360 Security- এনড্রয়েড ডিভাইসের জন্য একটি অত্যাবশ্যকীয় সিকিউরিটি অ্যাপ্লিকেশন

(নির্মাতাঃ Qihu 360 Software Co., LTD রিভিও রেটিং 4.4, রিভিও করেছেন 1,182,088 জন, ফাইভ স্টার রেটিং 779,796, ওয়ান স্টার রেটিং 51,128, সাইজ 5.45 মেঃবাঃ)

এই অ্যাপ্লিকেশনটি প্রচলিত সব ভাইরাস, ম্যালওয়্যার, সিস্টেমের দুর্বলতা, জাঙ্ক ফাইল ও গোপনীয়তার বিভিন্ন ঝুঁকি থেকে আপনার নিরাপত্তা সুরক্ষা ও ব্যকগ্রাউন্ডে চলতে থাকা অপ্রয়োজনীয় সব প্রোগ্রাম ও প্রসেস থামিয়ে আপনার ডিভাইসের গতি বৃদ্ধি করবে।  এটি ফ্রি হলেও বিজ্ঞাপনের বিরক্তিমুক্ত।

এর ফিচারগুলো হ্লঃ

- ক্লাউড ইঞ্জিনসহ দুই লেয়ারের এন্টিভাইরাস প্রোটেকশন এর মাধ্যমে ভাইরাস স্ক্যান ও পরিষ্কার করে।

- ইন্সটল করা বিভিন্ন অ্যাপ্লিকেশন আর লোকাল apk ফাইলের মাধ্যমে ইন্সটল প্রক্রিয়াকে পরীক্ষা করে রিয়েল-টাইম প্রোটেকশন নিশ্চিত করে।

- বিভিন্ন অ্যাপ্লিকেশনের ডাটা এক্সেস প্রক্রিয়া থেকে আপনাকে সঠিক গোপনীয়তার পরামর্শ দেয়।

- ভেরিফাইড হটফিক্সের মাধ্যমে আপনার অজান্তে আপনার সিস্টেমের মধ্যে থাকা বিভিন্ন দুর্বলতা (সিস্টেম ভালনারেবিলিটিস) নির্ণয় করে এগুলো থেকে রক্ষা করতে পারে।

-  ব্যকগ্রাউন্ডে চলতে থাকা অপ্রয়োজনীয় সব অ্যাপ্লিকেশন স্ক্যান ও বন্ধ করে সিস্টেমের গতি বাড়িয়ে তোলে।  ব্যাক্তিগত ব্যবহার সংক্রান্ত তথ্য মুছে ফেলতে সাহায্য করে।  Lock Screen Power-saver এর মাধ্যমে এই কাজটি স্বয়ংক্রিয়ভাবে করা যাবে প্রতিবার আপনার ডিভাইস স্ক্রিন যখন লক হবে (বা আপনি নিজে লক করবেন) যা আপনার ব্যাটারির স্থায়িত্ব বাড়াবে।

- ফ্লোটিং উইন্ডো একটি দারুন ফিচার যার মাধ্যমে আপনি আপনার ডিভাইসের বিভিন্ন সেটিংস ও পারফরমেন্স অপ্টিমাইজ করতে পারবেন স্ক্রিনে ভেসে থাকা ছোট্ট একটি আইকনে ক্লিক করে।

- মাল্টিফাংশন নোটিফিকেশন এর মাধ্যমে আপনি নোটিফিকেশন ড্রয়ারে সচরাচর ব্যবহার করা বিভিন্ন ফাংশন যেমন এলার্ম সেট করা, ফ্ল্যাশলাইট জ্বালানো, শেষ ভিজিট করা স্ক্রিনে যাওয়া, ডিভাইসের গতি বাড়ানো ইত্যাদি করতে পারবেন।  এর জন্য অবশ্য আপনার দরকার হবে এনড্রয়েড ৪.০ বা তার পরের ভার্সন।

