বেশ কিছু দিন আগে রিলিস হল ওয়াল্টনের সুপার এক্সক্লুসিভ স্মার্ট ফোন প্রিমো গার্ল ফ্রেন্ড ( প্রিমো জি এফ ) । যখন এই স্মার্ট ফোনটি বাজারে আসে তখন এই স্মার্টফোনকে নিয়ে শুরু হয় নানা জলপনা কল্পনা । কি আছে এই স্মার্ট ফোনে , কেন এর মডেল নাম করা হল প্রিমো জি এফ, ইত্যাদি নানা রকমের নানান ধাচের প্রশ্ন । আপনাদের এই স্মার্ট ফোণ সম্পর্কে সব জল্পনা কল্পনার ও নানা প্রশ্নের উত্তর দিতে এবার আমি নিয়ে আসলাম ওয়াল্টন প্রিমো জি এফ এর হ্যান্ডস অন রিভিউ । তবে আসুন দেখে নেই এক ঝলকে কি কি আছে এই ফোনের ভিতরে
বরাবরের মত আমরা প্রথমেই প্রিমো জি এফ এর হার্ডওয়ার কনফিগারেশন সম্পর্কে আপনাদের জানাব ,
সিপিইউ বা প্রসেসর - ওয়াল্টন প্রিমো জি এফ এ রয়েছে শক্তি শালী ১.৩ গিগা হার্জের কোয়ারড কোর প্রসেসর , এর ক্লক স্পিড ১২৮০ মেগা হার্জ । এবং এটা চার কোরেরর একটা স্মার্ট ফোণ তবে এই স্মার্ট ফোনে ৫১২ মেগা বাইট র্যাম ব্যাবহারের কারনে ১.৩ গিগা হার্জের আসল মজা আপনি পাবেন না ।
জিপি ইউ বা গ্রাফিক্স - ওয়াল্টন প্রিমো জি এফ এ রয়েছে মেইল ৪০০ জিপি ইউ , এই জিপি ইউ তে আপনি মোটামুটি প্রায় সব ধরনের এইচডি গেমস খেলতে পারবেন ।
সেন্সর - ওয়াল্টনের এই স্মার্ট ফোনে প্রায় সব ধরনের সেন্সরই রয়েছে যেমন Accelerometer, gyro, proximity, compass, Light, Orientation । এর ভিতরে আমি কম্পস সেন্সরে কাজ করেছি আমার কাছে তেমন সুভিধার বলে মন হয় নি ।
অপারেটিং সিস্টেম - ওয়াল্টনের এই স্মার্ট ফোনে ব্যাবহার করা হয়েছে এন্ডয়েড ৪.২.২ জেলি বিন ।
মেমরি - ওয়াল্টন প্রিমো জি এফ এ রয়েছে ৫১২ মেগা বাইট র্যাম , ৪ গিগা র্যাম এর ভিতরে ১ গিগা বাইটের মত আপনি ইন্টারনাল এসডি কার্ড হিসেভে পাবেন ও ২ গিগার মত এপস ইন্সটল করার জন্য পাবেন । আর অনান্য স্মার্ট ফোনের মত এই স্মার্ট ফোনেও আপনি ৩২ গিগা বাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করতে পারবেন ।
ডিসপ্লে - এই স্মার্ট ফোনে রয়েছে ৪.৩ ইঞ্চি WVGA ক্যাপাসিটিভ টাচ স্কিন যা কিনা ১৬.৭ মিলিয়ন কালার সাপোর্ট করতে সক্ষম, এর ডিসপ্লে এর রেজুলেশন 480×800 পিক্সলে , এবং এ ডিসপ্লে মাল্টিটাচ সাপোর্ট করতে সক্ষম । একটা কথা বলে রাখি এই স্মার্ট ফোনে ডিসপ্লে এর প্রটেকশনের জন্য কিছু ব্যবহার করা হয়নি ।
ক্যামেরা ও ভিডিও - ওয়াল্টন প্রিমো জি এফ এ ব্যাবহার করা হয়েছে ৮ মেগা পিক্সেল এর ক্যামেরা যদি ও অফিসিয়াল ভাবে বলা হয়েছে ৫ মেগা পিক্সেল , এর আই এস ও স্পিড ১৬০০, এর ক্যামেরা কোয়ালিটি একে বারে ভাল ও না আবার খারাপ ও না , এতে এল ই ডি ফ্লাস লাইট ব্যাবহার করা হয়েছে তবে এর ফ্লাস লাইট অনান্য চায়না স্মার্ট ফোন যেমন সিম্ফনির থেকে ভাল আলো দেয় । এর সামনের ক্যামেরা বেশি ভাল না তবে ভিডিও ফোনর জন্য উত্তম । নিচে এর ক্যামেরায় তোলা কয়টা ছবি দিলাম । আর সব ছবি ই রাতে তোলা মানে টিউব লাইটের আলোতে তবে দিনের আলোয় এর থেকে ভাল মানের ছবি হবে ।
