কার্বন মোবাইল হল আমাদের পাশের দেশের একটা ভাল ব্রান্ডের স্মার্ট ফোন, তারা এ দেশে তেমন জনপ্রিয় নয়া হলেও ইন্ডিয়াতে অনেক জনপ্রিয় , তারা এবার ঘোষণা দিল যে তারা বাজারে ডুয়েল অপারেটিং সিস্টেমের স্মার্ট ফোন নিয়ে আসবে এবং এর অপারেটিং সিস্টেম হবে বর্তমান সময়ের জনপ্রিয় দুটি অপারেটিং সিস্টেম এন্ডয়েড ও উইন্ডোজ , তবে এই স্মার্ট ফোন এন্ডয়েড ও উইন্ডোজ অপারেটিং
সিস্টেম এর কত ভার্শন ব্যাবহার করা হবে তা জানা যায় নি , কার্বনের আগে গ্রিকস ফোন
প্রথম ঘোষনা দেয় যে তারা ডুয়েল অপারেটিং সিস্টেম এর স্মার্ট ফোন বাজারে নিয়ে আসবে এবং এর অপারেটিং সিস্টেম হবে এন্ডয়েড ও ফায়ারফক্স , এবং এর মুল্য হবে ২২২ ইউরো এই ফোনের ফিচার দেখতে চাইলে এখানে ক্লিক করুন
তবে কার্বন মোবাইল এখন পর্যন্ত তাদের আপকামিং এই ডুয়েল স্মার্ট ফোনের ফিচার সম্পর্কে কিছু জানায় নি তারা বলেছে যে এই ফোন জুন মাসের মাঝামাঝি বাজারে পাওয়া যাবে , এখন তারা তাদের স্মার্ট ফোনে উইন্ডোজ অপারেটিং সিস্টেম দেবার জন্য মাইক্রোসফটের সাথে একটা চুক্তি সাক্ষর করেছে , তবে এখন দেখার ব্যাপার কত টা জনপ্রিয় হয় এই ডুয়েল অপারেটিং সিস্টেম এর স্মার্ট ফোন ।
আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।