ওয়াল্টন এস ওয়ান হ্যান্ডস অন রিভিউ

আজকে আপনাদের সাথে শেয়ার করব ওয়াল্টনের প্রিমো এস ওয়ান এর হ্যান্ডস অন রিভিউ । এই ফোনের বিশেষ ফিচার হল এর ক্যামেরা , এর পিছনে রয়েছে ১৩ মেগা পিক্সেল এর ক্যামেরা আর সামনে রয়েছে 2 মেগা পিক্সেল এর ক্যামেরা এর দুই ক্যামেরাতেই বি এস আর সেন্সর রয়েছে তাই আপনি অসাধারন ছবি তুলতে পারবেন এর ক্যামেরার সাহায্যে । কথা না বাড়িয়ে এক নজরে দেখে নেই এর স্মার্ট ফোনের মুল ফিচার গুলি

Walton Primo S1 Main Features 

  • Brand – Walton.
  • Model – Primo S1.
  • OS – Android OS 4.2.2.
  • CPU – 1.2 GHz Quad Core.
  • GPU – PowerVR SGX 544MP.
  • RAM – 1 GB.
  • Display – 5 inches HD IPS capacitive touchscreen.
  • Camera – 13 MP+2MP.
  • Statue – Available.
  • Price – 18490/- TK
  • বিস্তারিত স্পেফেস্ফিকেশন দেখতে এখানে ক্লিক করুন 

আমরা সব সময়েই স্মার্ট ফোনের হার্ড ওয়ার কনফিগারেশন আগে দিয়ে থাকি তাই এবারেও আমরা হার্ড ওয়ার কনফিগারেশন আগে দিব ।

সিপিইউ বা প্রসেসর - ওয়াল্টন প্রিমো এস ১ এ ব্যাবহার করা হয়েছে ১.২ গিগা হার্জের কোয়াড কোর এ আর এম ভি ৭ প্রসেসর ।  এর ক্লক স্পিড ৪৬৭- ১.২ গিগা হার্জ পর্যন্ত ।

জিপি ইউ বা গ্রাফিক্স - ওয়াল্টন প্রিমো এস ১ রয়েছে  পাওয়ার ভি আর এস জি এক্স ৫৪৪ এম্পি জিপি ইউ , এই জিপি ইউ তে আপনি  সব ধরনের এইচডি গেমস খেলতে পারবেন কোন ল্যাগিং ছারাই ।

সেন্সর - এই স্মার্ট ফোনে প্রায় সব ধরনের সেন্সরই রয়েছে যেমন Accelerometer, gyro, proximity, compass, Light, Orientation । তবে এতে জাইরোস্কোপ সেন্সর নেই ।

অপারেটিং সিস্টেম -  ওয়াল্টনের এই স্মার্ট ফোনে ব্যাবহার করা হয়েছে এন্ডয়েড ৪.২.২ জেলি বিন ।

মেমরি – ওয়াল্টন প্রিম এস ১ এর আকর্ষণীয় দিক হল এর বিল্ট ইন মেমরি ১৬ গিগা বাইট । কাজেই আপনার এক্সটারনাল মেমরি না হলেও চলবে । আর এই স্মার্ট ফোনে আপনি ৩২ গিগা বাইট পর্যন্ত এক্সটারনাল মেমরি লাগাতে পারবেন । আর এই স্মার্ট ফোনের রয়েছে ১ গিগা বাইট হাই স্পিড র‍্যাম যা আপনাকে যে কোন কাজ দ্রুত করার নিশ্চয়তা দিবে ।

ডিসপ্লে - এই স্মার্ট ফোনে রয়েছে ৫ ইঞ্চি আইপি এস এইচডি ডিসপ্লে,  ১২৮০x৭২০ পিক্সেল এর ডিসপ্লে এর রেজুলেশন  এর ডিসপ্লেতে ওয়ান গ্লাস সলিউশন ও গরিলা গ্লাস ২ ব্যাবহার করার কারনে দেখতে অনেক আকর্ষণীয় । তবে এর ডিসপ্লে যদি পিওর ব্লাক লেভেল হত তবে দেখতে আরো সুন্দর হত ।

