অনেক সময় এক্সিডেন্টলি আমরা ফোনের দরকারি ডাটাও ডিলেট করে ফেলি! চিন্তার কোন কারণ নেই। ডাটা রিকভার করার উপায়ও আছে, ফোন রুট করা থাকুক বা না থাকুক। যদি কোন ডাটা ডিলেট হয়ে যায় তাহলে রিকভার না করা পর্যন্ত নতুন করে কোন কিছু সেভ করবেন না। Wi-Fi এবং 2G/3G ডাটা কানেকশান অফ করে দিন যাতে অটোমেটিক আপডেটের মাধ্যমে ডাটা ওভারাইট হতে না পারে।
ডিভাইস রুট করা না থাকলে এই নিয়মে ডাটা রিকভার করা সম্ভব।
Recuva বা এই ধরনের ডাকা রিকভার টুল কাজ করার জন্য মেমরি কার্ডটি FAT32, NTFS বা এই জাতীয় হতে হবে। যদি আপনার মেমরি কার্ডটি যদি এই ফরম্যাটের না হয় তবে মেমরি কার্ডের সব ডাটা কপি করে পিসিতে রাখুন। তারপর, মেমরি কার্ডটি ফরম্যাট করুন। সবশেষে কপি করা ফাইলগুলো মেমরি কার্ডে পেস্ট করে দিন।
পোস্টটি পূর্বে BD DROID এ প্রকাশিত হয়েছে।
আমি নাজমুল শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thx