ওয়াল্টন জি এইচ হল কম দামের ভিতরে একটা ভাল মানের স্মার্ট ফোন, এই ফোনের বিশেষ ফিচার হল এতে রয়েছে ১.৩ গিগা হার্জের কোয়ারড কোর প্রসেসর ও পাচ ইঞ্চি ডিসপ্লে। আসুন এক ঝলকে দেখে নেই এই ফোনের ফিচার গুলি
অপারেটিং সিস্টেম – ওয়াল্টোন প্রিমো জি এইচ এ দেয়া আছে এন্ডয়েড ৪.২.২ জেলি বিন এর লেটেস্ট ভার্শন।
সিপিইউ - ওয়াল্টন প্রিমো জি এইচ এ দেয়া আছে ১.৩ গিগা হার্জের কোয়ারড কোর প্রসেসর (চার কোরের প্রসেসর)। এর ক্লক স্পিড বেশি তবে এই স্মার্ট ফোনে ৫১২ মেগা বাইট র্যাম দেবার কারনে কোয়ারড কোরের আসল মজা পাবেন না।
জিপি ইউ – ওয়াল্টনের এই স্মার্ট ফোনে দেয়া আছে মেইল ৪০০ জিপি ইউ, এটি একটি মধ্যম মানের জিপি ইউ, তাই আপনি অনায়েসে প্রায় সব ধরনের এইচ ডি গেমস খেলতে পারবেন, এখানে আর একটা কথা বলে রাখি বর্তমানের বাংলাদেশের সব কম দামের স্মার্টফোনে এই জিপিইউ ব্যবহার করা হয়।
মেমরি – ওয়াল্টন প্রিমো জি এইচ এ আছে ৫১২ মেগা বাইট র্যাম, ও ৪ গিগা বাইট ইন্টারনাল মেমরি। আপনি এই স্মার্ট ফোনে ৩২ গিগা বাইট পর্যন্ত মেমরি বারিয়ে নিতে পারবেন।
ক্যামেরা ও ভিডিও কোয়ালিটি – ওয়াল্টন প্রিমো জি এইচ এ রয়েছে ৮ মেগা পিক্সেল ক্যামেরা যদি ও অফিসিয়াল ভাবে বলা হয়েছে এর ক্যামেরা পাচ মেগা পিক্সেল। নিচে এর একটা স্কিন শর্ট দিলাম
আপনি এর সাহাজ্যে ৩২৬৪ ২৪৪৮ পিক্সেল রেজুলেশনে ছবি তুলতে পারবেন এর সামনে দেয়া আছে ২ মেগা পিক্সেল এর ক্যামেরা। এর ক্যামেরার একটা বিশেষ ফিচার হল এটায় বি এস আর সেন্সর দেয়া আছে আর এই সেন্সরের জন্য আপনি কম আলোতে বেশ ভালো মানের ছবি তুলতে পারবেন এর ক্যামেরা কোয়ালিটি ও বেশ ভালো নিচে এর ক্যামেরায় তোলা এক্তা ছবি দিলাম
এর ফ্লাসের মান ও ভালো আমার কাছে এর ফ্ল্যাশ কোয়ালিটি বেশ ভাল বলেই মনে হয়েছে। এর ক্যামেরায় বিল্ট ইন কিছু ফিচার আর ইফেক্ট দেয়া আছে যেমন ডুয়াল শর্ট, প্যানোমা, এইচ ডি আর, আর একটা কথা এর ক্যামেরার সাহাজ্যে আপনি QR Code স্কান করতে পারবেন।এর ক্যামেরার সাহাজ্য ১০৮০ পিক্সেল এর এইচ ডি ভিডিও করতে পারবেন এর ভিডিও কোয়ালিটি ভাল।
বডি কোয়ালিটি ও ইউজার ইন্টারফেস -
ওয়াল্টন প্রিমো জি এইচ এর বডি ও ডিজাইন কোয়ালিটি বেশ ভাল তবে এর সামনের দিকে লেখা আছে Primo GH যেটা অনেকে পছন্দ নাও করতে পারে।
আর এই ফোনের সাইজ হল ১৪৭ মিলিমিটার উচ্চতা, ৭৫ মিলিমিটার প্রস্থ ও ৯.৯ মিলিমিটার পুরত্ত,আর ওজন হল ১৭৩ গ্রাম।
