কোন ওয়াইফাই ডিভাইসটি কিনবেন, কিভাবে বানাবেন…? :)

ওয়াইফাই কি, কিভাবে কাজ করে, কেন এটা ইউজ করা হয় এসব নিয়ে আমি এখানে সময় দিচ্ছি না, এসব গুগলে সার্চ করলে অহরহ পাবেন। আমি সরাসরি মূল বিষয়ে চলে যাচ্ছি... 🙂

আপনি বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ২ ধরনের ওয়াইফাই ডিভাইস পাবেন, যার একটি ওয়াইফাই এডাপ্টার, আর একটি পাবেন ওয়াইফাই রাউটার। আমি এক্ষেত্রে TP-LINK ব্র্যান্ডটা suggest করব। ওয়াইফাই এডাপ্টারের দাম দেখবেন ৮০০ টাকাতে পেয়ে যাবেন (TP-LINK TL-WN727N), কিন্তু ওয়াইফাই রাউটার যেটা, দাম মোটামুটি ১৩০০ টাকা (TL-WR720N) থেকে শুরু। এডাপ্টার যেটা, সেটা মূলত পিসিতে/যেই ল্যাপটাপের ওয়াইফাই রিসিভিং এবং সেন্ডিঙ্গে সমস্যা আছে, সেই সব ডিভাসে ওয়াইফাই সিগনাল সেন্ড এন্ড রিসিভের জন্য ব্যবহার করা হয়। আর, অন্য দিকে ওয়াইফাই রাউটার যেটা, সেটা শুধু ওয়াইফাই সিগনাল সেন্ড করার কাজে ব্যাবহৃত হয়। এখন, স্বাভাবিক ভাবেই আপনার ওয়াইফাই এডাপ্টারের প্রতি আগ্রহ বাড়তে পারে, কারন এটা সিগনাল রিসিভ এবং সেন্ড ২টাই করবে। আপনি ওয়াইফাই এডাপ্টার দিয়েও ওয়াইফাই জোন বানাতে পারবেন, এক্ষেত্রে আপনাকে ওয়াইফাই এডাপ্টার কানেক্টেড (ক্যাবল দিয়ে) ডিভাইসটি অন রাখতে হবে, যতক্ষন আপিনি ওয়াইফাই সিস্টেম চালু রাখতে চান। মানে, আপনি ২৪ঘন্টা ওয়াইফাই সিস্টেম চালু রাখতে চাইলে ২৪ ঘন্টাই ওয়াইফাই এডাপ্টার কানেক্টেড (ক্যাবল দিয়ে) ডিভাইসটি অন রাখতে হবে। কারন কি? ঠিক আছে, চলুন একটু স্বল্প গভীরে যাই... 🙂

আপনি যদি ওয়াইফাই এডাপ্টার পিসির সাথে USB cable সিয়ে কানেক্টেড করে, ইন্টারনেট কানেকশন অন করেন, তখন ওয়াইফাই এডাপ্টারটি ইন্টারনেট কানেকশনের সোর্স পাবে একটা, যেটা ওয়াইফাই এডাপ্টারটি শেয়ার করতে পারবে। এখন যদি আপনি পিসিই অন না রাখেন, তাহলে ওয়াইফাই এডাপ্টারটি ইন্টারনেট কানেকশন কোথায় পাবে, আর সেটা শেয়ারও বা কিভাবে করবে? এটাই হচ্ছে কারন, যে জন্য ওয়াইফাই এডাপ্টার কানেক্টেড ডিভাসটি অন রাখতে হবে। 🙂

অন্য দিকে, রাউটার কিনলে আপনাকে সারাদিন পিসি অন রাখতে হবে না। এখন কথা থাকতে পারে, “ভাই, রাউটারে যদি ব্রডব্যান্ডের লাইন লাগিয়ে ওয়াইফাই জোন বানাই, তাহলে তো পিসিতে ইন্টারনেট ইউজের জন্য বারবার ব্রডব্যান্ড কানেকশন খুলতে হবে বা আর একটা এডাপ্টার কিনতে হবে... :(” ...ঘটনা আসলে তা না J। আপনি রাউটার কেনার সময় বা পরে রাউটারের প্যাকেটে দেখবেন একটা আলাদা দ্বিমুখী ইথারনেট ক্যাবল দিয়ে দেয়, যেটা দিয়ে আপনি পিসিকে রাউটারের সাথে কানেক্টেড রাখতে পারবেন। এখানে, এটা ভাবিয়েন না যে, পিসি কানেক্টেড রাখতে হবে মানে পিসি অন রাখতে হবে। আসলে এটা দেয়া হয়েছে যাতে পিসিতে ইন্টারনেট ইউজের জন্য বার বার আপনাকে ব্রডব্যান্ড লাইন খুলে পিসিতে লাগাতে না হয় :)।