ক্যামেরা ও ভিডিও - ওয়াল্টন প্রিমো এস ১ এর ক্যামেরা আসলেই অসাম । এর পিছনে আছে ১৩ মেগা পিক্সেল এর ক্যামেরা ও সামনে আছে ২ মেগা পিক্সেল এর ক্যামেরা এর ক্যামেরাতে ব্যাবহার করা হয়েছে বি এস আর সেন্সর যার সাহাজ্য আপনি কম আলোতে স্পস্ট ছবি তুলতে পারবেন আর ব্যাবহার করা হয়েছে ব্লু লেন্স ও সি এম এস সেন্সর এর সাহাজ্যে আপনি  ক্লিয়ার ও স্পষ্ট ছবি তুলতে পারবেন  । এর পিছনের ক্যামেরা অসাধারন এতে আছে অটো ফ্লাস এর মান অনেক উন্নত এক বারে স্যামসাং এর মত এর ফ্লাসের আলো । আমরা শো রুমের বাহিরে গিয়ে কয়টা ছবি তুলতে ছেয়েছিলাম কিন্তু পারিনি । তবে এর ক্যামেরা ওয়াল্টন আর ২ এর থেকে ভাল ,  আমি নিচে ওয়াল্টন আর ২ এর ছবি দিলাম আপনারা দেখে অনুমান করে নিবেন যে ওয়ালটন আর ২ এর থেকে ওয়াল্টন এস ১ এর ক্যামেরা ভাল ।

কম আলোয় একবারে সন্ধার সময় তোলা আই এস ও স্পিড ১৬০০ দিয়ে তোলা

night camera r2

রাতে তোলা নরমাল আই এস ও স্পিডে তোলা  এইচডি আর মুডে night pic walton primo r2

রাতে তোলা আই এস ও ১৬০০ স্পিড দিয়ে তোলা

walton r2 camera qulity

বিকালে তোলা

camera r2

অন্ধকারে ফ্লাশ লাইট দিয়ে তোলা

flash r2

এর ফোনে আপনি ফুল এইচডি ১০৮০ পিক্সেল এ এইচডি ভিডিও করতে পারবেন । এর ভিডিও কোয়ালিটি ও অসাধারন।

ইউজার ইন্টারফেস - এই স্মার্ট ফোনের ইউজার ইন্টারফেস এ কোন চেঞ্জ আনা হয়নি সরাসরি জেলি বিন ৪.২.২ এর ইন্টারফেস দেয়া আছে ।primo s1 handson review

আপনি চাইলে যে কোন লান্সার ইন্সটল করে দিয়ে নিজের মত করে স্টাইল দিতে পারেন ।

বডি কোয়ালিটি ও ডিজাইন -এর বডি কোয়ালিটি ভাল ওয়াল্টনের অনান্য স্মার্ট ফোনের মত এটাও গোল ।

এটি 144.5 মিলিমিটার উচ্চতা , 72 মিলিমিটার প্রস্থ ও মাত্র 8.5 মিলিমিটার পুরত্ত ।primo s1 side

এর পিছনের দিকেটা দেখতে ও বেশ সুন্দর , এর পিছনে রাবারের প্রলেপ দেবার কারনে এতে স্কাচ পরবে না ।

ডাটা কানেকশন - এই স্মার্ট ফোনে ২জি , ৩ জি, ওয়াইফাই, ব্লু টুথ সাপোর্ট করে। ভিডিও কল সাপোর্ট করে । ওয়ালটনের অনান্য স্মার্ট ফোনের মত এই স্মার্ট ফোনটিও ডুয়েস সিম ডুয়েল স্টান্ড বাই , আর একটা কথা আপনি এই স্মার্ট ফোনে ডুয়েল ৩ জি স্লট পাবেন ।