তবে এটা দেখতে আরো স্লিম লাগে কারন এর ব্যাক শেপিং এর জন্য এর পিছনটা দেখতেও বেশ আকর্ষণীয়।
ওয়াল্টন প্রিমো জি এইচ এর ইন্টারফেস এ অনেক পরিবর্তন আনা হয়েছে এটা দেখতে অনেকটা গো লাঞ্চার উইন্ডোজ ৮ এর থিমস এর মত
এর ভিতরে বিল্ট ইন ৪ টা থিমস দেয়া আছে আপনি ইচ্ছে করলে যেটা খুশি সেটা ব্যবহার করতে পারবেন
এই স্মার্ট ফোনে নেক্সট লাঞ্চারের মত ওয়ান হ্যান্ড বা সর্ট কার্ট অপশন আছে যেখান থেকে আপনি ইচ্ছে করলে ফোন, মিউজিক, মেসেজ, ক্যামেরা ইত্যাদি ফাংশন এ যেতে পারবেন।
এর মিউজিক প্লেয়ারটাও বেশ সুন্দর ও স্মার্ট।
ডিসপ্লে – এর ডিসপ্লে হল ৫ ইঞ্চি 854×480 পিক্সেল রেজুলেশন, এর ডিসপ্লে মোটামুটি ভালই বলা যায়।
নেটওয়ার্ক ও ডাটা কানেকশন -
ওয়াল্টন প্রিমো জি এইচ এ আছে ২জি, ৩জি, ওয়াইফাই, ব্লু টুথ, জিপি আর এস ও ইডিএজ সুভিধা। আপনি এই স্মার্ট ফোন ব্যবহার করে সহজেই ভিডীও কল করতে পারবেন। আর এই স্মার্ট ফোনে আপনি ওটিজি ক্যাবল ব্যবহার করতে পারবেন এর সাহাজ্যে আপনি ব্যবহার করতে পারবেন মাউস ও কী বোর্ড। ওয়াল্টনের অনান্য স্মার্ট ফোনের মত এই ফোনেও আপনি ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন। আরো আছে জি পি এস সুভিধা, রেডীও ইত্যাদি।
বেঞ্চমারক – এর বেঞ্চ মার্ক হল ১৭০০০ হাজার।
ব্যাটারি – ওয়াল্টন প্রিমো জি এইচ এ ব্যবহার করা হয়েছে ২২০০ মিলি এম্পিয়ার ব্যাটারি এর স্টান্ড বাই টাইম হল ২২০ ঘন্টা। অর্থাৎ আপনি অনায়েসে এক দিন ধুমছে ব্যবহার করতে পারবেন।
স্পেশাল ফিচার – এই স্মার্ট ফোনে কিছু স্মার্ট ফিচার যুক্ত করা হয়েছে যেমন
- এয়ার সাফার মিউজিক, এফ এম রেডিও, ইমেজ ক্যামেরা (অর্থাৎ আপনি ডিসপ্লেতে টাচ না করে এর উপর দিয়ে হাত নিতে গেলেও মিউজিক, ইমেজ চেঞ্জ হয়ে যাবে)
- ঝাকি দিলে বা সুইং করলে অটো ফোন রিসিভ হয়ে যাবে
- ঝাকি দিলে গান চেঞ্জ হয়ে যাবে।
- ভয়েস কন্ট্রোল ফোন, ক্যামেরা, এলারাম।
মুল্য – ওয়াল্টন প্রিমো জি এইচ এর দাম ধরা হয়েছে ৯,৯৯০/- টাকা।
শেষ কথা - ওয়াল্টন প্রিমো জি এইচ হল কম দামের ভিতরে একট মোটামুটি ভাল মানের স্মার্ট ফোন, এতে কোয়ারড কোর প্রসেসর দেয়া থাকলেও ৫১২ র্যাম ও মেইল ৪০০ জিপি ইউ থাকার কারনে আপনি এই ফোন আসল কোয়ারড কোর ফোন ব্যবহারের মজা পাবেন না। তবে এর ক্যামেরাটা আমার কাছে ভাল বলে হয়েছে। ওভার অল একটা কম দামের ভিতরে একটা মধ্যম মানের স্মার্ট ফোণ
আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জয় হোক ওয়াল্টনের…এগিয়ে যাক বাংলাদেশ