যাহোক... ওয়াইফাই জোন বানাতে কি কি ওয়াইফাই ডিভাইস লাগে তা তো জানলেন, এবার যেটা আপনার সুবিধা লাগে কিনতে পারেন। তবে...রাউটারটা কেনা ভাল হবে, যদি আপনি ওয়াইফাই জোন বানাতে চান, আর ওয়াইফাই এডাপ্টার কেনা ভালো হবে যদি আপনি ওয়াইফাই সার্ভিস প্রোভাইডার থেকে ইন্টারনেট সেবা নিতে আগ্রহী হন :)।

এবার আসা যাক, কিভাবে এইসব যন্ত্রপাতি দিয়ে মিস্ত্রিগিরি করবেন... :P। ওয়াইফাই রাউটার বা ওয়াইফাই এডাপ্টার যেটাই কিনুন না কেন, দেখবেন প্যাকেটা একটা সিডি দিয়ে দিবে, ছোট সাইজের, মিনি-সিডি। এই সিডিতে আপনার ক্রয় করা ওয়াইফাই ডিভাইসটি পিসিতে ব্যবহারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার দেয়া থাকে। আপনি Windows XP ইউজার হলে সিডিগুলো দরকারি খুব, আর Windows 7 ইউজার হলে খুব দরকারী না, কারন Windows 7’এ ড্রাইভার গুলো আপনার ওয়াইফাই ডিভাইস পিসিতে কানেক্ট করার সাথে সাথেই auto-install হয়ে যাবে। সিডি হারিয়ে গেলেও ভয়ের কিছু নেয়, এসব আপনি সব পাবেন এখানে http://www.tp-link.us/support/download/

স্টেপ বায় স্টেপ বললে ভালো হয়...না? 🙂 ঠিক আছে... 🙂

ওয়াইফাই এডাপ্টার দিয়ে কিভাবে ওয়াইফাই জোন বানাবেন প্রথমে এটাই শুরু করি... 🙂

স্টেপ ১: প্রথমে ওয়াইফাই এডাপ্টারের প্যাকেটের সিডিটি দিয়ে পিসিতে প্রয়োজনী সব সফটওয়্যার ইনস্টল করুন।

স্টেপ ২: Install করার সময় দেখবেন আপনার ওয়াইফাই ডিভাইসটি পিসিতে কানেক্ট করার (with USB cable, provided by TP-LINK) প্রয়োজন পরবে, মানে সফটওয়ইয়ার ইনস্টলের জন্য আরকি। এবার সিডির কাজ শেষে কানেক্টিফাই নামে আরও একটি সফটয়্যার লাগবে আপনার, যেটা দিয়ে আপনি পিসির ইন্টারনেট শেয়ার করে ওয়াইফাই জোন বানাবেন আরকি। সফটয়্যারটির প্রো ভার্সন ডাউনলোড করে নিন এখান থেকেঃ http://onhax.net/connectify-7-pro-crack-is-ere/

স্টেপ ৩: কানেক্টিফাই সফটয়্যারটি ডাউনলোড করা হয়ে গেলে সেটা ঠিকঠাক ভাবে পিসিতে ইনস্টল করে ফেলুন। এখন যদি আপনার ওয়াইফাই ডিয়াইসটি পিসিতে কানেক্টেড থাকে তাহলে থাক, না থাকলে কানেক্টেড করে নিন। ইনস্টল শেষে Hotspot Name এ আপনার পছন্দমত একটা নাম দিন, যেটা আপনি আপনার স্মার্টফোন বা ওয়াইফাই উইজ্যাবল অন্য ডিভাইস দিয়ে ওয়াইফাই অন করে স্ক্যান করলে দেখাবে। এরপর নিচেই দেখবেন Password লেখা আছে, এখানে আপনার ওয়াইফাই হটস্পটের এর সিকিউরিটির জন্য আপনার ইচ্ছামত password দিবেন। তারপর, Internet to Share> Automatic select করবেন, Advanced Settings’এ Share Over> Wi-Fi, Sharing Mode> Wi-Fi Access Point, Encrypted (WPA2) select করবেন। নিচে Firewall’এ ২টা অপশন দেখবেন, ২টাতেই টিক মার্ক দিন, Start Hotspot’এ ক্লিক করুন। সব ঠিকঠাক থাকলে হয়ে গেলো আপনার ওয়াইফাই জোন। 🙂

