কেমন আছেন সবাই? আমি ভালো নেই কারন আমার কম দামি মোবাইলে ভালো গেমগুলো খেলতে পারছি না 🙁 এতে আপনাদেরও ক্ষতি হচ্ছে কারন যে গেম আমার মোবাইলে চলে না সেটা আমি শেয়ার করি না 😀
আজকে যে গেমটা নিয়ে কথা বলবো সেটার নাম হল Frontline Commando D-Day। এটা একটা শুটিং গেম, যুদ্ধক্ষেত্র নিয়ে অনেক গেম রয়েছে। কম সাইজের মধ্যে এই গেমটা আমার কাছে অনেক ভালো লেগেছে।
এই গেমের দ্বিতীয় লেভেলটা পার হতে আমার অনেক কষ্ট হয়েছে। কেন জানি আমি পারি না। এই লেভেল কিছু যুদ্ধ বিমানকে মাটি থেকে শুট করতে হয়। অনেকেই দেখেছি ২য় লেভেল হুট করে পার হয়ে যায়। কিন্তু আমার কেন যে এত কষ্ট করে পার হতে হয় জানি না 😛 । যাই হোক গেমটির গ্রাফিক্স অনেক সুন্দর। আর সাউন্ড শুনেও ভালো লাগবে, কোন একঘেয়েমি বা বিরক্তিকর সাউন্ড নেই।
আমার নিম্ন লেভেলের মোবাইলে খুব ভালো করে খেলেতে পেরেছি এটা সবার জন্য একটি প্লাসপয়েন্ট। গেমটির টাচ অনেক স্মুথ কখনই আটকেনা। গেমটির একটা অন্যরকম সুবিধা আছে, এখানে ফ্রী দৌড়া দৌড়ি করার কোন জায়গা নেই। আপনাকে নির্দিষ্ট কিছু জায়গা দেয়া থাকবে যেখান থেকে আপনি শুট করবেন। তবে একটা জায়গা থাকবে না আপনি যে জায়গা সিলেক্ট করবেন প্লেয়ার দৌড়ে গিয়ে সেখানেই বসবে।
গেমের কন্ট্রোল অনেক সহজ সব কিছু স্ক্রীনের উপর দেওয়া, আসলে ফ্রী রানিং এর জায়গা নেইতো তাই কন্ট্রোল একটু বেশি সোজা। এই জিনিশটা কারো জন্য অসুবিধাও হতে পারে। আরেকটি অসুবিধা আছে সেটা হত শুরুর দিকে গেমটা লোড হতে একটু সময় নেয়।
৫১২ এমবি র্যাম হলে খুব সুন্দর ভাবে চলবে গেমটি, এর কম র্যাম থাকলে চলবে কিন্তু একটু স্লো হতে পারে। গেমটির সাইজ ২৮৪ এমবি তবে সাইজের তুলনায় গেমটি অনেক বেশি সুন্দর এবং উপভুগ করার মতো।
ইন্সটল করা খুবই সহজ। ডাটা ফাইলটা sd/android/obb ফোল্ডারে কপি করবেন তারপর apk টা ইন্সটল দিয়ে গুলাগুলি শুরু করে দেবেন 😛
পোস্টটি ভালো লাগলে আমার ব্লগে একটু ঢুঁ মেরে আসবেন। আমার ফেসবুক লিঙ্ক সহ আমার ১৪ গুষ্টির সকল তথ্য পাবেন এই ব্লগে 😛 (আমার গুষ্টি কিন্তু একটাই 😛 ) আমার ব্লগে আরো আছে, আমার লিখা পোস্টের ইংরেজি অনুবাধ, আমার বানানো বিভিন্ন ভিডিও টিউটরিয়াল, আমার গান এবং আরো অনেক কিছু। আর পোস্টটি ভালো না লাগলে আগের মতোই.........হাহাহাহাহা 😛 আর বাংলা টিউটরিয়াল পেতে আমার ইউটিউব চ্যানেলে Subscribe করতে পারেন।
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।
আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...
thanks