হ্যান্ডস অন নকিয়া এক্স এন্ডয়েড দাম ১১০০০/-

অনেক আগে থেকে বেশ গুঞ্জন শোনা যাচ্ছিল যে নকিয়া এন্ডয়েড ফোন নিয়ে আসতেছে । কিন্তু এই বার এই গুঞ্জন সত্যি হয়ে গেল , নকিয়া এবার নিয়ে আসল তাদের অফিসিয়াল তিনটি এন্ডয়েড স্মার্ট ফোন নকিয়া এক্স, নকিয়া এক্স প্লাসনকিয়া এক্স এল । তবে এর এ ডিভাইস গুগলের সার্টিফিকেট ধারি নয় তাই এর একটা হ্যান্ডসেটে ও গুগলের গুগল প্লে স্টোর, জিমেইল, গুগল ক্রোম  চলবে না বা সাপোর্ট করবে না । তবে নকিয়া ও মাইক্রো সফট মিলে তাদের এই এন্ডয়েড ডিভাইসের জন্য নিজস্ব আপস স্টোর বানানোর কথা ভাবছে । এই সেট ব্যাবহার কারিরা তাদের পছন্দের এপস যে কোন পছন্দের এপস ব্যাবহার করতে পারবে।

নোকয়া এক্স, এক্স প্লাস

নকিয়া এক্স এবং এক্স প্লাসে একই মানের চিপসেট ব্যাবহার করা হয়েছে, ১ গিগা হার্জের ডুয়াল কোর প্রসেসর, ৭৬৮ মেগা বাইট র‍্যাম এবং নকিয়া এক্স এ ব্যাবহার কর হয়েছে মাত্র ৫১২ মেগা বাইট র‍্যাম ।

ভিডিও নকিয়া এক্স, এক্স প্লাস, এক্স এল 

অফিসিয়াল ভিডিও নকিয়া এক্স ম এক্স এল , এক্স প্লাস

নকিয়া এক্স হ্যন্ডস অন -

প্রথমে শেয়ার করব নকিয়া এক্স এর হ্যান্ডস অন

স্পেসেফিকেশন -

  • Brand – Nokia
  • Model – X
  • OS – Android 4.4.2 KitKat
  • CPU –  1 GHz Dual Core
  • GPU – Adreno 203
  • RAM – 512 MB
  • Display – 4.0 inches IPS LCD Capacitive touchscreen
  • Camera – 3.15 MP
  • Statue – Coming Soon…
  • Price – 11,500/- BDT
  • Price in USD Dollar – 145$ USD
  • Price in Euro – 110 Euro

অপারেটিং সিস্টেম -  নোকিয়া এক্স এ ব্যাবহার করা হয়েছে এন্ডয়েডের সব থেকে লেটেস্ট ভার্সন কিটক্যাট ৪.৪.২ । যা আপনাকে দিবে এন্ডয়েড ডিভাই ব্যাবহারে নতুন এক অভিজ্ঞতা ।

প্রসেসর – নকিয়া এক্স এ ব্যাবহার করা হয়েছে ১ গিগা হাজের ডুয়াল কোর স্নাপ ড্রাগনের এস ৪ প্রসেসর যা আপনাকে দিবে দ্রুত কাজ করা নিশ্চয়তা ।

জিপি ইউ – নকিয়া এক্স এ আছে এডনো ২০৩ জিপি ইউ। এর সাহাজ্যে আপনি প্রায় সব ধরনের এইচডি গেমস খেলতে পারবেন ।

ডিসপ্লে – চার ইঞ্চি এল সি ডি আই পি এস ডিসপ্লে আপনাকে দিবে স্মার্ট ফোন ব্যাবহারে নতুন এক এক্সপেরিয়ান্স । এর ডিসপ্লে এর রেজুলেশন 480 x 800 পিক্সেল  ২৩৩ পিপি আই । এর ব্রাইটনেস ও কালার ভাল মানের ।