- শেক এন্ড ক্লিনআপ এর মাধ্যমে অনায়াসে আপনি আপনার ডিভাইসকে ঝাঁকিয়ে সিস্টেম ক্লিন করতে পারবেন।

- অপ্রত্যাশিত কল ব্লক করে ঝামেলামুক্ত জীবন যাপন করতেও এই অ্যাপ্লিকেশনটি আপনাকে সাহায্য করবে।

- মনিটর ফিচারের মাধ্যমে আপনার মোবাইল ডাটা ব্যবহারের সীমা বেঁধে দেয়া ও ফায়ারওয়াল দিয়ে অ্যাপ্লিকেশনের ডাটা ব্যবহারের নিয়ন্ত্রণ করা যাবে।

- এন্টি-থেফট ফিচারের মাধ্যমে আপনার হারানো (বা চুরি হয়ে যাওয়া) ডিভাইসকে খুঁজে পেতে পারেন।  সিমকার্ড বদলের নোটিফিকেশন পেতে পারেন।  সাইলেন্ট করা সত্ত্বেও শ্রবণযোগ্য এলার্ম শুনতে পারেন।  রিমোট কমান্ডের মাধ্যমে আপনার ডিভাইসের ডাটা মুছে ফেলতে পারেন ও ডিভাইসকে লক করে ফেলতে পারেন।

 

দারুন কাজের এই অ্যাপ্লিকেশনটি West Coast Labs, AV-Comparatives, AV-TEST, PC Security Labs, ও SKD Labs এর মত স্বনামধন্য থার্ড-পার্টি টেস্ট এজেন্সি দ্বারা পরীক্ষিত ও সার্টিফিকেটপ্রাপ্ত।

 

তবে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে যে, এটি অন্যন্য সিকিউরিটি অ্যাপ্লিকেশন যেমন Lookout, NQ Mobile, AVG, ESET, Panda, Antivirus Free, Avast, Trend Micro, McAfee, Norton, Kaspersky, F-secure, Dr.Web, Comodo ইত্যাদির সাথে কনফ্লিক্ট করতে পারে (নাও পারে)।

আশা করি সিকিউরিটি অ্যাপ্লিকেশনটি আপনাদের অনেক কাজে আসবে।

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

ধন্যবাদ তবে আমি Dr.Web ব্যবহার করি.

    @Kaysarul: Dr. Web ও ভাল একটি অ্যাপ্লিকেশন। তবে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। ভাল লাগবে। ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে টিউনটি গুছিয়ে লেখার জন্য আমি কিছুদিন ব্যবহার করছিলাম দারুন আর dr.web ও ভালো কিন্তু cpu বেশি ইউজ করে ।

আমিও Android এর জন্য এন্টিভাইরাস হিসাবে এই 360 Security Apps টি ব্যবহার করি, অন্যান্য Antivirus থেকে এই Apps টি অনেক ভাল আমার দেখা মতে। @ ধন্যবাদ

    @হোছাইন আহম্মদ: আপনাকেও ধন্যবাদ।

এটাডা কই পাবো ডাউনলোড লিংক কোথায়??

    @masternoion@live: লোগোতে অথবা প্রথমে “এই অ্যাপ্লিকেশনটি” লেখায় ক্লিক করুন। ধন্যবাদ।

এটা আমার দেখা মতে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য সেরা এন্টিভাইরাস আপ্লিকেশন। অনেকদিন থেকেই ব্যাবহার করি। বলতে গেলে এর সবগুলো অপশনই ব্যাবহার করা হয় আমার।

    @উল্লাস: @উল্লাস: ঠিক তাই। আমারও প্রিয়। ধন্যবাদ।

Level 2

অদৃশ্য ভাই ……………………………………(অদৃশ্য ধন্যবাদ).

Level 0

khub e valo akta soft amio use korechi………

সবার কমেন্ট দেখে ডাউনলোড দিলাম। কাজ হলে ধন্যবাদ।।।