আসক্তি চান গেমে? Minigore 2 Zombies খেলে দেখেন কেমন অস্তির গেমস {Android}

Minigore 2 Zombies গেমটা অস্তির একটা গেমস।

গেমের মধ্যে ৫/৬ টা ক্যারেকটার থাকে। এদের নিজস্ব Power থাকে আলাদা আলাদা। খেলা শুরু হয়  Night 1 দিয়ে। প্রথমে কম Zombi আসতে থাকে । এক সময় অঝোরে আসতে থাকে। প্রতিটা Zombi এর থাকে আলাদা আলাদা পাওয়ার। বড় বড় কতগুলো দানব মাঝে মাঝে আসে। আপনাকে খেলার মাঝখানে গ্রেনড Lanchuer দিবে, মেশিন গান, শর্ট গান  সহ চাপাতি, চাকু, হাতুরি ইত্যাদি দিবে। ৩ টা লাভ থাকে । মজার ব্যাপার হলো এগুলো Regenerate হয় তখন যখন আপনি Zombi এর মাইর খাওয়া ছাড়া থাকতে পারবেন কিছুক্খন।

পুরো গেমে Zombi মারতে মারতে আপনার Level Up হবে পাশাপাশি Night 2,3,4 যেতে থাকবেন। কয়েন দিয়ে আপনাকে ক্যারেন্টার, ওয়াপন আপড়্রেড করতে  হবে। স্টেজগুলিও স্বপ্ল দামে কিনতে পারবেন।

অটো Aim সিস্টেম।

শুধু ৫১২ Ram হলেই অনায়াসে গেমটি খেলতে পারবেন।

Some DetDeveloper: Mountain Sheep
Price: $1.99

Version Reviewed: 1.0

Device Reviewed

Graphics / Sound Rating: ★★★★☆

Game Controls Rating: ★★★½☆
Gameplay Rating: ★★★½☆
Replay Value Rating: ★★★½☆

Overall Rating: ★★★½☆

ফ্রি ডাউনলোড করুন : Multi Link   49 মেগাবাইট।

http://vk.com/doc224895657_266895782?hash=d37566c93fd56e01fb&dl=c27befb5c3d41e9e08

ভালো থাকবেন।

সৌজন্যে : App Galaxy

Level 0

আমি আরিফুর আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 586 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু না, পিসি নিয়ে সারাদিন ঘাটি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ সুন্দর টিউনের জন্য ।

Me Too.

প্রিয় টিউনার,

টেকটিউনস নীতিমালা ১.১৩ অনুযায়ী – টিউন করে ডাউনলোড করার জন্য নিজের ব্লগে বা অন্য কোন ব্লগের ঠিকানা দেওয়া যাবে না। ডাউনলোডের জন্য নীতিমালা ১.১৬ মেনে প্রয়োজনীয় লিংক টিউন অবস্থান করতে হবে। প্রয়োজনে টিউনের মধ্যে “আমার ব্লগ বা সৌজনে” উল্লেখ করে সাক্ষার হিসেবে নিজের ব্লগের লিংক দেওয়া যাবে।

এবং টেকটিউনস নীতিমালা ১.১৫ অনুযায়ী – টিউনে এমন কোন লিংক, সাইট ও ব্লগের ঠিকানা ও লিংক ব্যবহার করা যাবে না যাতে এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক বা এফিলিয়েট ফাইল হোস্টের লিংক অবস্থান করে।

আপনি টিউনে উভয় নিতিমালা ভঙ্গ করেছেন।

কোন সফটওয়্যার, স্মার্টফোন অ্যাপস, গেমস এর ডাউনলোডের জন্য প্রয়োজনীয় লিংক টিউনে অবস্থান করতে হবে। সফটওয়্যার, স্মার্টফোন অ্যাপস, গেমস এর নিজেস্ব ওয়েবসাইট বা প্রডাক্টপাতা ডাউনলোড লিংক দিতে হবে। অথবা সফটওয়্যার, স্মার্টফোন অ্যাপস, গেমস এর নির্মাতা বা নির্মাতা প্রতিষ্ঠান দ্বারা সাবমিট কৃত মার্কেটপ্লেস বা ডাউনলোড এর ঠিকানা দিতে হবে।

আপনার সাইটের লিংক দেবার জন্য টিউনের নিচে ব্লককোট করে “সৌজন্যে:” লিখে সাইটের লিংক দিন। উদাহরণ সরূপ এই টিউনটি ://www.techtunes.io/internet/tune-id/188009 লক্ষ করুন। টিউডার ও টিউজিটরদের কোন প্রকার অযাচিত আকৃষ্ট না করে টিউনের শেষে; নিচে কীভাবে ব্লককোট করে “সৌজনে:” লিখে লিংক দেয়া হয়েছে। এতে আপনার টিউনের টিউডার ও টিউজিটরা আপনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে।

টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনসকমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।

অশেষ ধন্যবাদ। ভুল শুধরে দেওয়ার জন্য। সামনে সর্তক থাকার চেষ্টা করবো।।।