বডি – নকিয়া এক্স এর বডি কোয়ালিটি বেশ ভালো , উজ্জ্বল রং এর হওয়ায় এই সেট যে কারো মন ও নজর কারতে সক্ষম । এর বডি উন্নত মানের প্লাস্টিক দিয়ে বানানো । এর পিছনের দিকে রাবারের প্রলেপ থাকায় পিছনের দিকটা দেখতে আকর্ষণীয় ও স্কাচ পরার সম্ভাবনা ও কম । এই ফোন পাবেন ৫ কালারে লাল, সবুজ, হলুদ, কাল, ও সাদা রঙ এ ।nokia x

ইউজার ইন্টারফেস –  এই সেট এ দেয়া এন্ডয়েড কে কাস্টমাইজেশন করে উইন্ডোজ ৮ এর মত করা হয়েছে যা আপনারা নিচে দেখতে পাচ্ছেন । nokia x hands on 2nokia x hands on 2

মেমরি – নকিয়া এক্স এ ব্যাবহার করা হয়েছে ৫১২ মেগা বাইট র‍্যাম, ৪ গিগা রম । আপনি এই সেট এ ৩২ গিগা পর্যন্ত মাইক্রো এস ডি কার্ড ব্যাবহার করতে পারবেন।

ক্যামেরা ও ভিডিও – এই সেট এ দেয়া আছে ৩.১৫ মেগা পিক্সেল ক্যামেরা এর সাহাজ্য আপনি২০১৬x১৩৫৬ পিক্সল রেজুলেশন ছবি  420p@30fps এ ভিডি ও করতে পারবেন . এই সেট এর সামনে কোন ক্যামেরা নেই এবং এল ই ডি ফ্লাস ও নেই ।

nokia x hands on camera

ডাটা কানেকশন ও নেটওয়ার্ক - নকিয়া এক্স এ আছে ২জি ও ৩ জি , তবে ৩ জি ব্যাবহার করে ফোন করতে পারবেন না কারন এর সামনে কোন ক্যামেরা নেই । আছে ব্লু টুথ , ওয়াইফাই, জিপি আর এস , ই ডি এজ সুভিধা । আপনি এই সেটে ডুয়েল সিম ব্যাবহার করতে পারবেন ।

ব্যাটারি – নকিয়া এক্স এ ব্যাবহার করা হয়েছে ১৫০০ মিলি এম্পিয়ার লি আয়ন ব্যাটারি এবং এর জন্য আপনি অনায়েসে ১০ ঘন্টা পর্যন্ত কথা বলতে পারবেন , ২৬ ঘন্টা পর্যন্ত মিউজিক শুনতে পারবেন্‌ ৮ ঘন্টা পর্যন্ত এক টানা ভিডিও দেখতে পারবেন ।

বেঞ্চমারক – এর অনতুত বেঞ্চ মার্ক হতে পারে ৯০০০ হাজারের কাছাকাছি ।

মুল্য –  এই সেট এর অফিসিয়াল দাম হল ১১০ ইউরো ধরা হয়েছে যা বাংলাদেশি টাকায় প্রায় ১১০০০/- হাজারের মত ।

কবে আসবে বাজারে – এটা ফ্রেবুয়ারিস্র শেষের দিকে বাজারে ছাড়া হবে , তবে বাংলাদেশে পেতে এক মাসের মত লাগতে পারে ।

বিশেষ ফিচার - আর এই সেট এর সব থেকে বড় আকর্ষণ হল আপনি এই সেট এ পাবেন এন্ডয়েড এর সব থেকে লেটেস্ট ভার্সন কিটক্যাটের স্বাদ , আর এতে এন্ডয়েড কাস্টমাইজেশন দেয়ার কারনে আপনি এন্ডয়েড ও উইন্ডোজের একটা আলাদা মিক্সিং মজা পাবেন ।

শেষ কথা – নকিয়া এক্স হল কমা দামের ভিতরে মোটামুটি কনফিগারেশনের একটা এন্ডয়েড হ্যান্ড সেট , এই সেটের সব থেকে বড় অসুভিধা হল আপনি এতে গুগলের প্লে স্টোর, জিমেইল, ক্রোম বাউজার ব্যাবহার করতে পারবেন না ।  তবে এ ছাড়া যে কোন এন্ডয়েড এপস ইচ্ছা মত নেট থেকে ডাউনলোড দিয়ে ব্যাবহার করতে পারবেন ।