এবার চলুন যাওয়া যাক ওয়াইফাই রাউটারের ব্যাপারে... 🙂

স্টেপ ১: প্রথমে ওয়াইফাই রাউটারের পিছনের দিকে দেখুন ৪/৫টা ইথারনেট পোর্ট আছে। দেখবেন, একটার নিচে লেখা WAN, বাকি গুলোর নিচে LAN লেখা। যেই পোর্টের নিচে WAN লেখা সেটায় ব্রডব্যান্ড কানেকশনটি কানেক্ট করুন। আর যেগুলোর নিচে LAN লেখা, সেগুলোর যেকোনো একটায় Ethernet cable (provided by TP-LINK)’এর এক প্রান্ত কানেক্ট করুন, অন্য প্রান্ত পিসিতে কানেক্ট করুন। প্যাকেটের সিডিটি দিয়ে পিসিতে প্রয়োজনী সব সফটওয়্যার ইনস্টল করুন।

স্টেপ ২: এবার আর কি... 😛 ...ওয়াইফাই জোন বানানো শেষ...ইচ্ছামত Wi-Fi use করুন।

:::টেকটিউনসে এটাই আমার প্রথম টিউন। পুরো লেখাটা পড়ার পরে কোনো অংশে বুঝতে বিন্দু মাত্র সমস্যা হলে টিউমেন্ট করতে পারেন, বা মেইল ([email protected]) করতে পারেন... 🙂 :::

Level 0

আমি zaskhan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A human being... :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার একটা টিউন করার জন্য ধন্যবাদ। ওয়াইফাই এডাপ্টার আর ওয়াইফাই রাউটারের ছবি সহ টিউন করলে আরও ভাল লাগতো। তাবে সে যাই হোক … অনেক ভালভাবে বুঝিয়ে লিখেছেন এইজন্য অভিনন্দন 🙂 আশাকরি অনেকের কাজে লাগবে।

সুন্দর লিখেছেন। পড়ে ভাল লাগলো। পরের টিউনটি চেষ্টা করবেন আরেকটু গুছিয়ে লিখতে। মন খারাপ করবেন না। এটাও খুব ভাল হয়েছে।

    Level 0

    @উদীয়মান লেখক: পরামর্শের জন্য ধন্যবাদ, ভাইয়া। এটা টেকটিউন্সে আমার প্রথম টিউন। 🙂

Level 0

ভাইয়া রাউটার এর ক্ষেত্রে মডেম দিয়ে কিভাবে ওয়াইফাই জোন বানাবো ?

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য ।

    Level 0

    @Moyin Emon: আপনাকেও ধন্যবাদ টিউনটি কষ্ট করে পড়ার জন্য। 🙂

wifi router er price koto porbe?

    Level 0

    @শুভ্র আকাশঃ)টিউনে লেখা আছে।

Level 0

ভাইয়া রাউটার এর ক্ষেত্রে Grameenphone Internet মডেম দিয়ে কিভাবে ওয়াইফাই জোন বানাবো ?এ ব্যাপারে স্কীকন র্শট দিয়ে পোষ্ট করলে খুব ভাল হয়। ০১৯১৬৫৩০৬৩৩

vai tp link 3g/4g 150 mbps kinse. ami chai 3ta pc chalate. 1ta pc connect hoise but baki 2ta connect pai na. amar cable thik ase. cd install dai nai. cd install dile ki baki 2ta pc connect pabe, naki onno kono problem ase???

    @উজ্জল: আপনি যখন USE করছেন আপনি তো জানেন যে সিডি ইনস্টল লাগে না । আপনার কনফিগারেসন এ কোনও গণ্ডগোল আছে ।

Level 0

3ta PC te ki ethernet cable diya use korbrn naki wifi adaptor diya? 🙂

    Zaskhan—, Cable diya. pc-te main broadband line connect pai, but router theke cable dile connect pai na…

Level 0

Thank You

    Level 0

    @Imran: Welcome… 🙂

Level 0

খুব ভাল লিখেছেন। ধন্যবাদ।

Level 2

সুন্দর এবং প্রয়োজনীয় টিউন এর জন্য ধন্যবাদ। আমি জানতে চাচ্ছি, যে পিসিতে বা ল্যাপটপে রাউটার (এডাপ্টার না ) ইনস্টল করা আছে, সেই পিসি বা ল্যাপটপ যদি বন্ধ থাকে, তাহলেও কি আমি আমার স্মার্ট ফোন বা অন্য কোনো ডিভাইস দিয়ে ইন্টারনেট ইউস করতে পারব? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে পিসিতে বা ল্যাপটপে রাউটার (এডাপ্টার না ) ইনস্টল করা আছে, সেই পিসি বা ল্যাপটপে ও কি কানেচ্টিফাই সফটওয়ার টা ইনস্টল করা লাগবে?

