অনেক আগে থেকে বেশ গুঞ্জন শোনা যাচ্ছিল যে নকিয়া এন্ডয়েড ফোন নিয়ে আসতেছে । কিন্তু এই বার এই গুঞ্জন সত্যি হয়ে গেল , নকিয়া এবার নিয়ে আসল তাদের অফিসিয়াল তিনটি এন্ডয়েড স্মার্ট ফোন নকিয়া এক্স, নকিয়া এক্স প্লাস, নকিয়া এক্স এল । তবে এর এ ডিভাইস গুগলের সার্টিফিকেট ধারি নয় তাই এর একটা হ্যান্ডসেটে ও গুগলের গুগল প্লে স্টোর, জিমেইল, গুগল ক্রোম চলবে না বা সাপোর্ট করবে না । তবে নকিয়া ও মাইক্রো সফট মিলে তাদের এই এন্ডয়েড ডিভাইসের জন্য নিজস্ব আপস স্টোর বানানোর কথা ভাবছে । এই সেট ব্যাবহার কারিরা তাদের পছন্দের এপস যে কোন পছন্দের এপস ব্যাবহার করতে পারবে।
নকিয়া এক্স এবং এক্স প্লাসে একই মানের চিপসেট ব্যাবহার করা হয়েছে, ১ গিগা হার্জের ডুয়াল কোর প্রসেসর, ৭৬৮ মেগা বাইট র্যাম এবং নকিয়া এক্স এ ব্যাবহার কর হয়েছে মাত্র ৫১২ মেগা বাইট র্যাম ।
ভিডিও নকিয়া এক্স, এক্স প্লাস, এক্স এল
অফিসিয়াল ভিডিও নকিয়া এক্স ম এক্স এল , এক্স প্লাস
প্রথমে শেয়ার করব নকিয়া এক্স এর হ্যান্ডস অন
স্পেসেফিকেশন -
অপারেটিং সিস্টেম - নোকিয়া এক্স এ ব্যাবহার করা হয়েছে এন্ডয়েডের সব থেকে লেটেস্ট ভার্সন কিটক্যাট ৪.৪.২ । যা আপনাকে দিবে এন্ডয়েড ডিভাই ব্যাবহারে নতুন এক অভিজ্ঞতা ।
প্রসেসর – নকিয়া এক্স এ ব্যাবহার করা হয়েছে ১ গিগা হাজের ডুয়াল কোর স্নাপ ড্রাগনের এস ৪ প্রসেসর যা আপনাকে দিবে দ্রুত কাজ করা নিশ্চয়তা ।
জিপি ইউ – নকিয়া এক্স এ আছে এডনো ২০৩ জিপি ইউ। এর সাহাজ্যে আপনি প্রায় সব ধরনের এইচডি গেমস খেলতে পারবেন ।
ডিসপ্লে – চার ইঞ্চি এল সি ডি আই পি এস ডিসপ্লে আপনাকে দিবে স্মার্ট ফোন ব্যাবহারে নতুন এক এক্সপেরিয়ান্স । এর ডিসপ্লে এর রেজুলেশন 480 x 800 পিক্সেল ২৩৩ পিপি আই । এর ব্রাইটনেস ও কালার ভাল মানের ।
বডি – নকিয়া এক্স এর বডি কোয়ালিটি বেশ ভালো , উজ্জ্বল রং এর হওয়ায় এই সেট যে কারো মন ও নজর কারতে সক্ষম । এর বডি উন্নত মানের প্লাস্টিক দিয়ে বানানো । এর পিছনের দিকে রাবারের প্রলেপ থাকায় পিছনের দিকটা দেখতে আকর্ষণীয় ও স্কাচ পরার সম্ভাবনা ও কম । এই ফোন পাবেন ৫ কালারে লাল, সবুজ, হলুদ, কাল, ও সাদা রঙ এ ।
ইউজার ইন্টারফেস – এই সেট এ দেয়া এন্ডয়েড কে কাস্টমাইজেশন করে উইন্ডোজ ৮ এর মত করা হয়েছে যা আপনারা নিচে দেখতে পাচ্ছেন ।
মেমরি – নকিয়া এক্স এ ব্যাবহার করা হয়েছে ৫১২ মেগা বাইট র্যাম, ৪ গিগা রম । আপনি এই সেট এ ৩২ গিগা পর্যন্ত মাইক্রো এস ডি কার্ড ব্যাবহার করতে পারবেন।
ক্যামেরা ও ভিডিও – এই সেট এ দেয়া আছে ৩.১৫ মেগা পিক্সেল ক্যামেরা এর সাহাজ্য আপনি২০১৬x১৩৫৬ পিক্সল রেজুলেশন ছবি 420p@30fps এ ভিডি ও করতে পারবেন . এই সেট এর সামনে কোন ক্যামেরা নেই এবং এল ই ডি ফ্লাস ও নেই ।
ডাটা কানেকশন ও নেটওয়ার্ক - নকিয়া এক্স এ আছে ২জি ও ৩ জি , তবে ৩ জি ব্যাবহার করে ফোন করতে পারবেন না কারন এর সামনে কোন ক্যামেরা নেই । আছে ব্লু টুথ , ওয়াইফাই, জিপি আর এস , ই ডি এজ সুভিধা । আপনি এই সেটে ডুয়েল সিম ব্যাবহার করতে পারবেন ।
ব্যাটারি – নকিয়া এক্স এ ব্যাবহার করা হয়েছে ১৫০০ মিলি এম্পিয়ার লি আয়ন ব্যাটারি এবং এর জন্য আপনি অনায়েসে ১০ ঘন্টা পর্যন্ত কথা বলতে পারবেন , ২৬ ঘন্টা পর্যন্ত মিউজিক শুনতে পারবেন্ ৮ ঘন্টা পর্যন্ত এক টানা ভিডিও দেখতে পারবেন ।
বেঞ্চমারক – এর অনতুত বেঞ্চ মার্ক হতে পারে ৯০০০ হাজারের কাছাকাছি ।
মুল্য – এই সেট এর অফিসিয়াল দাম হল ১১০ ইউরো ধরা হয়েছে যা বাংলাদেশি টাকায় প্রায় ১১০০০/- হাজারের মত ।
কবে আসবে বাজারে – এটা ফ্রেবুয়ারিস্র শেষের দিকে বাজারে ছাড়া হবে , তবে বাংলাদেশে পেতে এক মাসের মত লাগতে পারে ।
বিশেষ ফিচার - আর এই সেট এর সব থেকে বড় আকর্ষণ হল আপনি এই সেট এ পাবেন এন্ডয়েড এর সব থেকে লেটেস্ট ভার্সন কিটক্যাটের স্বাদ , আর এতে এন্ডয়েড কাস্টমাইজেশন দেয়ার কারনে আপনি এন্ডয়েড ও উইন্ডোজের একটা আলাদা মিক্সিং মজা পাবেন ।
শেষ কথা – নকিয়া এক্স হল কমা দামের ভিতরে মোটামুটি কনফিগারেশনের একটা এন্ডয়েড হ্যান্ড সেট , এই সেটের সব থেকে বড় অসুভিধা হল আপনি এতে গুগলের প্লে স্টোর, জিমেইল, ক্রোম বাউজার ব্যাবহার করতে পারবেন না । তবে এ ছাড়া যে কোন এন্ডয়েড এপস ইচ্ছা মত নেট থেকে ডাউনলোড দিয়ে ব্যাবহার করতে পারবেন ।
আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব চেয়ে বাস খাওয়ার মত কথা হল , এইটাতে গূগল প্লে স্টোর ইউস করা জাইব না 😀