আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
Android এর মোবাইলে ভিডিও গান শোনার ক্ষেত্রে Mx প্লেয়ার এর জুড়ি নাই, তেমনি পিসিতে অডিও গান শোনার জন্য Windows Media Player এর কোন জুড়ি নেই, তাই আজ আমি ব্যতিক্রম একটি Android Apps এবং ১টি Windows Media Player এর স্ক্রীন নিয়ে হাজির হইলাম, আশা করি আপনাদের ভাল লাগবে!
১। Fv Player: এটি এমন এক Video Player আপনি Computer এর মত, ভিডিও প্লে করে অন্য কাজ করতে পারবনে নিচের মত করে। Download করতে এখানে ক্লিক করুন।
আপনি ইচ্ছা করলে ভিডিও প্লেয়ারটি আপনার ইচ্ছামত রাখতে পারবনে, ভিডিও প্লেয়ার থেকে বাহির হইতে হলে Close বাটনে ক্লিক করুন ।
২। Windows Media Player Screen: এটি এমন এক দারুন এক স্ক্রীন, এখান থেকে ডাউনলোড করে ডাবল ক্লিকে ইন্সটল করুন,
এবার যে কোন গান Play করার সময় Nokia ফোন খোলার সাউন্ড ও শোনাবে আপনাকে, মনে হবে আপনি নোকিয়া মোবাইল চালু করছেন।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ধন্যবাদ সুন্দর টিউনের জন্য ।