নকিয়া X A110 এন্ড্রয়েড (নরমেন্ডি) আসছে MWC 2014 তে
আসসালামু আলাইকুম।
টেক টিউন্স ভাইয়েরা আশা করি ভাল আছেন।
আজ আপনাদের সামনে নিয়ে আসলাম বহুল আলোচিত ও প্রতিক্ষিত স্মার্ট ফোন নকিয়া X A110 এন্ড্রয়েড (নরমেন্ডি) নিয়ে। এর আগে সবাই হয়তো কমবেশি এই ফোন সম্পর্কে ধারনা পেয়েছেন।
নকিয়া আসলেই খুব ভাল মানের ফোন, কিন্তু নকিয়া উইন্ডোজ নির্ভর ফোন হওয়ায় অনেকেই এই প্লাটফর্ম ছেড়ে অন্য ফোন ইউজ করছি।
এটি ২৪ ফেব্রুয়ারি ২০১৪ MWC Conference এ প্রদর্শন করা হবে।
এর দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ১১০ ডলার.
অনলাইন খুচরা বিক্রেতা ভিয়েতনামী একটি শপ অনুযায়ী নকিয়া X A110 এন্ড্রয়েড (নরমেন্ডি) যে সকল স্পেসিফিকেশন নিয়ে এসেছে তা নিম্নে আলোকপাত করলাম-
এটি Android KitKat 4.4.2
৫১২ মেগাবাইট র্যাম
১ গিগাহার্টজ ডুয়েল কোর প্রসেসর
৫ মেগাবাইট রেয়ার ক্যামেরা, পিক্সেল ২৫৯২ x ১৯৪৪
Internal memory 4 GB
Extended up to 32 GB via micro SD card slot.
Nokia X A110 A-GPS সাপোর্ট করে।
Wi-Fi 802.11 b/g/n,
Wi-Fi hotspot
Bluetooth v4.0 with A2DP
ব্যাটারি ১৫০০ MAh
Nokia X A110 24 February 2014 থেকে ইউরোপের বাজারে পাওয়া যাবে।
সবাই ভাল থাকবেন।
আল্লাহ হাফেজ।
আমি শামসুদ্দীন আকন্দ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
এটা আশা সিরিজের এজন্যই মাল কম। যাই হোক নকিয়া নাকি এন্ড্রয়েডকে প্রচুর মডিফাই করেছে যদিও তাদের ইঞ্জিনিয়ারদের অর্ধেকই নাই। “আশা” করি এটা লো কনফিগারেশনে উইন্ডোজের মতই ভাল চলবে