ব্যাটারি - এই স্মার্ট ফোনে ব্যাবহার করা হয়েছে ২২০০ মিলি এম্পিয়ারের লি আয়ন পলিমার ব্যাটারি ।  এই ব্যাটারির স্টান্ড বাই টাইল ২৩০ ঘন্টা, ৬ ঘন্টা টানা কথা বলতে পারবেন, ১২ ঘন্টা পর্যন্ত মিউজিক শুনতে পারবেন , ৬ ঘন্টা ভিডিও ও ৫ ঘন্টার মত নেট ব্রাউজিং করতে পারবেন ।

মুল্য - এই স্মার্ট ফোনের বাজার মুল্য ১৮,৪৯০- টাকা ।

শেষ কথা - আপনি যদি স্মার্ট ফোন দিয়ে ভাল মানের ছবি তুলতে চান, হাই রেজুলেশনের গেমস খেলতে চান, ভাল মানের ব্যাটারি ব্যাকআপ ও ভাল ডিসপ্লের স্মার্ট ফোন চান তবে এই ফোণটা আপনার জন্য বেস্ট । অল ই অয়ান এই ফোনটা অসাধারন একটা স্মার্ট ফোন ।

আপনার যে কোন স্মার্ট ফোনের হ্যান্ডস অন রিভিউ লাগলে আমাদের এই পেজ লাইক দিয়ে আমাদের মেসেজ করতে পারেন 

সৌজন্য - মোবাইল বাজার বাংলা ব্লগ 

Level 0

আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, কনফিগারেশন দেখে বেশ ভালোই মনে হচ্ছে….কেনার লোভ ও হচ্ছে…মাগার পকেটে যে জিনিস (টেকা) নাই!!!

ধন্যবাদ সুন্দর রিভিউ এর জন্য।

    Level 0

    @চোখের বালি: আপনাকে ও ধন্যবাদ

Level 0

ওয়ালটন/সিম্ফনি সেটের মধ্যে কিনতে চাইলে বেশী দাম দিয়ে কেনা বোকামো। কারন এরা স্পেসিফিকেশন যেমনটা দেয় তেমনটা কাজ করেনা। ওয়ালটনের GH ফোনটা সব থেকে বড় প্রমান। GH এ কোয়াড কোর প্রসেসর থাকলেও কাজ করে সিঙ্গেল কোরের থেকেও খারাপ। বেধে বেধে যায় শুধু। আমি নিজে ভুক্তভগি

Level 0

ভাই আপনি কিনেছেন ১০০০০/- হাজার দিয়ে কাজ তো ১০০০০ হাজারের মতই করবে তাই না

    Level 0

    @kaif hasan: এটা কোণ কথা বললেন? s1 যখন ১৮ হাজার দিয়ে কিনবো আর তারপর যদি সমস্যা বার হয় আর সেটা যদি আমি বলি তখন যেন এটা শুনতে না হয় যে সেট কিনছেন ১৮ হাজার দিয়ে তাইলে তো ১৮ হাজারের মতই হইবো। আরে ভাই ১০ হাজারে কোয়াড কোর প্রসেসর দিয়ে ভাল পারফরমেন্স দিতে পারবে নাতো দিছে কেন? ডুয়েল কোরই দিত।

      Level 0

      @Ratul007: আরে ভাই আমি বলেছি এক কথা আপনি বুঝছেন আর এক কথা একটু বেশি দাম দিতে ওয়াল্টনের ফোন কিনলে তা স্যামসাং এর থেকে ও ভাল কাজ করে যেমন আমি নিজে ওয়াল্টন আর ২ চালাই এর পারফমেন্স স্যামসাং গ্যালক্সি কোর এর থেকে বেশ ভাল

Level 0

বেশি দাম দিয়ে ফোন কিনলে ভালো মানের ব্যান্ডের ফোন কেনাই ভালো।