পূর্বে প্রকাশিত এখানে 

Level 0

আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সব চেয়ে বাস খাওয়ার মত কথা হল , এইটাতে গূগল প্লে স্টোর ইউস করা জাইব না 😀

নকিয়া দিয়ে বিজনেজ হবেনা। মাইক্রোসফট শুধুমাত্র একটা ক্ষেত্রেই সফল হয়েছে ইউন্ডোজ। এছাড়া জুন, গেম কনসোল সবকিছুতেই ফ্লপ। নকিয়া এজন্যই ফ্লপ খাবে এরা জানেনা ইউজাররা কি চায়। আর যেদিন নকিয়ার প্ল্যান্ট ফিনল্যান্ডে থেকে বেরিয়ে চায়নায় গিয়েছে সেদিন থেকেই এর কোয়ালিটির কফিনে শেষ পেরেট ঠুকে গেছে। চায়নার নাকিয়া বেশীদামে কিনে দেশের ভাঙ্গাচোড়া সাপোর্ট ও কমসুবিধা পাওয়ার চাইতে কমদামে চাইনিজ ওয়ালটন বা সিম্ফনী কেনা ভাল। অন্তত এদের সাপোর্ট ভাল, দামে সস্তা আর ফিচারবেশী।

মাল ভাল। নকিয়া একে কেটে-ছেঁটে ও সেখানে আরকিছু যোগ করে অ্যামাজনের কিন্ডল ফায়ারের মত বানিয়েছে। কিন্ডলের এপ্সও অ্যামাজন ষ্টোর থেকে নামাতে হয়। তবে সবথেকে বেশি বিক্রিত উইন্ডোজ ফোন লুমিয়া ৫২০ এর উত্তরসূরি ৫২৫ না কিনে এটা কেনার যুক্তি নাই যদিনা কেউ অ্যান্ডয়েডের সকল অ্যাপ্লিকেশনের ভক্ত হয়। সারাদিন চ্যাট, ইন্টারনেট আর সোশাল নেটওয়ার্কের জন্য একটা আশা কোয়ার্টি স্মার্টফোন আর হাই এন্ড হিসেবে একটা লুমিয়াই যথেষ্ট। তবে অনেকের মত আমার জীবনেরও দেখা একটা পারফেক্ট ফোন ছিল নকিয়া N9, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ১২টা বিভাগে পুরস্কার জেতা। দুঃখের বিষয় আর বানাল না। তবে যারা এতদিন নকিয়ার কানে এন্ডয়েড বলে চিৎকার করেছে তাদের অন্ততপক্ষে XL কেনা ওয়াজিব হয়ে গেছে। ওয়ালটন, সিম্ফনির মত চায়নার ফোন রিব্র্যান্ডিং করে বাজারে ছাড়াদের মত কমদামে হয়ত পাওয়া যাবেনা। তবে টাকা যেমন নিবে, কোয়ালিটিও তেমন ভাল হবে সেটা অবশ্যই আশা করা যায়

ভাই ভুল বললেন। ক্রোম বা গুগল অ্যাপ্স ব্যবহার করা যাবে তবে তা আপনাকে aptoid বা অন্য কোনও থার্ড পার্টি অ্যাপস স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। সমস্ত apk ফাইল ইন্সটল করা যাবে।

নকিয়া প্রতিনিয়ত গ্রাহকদেরকে উপেক্ষা করে নিজেদের মার্কেট শেয়ার নিজেরাই হারিয়েছে। কথায় আছে না সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।