    Level 0

    @Polash: @Hridoy: @Polash: হ্যাঁ, পারবেন। আর, এডাপ্টার হলে কানেক্টিফাই লাগে।

ভাই আপনি মনে হ্য় নতুন । আপনি বলেছেন “স্টেপ ১: প্রথমে ওয়াইফাই এডাপ্টারের প্যাকেটের সিডিটি দিয়ে পিসিতে প্রয়োজনী সব সফটওয়্যার ইনস্টল করুন।”
এখন Tp Link , Edimax, Belkin, D link এই জাতীয় রাউটার এ কনফিগার করতে কোনো কানেচ্টিফাই সফটওয়ার
এর প্রয়োজন হয় না । এই জাতীয় রাউটার গুলো কনফিগার করতে রাউটারের পিছনের দিকে থাকা ৪ টা LAN পোর্ট থেকে PC তে কানেক্ট করে আপনার PC তে থাকা যে কোনো ব্রাউজার এর অ্যাড্রেস বার এ 192.168.1.1 / 192.168.2.1 / 192.168.0.1, টাইপ করে enter মরলে বুঝতে পারবেন । এই জাতীয় যে কোনো সাহায্যের জন্য http://www.happynet.in এ যান ।

Level 0

ভাই রাউটার এ mac address কি ISP তে set করা লাগে? আমি একটা রাউটার কিনছি ASUS RT-N10U 3G/4G। আমি desktop এ broad band connect করার জন্য isp র দেয়া user name, password ব্যবহার করি, এখন তারা বলসে mobile device এ connect করার জন্য Pppoe dialer app লাগবে যেটা আমি web এ খুজে পাচ্ছি না। Pppoe dialer ছাড়া কি net share করা সম্ভভ, না হলে কোথায় পাবো।

Level 0

ami pc te je broadband line use kori tar ekata username r password ase. abar amar pc er mac address o isp er kase ase
pc te to ami username password dia line connect kori. sekhetre router e ami e setting gula kivabe korbo. r amar basay qubee er boro modem(with wifi router) ekta pore ase. ami ki etake amar broadband liner sathe connect kore wifi zone banate parbo.

Level 0

Nice tune..

Level 0

Ajke kinlam, banglalion er sathe valoi kaj kore

Ami Apnake 365 ta dhonyobad debo. Protidin akta kore 1 year.

    Level 0

    @zaskhan: @SAHEB BISWAS: 😛

Level 0

ভাই, বাংলালায়ন এ কি মানে বাংলায়ন এর মোডেম কি এই রাউটান সমর্থন করবে? আমি বলতে চাচ্ছি , usb cable এ কি wifi করা যাবে???? ও ভাই, একটু দ্রুত উত্তর জানালে উপকৃত হব।। ধন্যবাদ।। আপনার post টা খুব ভাল ছিল।।

    Level 0

    @aunkan2012: ইউএসবি ক্যাবল সাপোর্টেড কিছু রাউটার আছে।

ভাল টিউন, টিউনারকে ধন্যবাদ, আমি যে বিষয়টা জানতে চাচ্ছি, আমার অফিসের পিছিতে proxy এর মাধ্যমে নেট ব্যবহৃত হয়। আমি যদি রাউটার ব্যবহার করতে চাই তাহলে proxy setting দিব কিভাবে?

Level 0

ভাই আপনার ফোন নামবার দেন।। আমি tp link এর ৩g/4g router কিনেছি।। কিন্তু set up korte parchi na. tai vai akto help korle khoob valo hoy….dhonnobad……. amar e-mail address: [email protected]

Level 0

vai,,, একটু দ্রুত help korle valo hoy…. please vai amar khoob dorkar………..

Level 0

banglalion e kivabe use korte hoy???

vai laptop e hotspot kora jabe???
kivabe…..bdbnd line ace
ami mobil eo chalate chai

Level 0

zaskhan, ভাই কেমন আছেন। ভাই কম্পিউটারে wifi নাই।আমি কি ভাবে broadband লাইনের নেট মোবাইলে ব্যবহার করব। তার জন্য কি এডাপটার দরকার না কি রাইটার?

Level 0

আমার TP-LINK TF-3239D মডেলের একটা এডাপ্টার আছে অনেক দিন ধরে। প্যাকেটের গায়ে লিখা 10/100M Fast Ethernet Adapter । এটা দিয়ে কি কাজ হবে? জানালে উপকৃত হব।

ami 7 din holo TP Link MR3420 version 2 modem ti bides theke aniyechi,
ei modemtite broad brand er shathe 2G, 3G & 4G wimax use kora jay sunech & er specification e o ta e lekha kintu ami eta diye Grameen, Teletalk modem connect korte parleo ekhon porjonto Banglalion usb modem connect korte parini. karon Banglalion er usb modem gulu TP Link er list e nai, ejonno ta unknown device hisebe show kore. kintu ami shunechi Bangladesh e oneke e BL modem diye TP Link MR3420 Router use korche..
e bepare kew amake help korte pale Please inform korben………
[email protected] or fb/rajib1r

এক কথায় অসাধারন ! দারুন লিখছেন ভাই। সার্স দেয়ার সাথে সাথে আপনার টিউনটাই পেলাম।