মোড হ্যাকিং বা ডিভাইস মোড হ্যাকিং:
বাংলাদেশে সাধারণত মোড হ্যাকিং বা ডিভাইস মোড হ্যাকিং তেমন প্রচলিত নয় এবং মোড হ্যাকিং বা ডিভাইস মোড হ্যাকিং করার মতন হ্যাকারও বাংলাদেশে তুলনা মূলক ভাবে কম। মোড হ্যাকিং বা ডিভাইস মোড হ্যাকিং একটি অত্যন্ত জনপ্রিয় হ্যাকিং কৌশল। এধরণের হ্যাকিং সফটওয়্যার বা হার্ডওয়্যার ডিভাইস এই দুইটি বিষয়ের উপর বেশি নির্ভর করে।
- কোন একটি ডিভাইস সাধারণত যে উদ্দেশ্যে ব্যবহার করা হয় থাকে, তা সে উদ্দেশ্যে ব্যবহার না করে অন্য কোন অতিরিক্ত সুবিধা পাবার আশায় সফটওয়্যার বা হার্ডওয়্যারে পরিবর্তন এনে বাড়তি উপযোগ বা সুবিধা পাওয়াকে মোড হ্যাকিং বা ডিভাইস মোড হ্যাকিং বলে।
অ্যান্ড্রয়েড মোড:
অ্যান্ড্রয়েড ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নেল এর উপর ভিত্তি করে চলে। স্বাভাবিক কম্পিউটারের মতন অ্যান্ড্রয়েড ফোনেও প্রসেসর, রাম, রম এবং গ্রাফিস্ক মেমরি থাকে। বর্তমানে অ্যান্ড্রয়েড মোড বা অ্যান্ড্রয়েড ফোনের বহুবিধ ব্যবহার দেখা যায়। হ্যাকারও অ্যান্ড্রয়েড মোড করতে বেশ উৎসাহী। অ্যান্ড্রয়েড মোড এর মধ্যে জনপ্রিয় একটি মোড হ্যাকিং হলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি অ্যান্ড্রয়েড ফোনকে লিনাক্স ওয়েব সার্ভার হিসাবে ব্যবহার করা। এ ক্ষেত্রে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানের (.apk) মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে সার্ভার সংশ্লিষ্ট পোর্ট খোলা হয়ে থাকে এবং অ্যান্ড্রয়েড ফোনের মেমরি কার্ড ডাটা স্টোর হিসাবে কাজ করে। স্বাভাবিক ভাবে সার্ভার হিসাবে অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহারের জন্য ২৪ ঘণ্টা ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
নোট: এধরনের মোড করতে অ্যান্ড্রয়েড ফোনে রুট করার প্রয়োজন নেই। এটি একদমই নিরাপদ তাই অ্যান্ড্রয়েড ফোনে ক্ষতিগ্রস্ত হবার কোন সম্ভাবনা নেই এবং ওয়ারেন্টি বাতিল হবারও কোন সম্ভাবনা নেই।
অ্যান্ড্রয়েড ফোনে লিনাক্স ওয়েব সার্ভার চালানোর জন্য প্রথমে এখান থেকে (KSWEB.apk) অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে অ্যান্ড্রয়েড ফোনে ইন্সটল করতে হবে।
KSWEB Web Interface লিংকে ক্লিক করুন। এবং ডিফল্ট পাসওয়ার্ড ব্যাবহার করে লগইন করুন। (ডিফল্ট ইউজারনেইম admin এবং পাসওয়ার্ড admin)
লগইন হবার পর System settings অপশনে ক্লিক করে ডিফল্ট পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারেন।
এবার KSWEB settings অপশনে ক্লিক করুন এবং MySQL shell password পাসওয়ার্ড সেট করে সেইভ করুন। KSWEB এর সেটিং মেনু থেকে Document Root অপশন ব্যাবহার করে আপনার সাইটের জন্য একটি রুট ডিরেক্টরি সেট করতে পারেন। আপনি চাইলে ডিফল্ট রুট ডিরেক্টরি (sdcard/htdocs) ব্যাবহার করতে পারেন।
এ পর্যায়ে আপনি চাইলে আপনার সাইট ভিজিট করতে পারবেন। ওয়ার্ডপ্রেস সিএমএস সহ যে কোন সিএমএস ইন্সটল করতে পারেন। ডিভাইসে localhost:8080 ব্যাবহার করে ভিজিট করেত পারেন অথবা KSWEB এ দেখানো আইপি ব্যাবহার করে ভিজিট করতে পারেন। এ অবস্থায় আপনি শুধু আপনার লোকাল নেটওয়ার্ক থেকে ব্লাউজ করতে পারবেন।
আপনি চাইলে আপনার সার্ভারকে লোকাল নেটওয়ার্কের বাইরে অর্থাৎ ওয়েবে নিয়ে আসতে পারবেন। এজন্য আপনাকে আপনার রাউটার সেটিং এ কিছু পরিবর্তন আনতে হবে। সকল ব্র্যান্ডের রাউটারে প্রায় একই রকমের এডমিন প্যানেল থাকে। আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একটি স্ট্যাটিক আইপি নিতে হবে। এজন্য পিসির সাহায্যে আপনার রাউটার এডমিন প্যানেলে লগইন করুন এবং আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একটি স্ট্যাটিক আইপি নিন। আইপিতে Port:80 থেকে Port:8080 তে ফরোয়ার্ড করুন। করার জন্য রাউটার কনফিগ করে নিন। আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের ওয়াই-ফাই চালু করুন। এরপর আপনার ওয়াই-ফাই নেটওয়ার্কের নামের উপর লং প্রেস করুন এবং Modify Network অপশনে ক্লিক করুন। Show Advanced Options বাটনে টিক দিন। আইপি সেটিং থেকে Static সিলেক্ট করুন এবং এর নিচে যেখানে আপনার আইপি চাওয়া হয়েছে সেখানে আপনার আইপি দিন।
- সৌজন্যে
Aluminium Security
আমি Aluminium Security। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চরম 🙂