নিজেই তৈরি করুন Android ফোন এর জন্য বুট লোগো

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার প্রথম টিউন শুরু করছি । Techtunes এর আমি পুরনো ভিজিটর, কিন্তু এটা আমার প্রথম টিউন । তাই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন । এই পোষ্টে আমি আলোচনা করবো, Android এর জন্য বুট লোগো তৈরি বিষয়ে । তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক...
[বিঃদ্রঃ- এটা Android অ্যাডভান্স ইউজারদের জন্য, তাই নিজ দ্বায়িত্তে কাজটি করবেন]

প্রয়োজনীয় উপকরণঃ-

১- কম্পিউটার
২- Adobe Photoshop বা সমমানের ফটো এডিটিং সফটওয়্যার (পিসি)
৩- Boot Logo Builder সফটওয়্যার (পিসি) "ডাউনলোড লিংক"
৪- একটি logo.bin বা Boot Logo ফাইল "ডাউনলোড লিংক"
৫- Android ফোন (Rooted এবং CWM/TWRP রিকভারি মোড যুক্ত)

কাজের ধারাঃ-

১- প্রথমে কম্পিউটার এর যে কোন ড্রাইভ/ফোল্ডারের মধ্যে Boot Logo.zip ফাইলটি Extract করে রাখুন ।

২- যে ছবিটি কে বুট লোগো হিসেবে দেখতে চান, সেটা Adobe Photoshop বা সমমানের ফটো এডিটিং সফটওয়্যার দিয়ে ওপেন করুন ।
এবার আপনার ফোনের রেজুলেশন অনুযায়ী, ছবিটিকে রিসাইজ করুন (আমার ফোনের রেজুলেশন 540*960 তাই ছবিতে এই রেজুলেশন দেখিয়েছি, আপনি আপনার ফোনের রেজুলেশন অনুযায়ী তৈরি করুন)
এবং ছবিটি img1 নামে PNG ফরম্যাটে সেভ করুন ।

৩- Logo Builder.zip সফটওয়্যারটি Extact করে, LogoBuilder.exe ফাইলটি ওপেন করুন ।
এবং সফটওয়্যারটি ওপেন হলে Create New Project এ ক্লিক করুন ।

৪- Boot Logo.zip এর Extarct করা ফোল্ডার থেকে  logo.bin ফাইলটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করুন ।

৫- নতুন Project এর জন্য একটি নতুন ফোল্ডার সিলেক্ট করে ওকে ক্লিক করুন ( আমি ডেস্কটপে New Logo নামে একটি নতুন ফোল্ডার করে সিলেক্ট করেছি)

৬-  Logo Builder সফটওয়্যারে নিচের ছবির মত আসবে ।
এবার Logo Builder সফটওয়্যারে বাম পাসে নিচের দিকের ফোল্ডার আইকনে ক্লিক করুন ।

৭- যে পেজটি ওপেন হবে সেখানের  img1 ফটো ফাইলটি আপনার পছন্দের রিসাইজ করে রাখা img1 ফটো ফাইলটি দিয়ে রিপ্লেস করুন ।

৮-  img1 ফাইলে আপনার পছন্দের ফটোটি দেখাবে, এবার পেজটি ক্লোজ করুন ।

৯-  Logo Builder সফটওয়ারের প্রথম ফটোটি আপনার কাঙ্ক্ষিত ফটো কিনা নিশিচত হয়ে, নিচের Make বাটনে ক্লিক করুন ।

১০- এবার একটা ম্যাসেজ দেখাবে, আপনার Project এর জন্য সিলেক্ট করা ফোল্ডারে Update.zip নামে ফাইল তৈরি হয়েছে ।

১১- এখন Project এর জন্য সিলেক্ট করা ফোল্ডারে  Update.zip নামে ফাইল পাবেন ।
এবং আপনার বুট লোগো তৈরি সম্পূর্ণ হয়েছে ।

১২- এবার ফোনে ইন্সটল এর পালা...
Update.zip ফাইলটি Android ফোনের SD কার্ডে কপি করুন ।
এবং CWM/TWRP রিকভারি মোড থেকে Update.zip ইন্সটল করুন ।
ফোন রিবুট করে দেখুন বুট লোগোতে আপনার কংখিত ফোটটি শো করছে ।
(যদি পুরনো বুট লোগোটিও শো করে তাহলে, Root Ex-> System-> Midia-> Images থেকে boot_logo ফাইলটির ব্যাকআপ রেখে ডিলিট করে দিন)

আবারও বলছি এটা আমার প্রথম টিউন তাই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টি তে দেখবেন ।
এবং আপনাদের উৎসাহই আমাকে পরবর্তীতে ভালো টিউন উপহার দেবার অনুপ্রেরণা যোগাবে ।

কোন সমস্যা হলে কমেন্ট করবেন অথবা ফেসবুকেও যোগাযোগ করতে পারেন । ফেসবুকে আমি

Level 0

আমি Moyin Emon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Moyin Hossain Emon । বর্তমানে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি । ছোট বেলা থেকেই কম্পিউটার, ইনটারনেট, মোবাইল এবং প্রযুক্তি সম্পৃক্ত বিষয় গুলোর উপর আনেক আগ্রহ আমার । তাই বেশির ভাগ সময় প্রজুক্তির সাথেই থাকি, আর সব সময় নতুন কিছু শেখার, নতুন কিছু পাওয়ার নেশায় থাকি । আল্লাহর রহমতে, বাকি...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর হয়েছে, স্বাগতম টিটিতে @ ধন্যবাদ

    @হোছাইন আহম্মদ: আপনাকেও অনেক ধন্যবাদ ।

Level 0

Thanks vai, but samsung a ami partesina. karon okhane zip file nayna okhane qmg file nay. kivabe bootsung.qmg file make korbo?

    @আপন: আপনাকেও ধন্যবাদ।
    এবং পরবর্তীতে পারলে, আপনার এই বিষয়ে লিখতে চেষ্টা করবো।

NICE TUNE

Level 0

Nice tune. Go ahad

    Level 0

    @monir99: অনেক ধন্যবাদ আপনাকে ।