রাতে তোলা
আমাদের ভার্সিটির ক্লাসে বসে তোলা ( আমার ফ্রেন্ড এর কাছ থেকে এই স্মার্ট ফোনের রিভিউ পেয়েছি )
আর এই স্মার্ট ফোনের ভিডি ও কোয়লিটি ও বেশ ভাল বলে মনে হয়েছে আপনি এর সাহাজ্যে আপনি ১০৮০ পিক্সেল এ ভিডি ও রেকর্ড করতে পারবেন ।
ইউজার ইন্টারফেস - এর ইউজার ইন্টারফেসে বেশ চেঞ্জ আনা হয়েছে এটার এন্ডয়েড কে কাস্টমাইজ করে আরো স্মার্ট লুকিং করা হয়েছে
হোম স্কিন
মেনু ইন্টারফেস
গ্যালারি ইন্টারফেস
মিউজিক প্লেয়ার ইন্টারফেস
নোটিফিকেশন ইন্টারফেস
এই স্মার্ট ফোনে ৪ টি থিমস বিল্ট ইন করা আছে আপনি চাইলে আপনার পছন্দ মত থিমস নেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন । আর এই স্মার্ট ফোনে কালারস নামের একটা মেনু আছে যেখান থেকে আপনি চাইলে খুব সহজেই ওয়ালপেপার , থিমস ও স্কিন ইফেক্ট চেঞ্জ করতে পারবেন ।
বডি কোয়ালিটি ও ডিজাইন - ওয়াল্টন প্রিমো জিএফ বর্তমানে দুইটা রং এ বাজারে পাওয়া যাচ্ছে , সাদা ও কালো, তবে আমার মনে হয় কালোর থেকে সাদা রঙটাই দেখতে বেশ আকর্ষণীয় ও স্মার্ট ।
আপনি যখন এই স্মার্ট ফোন কিনবেন তখন এর সাথে একটা ব্যাক পার্ট ফ্রী পাবেন ।
এই স্মার্ট ফোনের ১২৮.৩ মিলিমিটার উচ্চতা ৬৮ মিলিমিটার প্রস্থতা, ও ১১.১ মিলিমিটার পুরত্ত এর জন্য সব দিক ভাল হলেও এই স্মার্ট ফোনটা স্লিম বলে আপনার কাছে মনে হবে না তবে এর বডি সেপিং এমন ভাবে দেয়া হয়েছে যে যখন আপনি হাতে নিবেন তখন বেশ স্লিম বলেই মনে হবে ।
তবে এর স্মার্ট ফোনের পিছন দিকটা দেখতে ভাল
ডাটা কানেকশন - এই স্মার্ট ফোনে ২জি , ৩ জি, ওয়াইফাই, ব্লু টুথ সাপোর্ট করে। ভিডিও কল সাপোর্ট করে । ওয়ালটনের অনান্য স্মার্ট ফোনের মত এই স্মার্ট ফোনটিও ডুয়েস সিম ডুয়েল স্টান্ড বাই ।
ব্যাটারি - এই স্মার্ট ফোনে ব্যাবহার করা হয়েছে ১৭০০ মিলি এম্পিয়ারের লি আয়ন ব্যাটারি । ওয়ালন্টন প্রিমো জি এফ এর ভিতরে বিল্ট ইন ব্যাটারি সেভ এপস দেয়া আছে এর জন্য এই স্মার্ট ফোণের ব্যাটারি পারফমেন্স বেশ ভাল পাওয়া যেতে পারে । এই ব্যাটারির স্টান্ড বাই টাইল ২২০ ঘন্টা, ৬ ঘন্টা টানা কথা বলতে পারবেন, ১১ ঘন্টা পর্যন্ত মিউজিক শুনতে পারবেন , ৫ ঘন্টা ভিডিও ও ৪ ঘন্টার মত নেট ব্রাউজিং করতে পারবেন ।
মুল্য - এই স্মার্ট ফোনের বাজার মুল্য ৯,৫৯০/- টাকা ।
শেষ কথা - ওয়াল্টন প্রিমো জি এফ হল কম দামের ভিতরে একটা আকর্ষণীয় কোয়ারড কোরের স্মার্ট ফোন , এই ফোনটা দেখতে সুন্দর আর ওভার অল পারফমেন্স ও সুন্দর , তবে র্যাম কম হবার কারনে আপনি কোয়ারড কোরের আসল মজা পাবেন না ।
আরো অনেক কিছু লিখতাম কিন্তু সময় সল্পতার কারনে পারলাম না ।
আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Price thik koren.. etar price 8690TK..