Xperia Z1 মিডিয়া অ্যাপ ইন্সটল করুন অ্যান্ড্রয়েড ডিভাইসে

সারা বিশ্বে অ্যান্ড্রয়েড ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান গুলোর মধ্যে সনি অন্যতম। সাম্প্রতিক সময়ে বাজারে আসা সনি ডিভাইস গুলো Samsung এবং  HTC ডিভাইস গুলোর মত জনপ্রিয়তা না পেলেও, সনি ডিভাইসে এমন কিছু ফিচার থাকে যা সবার থেকে আলাদা। যে ফিচার গুলোর জন্য Samsung এবং HTC ইউজাররাও আফসোস করেন। আর সেই ফিচার গুলো হল সনির মিডিয়া অ্যাপ। আমার মতে সনির গ্যালারি এবং মিউজিক প্লেয়ার অ্যাপ অন্যান্য গ্যালারি এবং মিউজিক প্লেয়ার অ্যাপের চাইতে অনেক সুন্দর। আর এই কারণেই অনেক অ্যান্ড্রয়েড ইউজার নিজের ডিভাইসে এই অ্যাপ গুলো ইন্সটল করতে চান। আমরা সবাই জানি সম্প্রতি বাজারে এসেছে  Sony Xperia Z1. আর বরাবরের মতই Xperia Z1 এর মিডিয়া অ্যাপ সবার নজর কেড়েছে। বর্তমানে আমাদের দেশে সিম্ফনি এবং ওয়াল্টন ইউজার অনেক। তাই সনি এক্সপেরিয়া ছাড়া যারা অন্যান্য ডিভাইস যেমন, samsung,htc,symphony এবং ওয়াল্টন ইউজ করেন তাদের জন্য আজ শেয়ার করছি Xperia Z1 মিডিয়া অ্যাপ। এই মিডিয়া অ্যাপ গুলো ইউজ করার জন্য আপনার ডিভাইসটি অবশ্যই অ্যান্ড্রয়েড জেলিবিন চালিত হতে হবে। অ্যান্ড্রয়েডের অন্যান্য ভার্সনে এই অ্যাপ কাজ করবে না। আশা করি অ্যাপ গুলো ইউজ করে আপনাদের অনেক ভাল লাগবে। আর অ্যাপ গুলো ইউজ করার পর আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করার অনুরোধ রইল।

ডাউনলোড লিংকঃ

পোস্টটি BD DROID থেকে নেয়া হয়েছে।

Level 0

আমি নাজমুল শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for sharing…

Level 0

অনেক ধন্যবাদ। কাজের জিনিস…