উইন্ডোজ এক্সপিতে ভার্চুয়াল বক্সে এন্ড্রয়েড 4.0 ইনষ্টল করেছি! পিসিতে ডাউনলোড করা ফাইল ইনষ্টল করব..

আসসালামু আলাইকুম।

কেমন আছেন আপনারা সবাই। আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি সমস্যা নিয়ে। 🙁

সমস্যা হলঃ আমি উইন্ডোজ এক্সপিতে (এসপি 3) এন্ড্রয়েড 4.0.4 ইনষ্টল করেছি।

(নিচের ছবিটা দেখেন)

এখন এখানে আমি গেম বা অন্য কিছু বা এপিকে ফাইল গুলি চালাতে চায়।

কিন্তু কিভাবে?

আমার অনেকগুলো ফাইল আছে এন্ড্রয়েডের। বিশেষ করে গেমসের ফাইল। সব পিসিতে ডাউনলোড করেছি। এখন খেলার পালা।

বসেরা দয়া করে একটু হেল্পান কিভাবে আমি। ফাইলগুলো চালাতে পারি।

Level 0

আমি বিদ্রোহী সেনা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়েরা আমার, পড়া শেষ হইলে মন্ত্রব্য কইরেন 😉

মন্তব্য করলাম।

Level 0

আপনি ভার্চুয়্যাল পিসি আর আপনার পিসির মধ্যে লোকাল কানেকশন চালু করেন। তারপর আপনার ডাউনলোড করা ফাইলগুলো একটা ফোল্ডারে নিয়ে সেই ফোল্ডার টা শেয়ার করুন। এন্ড্রয়েড এর ব্রাউজার ওপেন করে আপনার পিসির আই পি আর ফোল্ডার এর নাম দিন এভাবে //10.0.0.1/folder name ( এখানে 10.0.0.1 এর জায়গায় আপনার পিসির আইপি) তাহলে আপনার ব্রাউজার এ ফাইলগুলি দেখাবে। এরপর যেটা লাগে ডাউনলোড দেন, আর ইনস্টল দেন।
বিঃদ্রঃ আমি আমার পিসিতে জেলী বিন চালাইছি এবং এভাবে ইনস্টল দিছি। আপনার টায় না হলে আপনি দায়ী আমি নই 😆

    Level 0

    @SK Shagar: acca vai virtual box diye android game run korale ki lag kore? naki smoothly chole?

    @SK Shagar:
    ধন্যবাদ ভাই। দেখি চেষ্ঠা করে।