বরাবরের মতোই মনোপলির অভ্যাসের কারণে এই চরম প্রতিযোগিতাপূর্ণ মার্কেটে হাস্যকর লো কনফিগারের সেট আনলো!
আসলে এতোদিন ধরে কিছু অন্ধভক্তের কারণে নোকিয়া টিকে ছিলো (আমি নিজেও একসময় নোকিয়ার শক্ত ভক্ত ছিলাম। কিন্তু তাদের গ্রাহক চাহিদার প্রতি চরম উদাসিনতা ধীরে ধীরে বিমুখ করে তুলে।) তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে নোকিয়ার মনোপলি এখন আর তাদের জন্য আগের মতো সুবিধাজনক হবে না। তারা তাদের কোম্পানীই হারাতে বসেছে।

দেখা যাক আসলে কি হয়।

Level 0

গুগল প্লে স্টোর ব্যবহার করতে না পারা খুব বড় কোন অসুবিধা নয়…গুগল প্লে এর অলনারনেটিভ আছে ।
তবে এখানে কিটক্যাট নয় , ব্যবহার করা হয়েছে জেলিবিন 4.1.2
(http://www.gsmarena.com/nokia_xl-6148.php)।
যেহেতু কাষ্টমাইজ রম ব্যবহার করা হচ্ছে হয়ত ডেভলপারদের স্বাধীনতা দেয়া হবে।
আর সবচেয়ে বড় সুবিধা হল এটা নকিয়া। যা লিখা থাকবে তাই দিবে। অন্তত নন-ব্র্যান্ড এর মত 8 মেগা পিক্সেল বলে 3.2 ধরিয়ে দিবে না ।

গুগল প্লে ষ্টোর বা ক্রোম ব্যাবহার না করা গেলেও এটা কোন সমস্যা না । আবুল মার্কারাই কোন সাইট পায়না সব যায় এগুলাতে । এর চাইতে তো অনেক ভালো ভালো এপসের সাইট আছে । আর ক্রোমের চাইতেও অনেক ভালো ভালো ব্রাউজার আছে । নকিয়া নকিয়াই আছে । নকিয়ার সাথে শুধু একটা কম্পানিরই তুলনা করা যায় , আর সেটা সনির Xperia. আর কেউ নয় । আর এই দামের (11,000) মধ্যে একটা সেরা কোয়ালিটির সেট হবে এটা । নকিয়া তৈরি চায়নার সেট গুলোর এবং হাঙ্গেরী , মালেশিয়া , ফিনল্যান্ড এ তৈরি সেট গুলোর মধ্যে তেমন কোন পার্থক্য নেই । তবে ডুপলিকেটের কথা আলাদা । আর সিম্ফনি আর ওয়ালটন কমদামের মধ্যে ভালো একথা স্বীকার করতেই হবে , তবে তা কথোনো নকিয়ার সাথে তুলনার পর্যায়ে যেতে পারবে না বলে আশারাখি ।

    @মোঃ আসাদউল্লাহ আসাদ: আনটুটু বেঞ্চমার্ক রিভিউঃ ওয়ালটন NX এর পজিশন গ্যালাক্সী S2 এর উপরে দাম 18 হাজার টাকা মাত্র! যেখানে S2 = 47,ooo টাকা।

    আমার ২১ হাজার টাকায় কেনা নকিয়া এন৭৩ এখন পেপার ওয়েট হিসাবে ব্যবহার করছি। গ্যালাক্সী মিনি কিনেছিলাম সেটাও বোন দিয়ে দিয়েছি। তুলনা করা চলে কিনা সেইটা নিয়ে কেনার আগে আমিও ভাবতাম। কেনার পরে বরং ব্রান্ডেরগুলোই ছুড়ে দিলাম। ফোনে বসে দেড় গিগার থ্রিডি ভাইস সিটি গেম খেলি.. গ্রাফিক্স এক্সিলারেশন দেখলে অন্য সেট ফেলে দিতে মনচায়! নকিয়ার নানা ফোন, সনি এরিকসন ও স্যামসাং ব্যবহার করেছি ৮ বছরের কাছাকাছি। এদের মধ্যে সবচেয়ে ভোদাই হল নকিয়া, সোফিসটিকেট সনি আর স্টেবল স্যামসাং। ওয়ালটন দিয়েছি মাসখানেক এর বিল্ড কোয়ালিটি নকিয়ার চাইতে ভাল।