টেকটিউনস এর সকল ভাইয়েরা কেমন আছেন? আশা করি ভাল আছেন, আমি টেকটিউন্স এর সাথে আছি দুই বছরেরও বেশি সময় ধরে। টিউনারশীপ নিয়েছি প্রায় ৯ মাস, এর মধ্যে অনেকবার পোষ্ট করব মনে করেও করা হয় নি।
প্রথম পোষ্ট হিসেবে ভুল ত্রুটি হলে ক্ষমাসূলভ দৃষ্টিতে দেখবেন।
যাই হোক, এখন কাজের কথায় আসি, আজ আমি আপনাদের জন্য Symphony W15 এর কাষ্টম জেলী বিন রম নিয়ে এসেছি... 😆
এজন্য অবশ্যই আপনার ফোন টি রুটেড হতে হবে। রুট কিভাবে করতে হবে তা নিয়ে টেকটিউনস এ অনেক পোষ্ট আছে, তারপরও অনেকে আমাদের দেশীয় ব্র্যান্ড গুলো রুট করতে গিয়ে বিপাকে পড়েছেন। তাদের জন্য বলছি আপনার রুট করার জন্য Unlockroot ব্যবহার করতে পারেন।
এই সফটটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর এন্ড্রয়েড এর জন্য পিসিতে ADB Driver থাকতে হবে, তা এখান থেকে ডাউনলোড করে নিন।
ড্রাইভার ইন্সটলের জন্য ফোনের ইউ এস বি ডিবাগিং চালু করে পিসির সাথে কানেক্ট করুন, এরপর Adbdriver Installer ওপেন করে ইন্সটল দিন, হয়ে গেল ড্রাইভার ইন্সটল, তারপর Unlock root চালু করে Root এ ক্লিক করুন, কিছু সময় পরে ফোন রিস্টার্ট চাইবে, দিয়ে দিন। রিস্টার্ট হওয়ার পরই আপনার ফোন রুটেড.........
এবার রিকভারী ইন্সটল দেয়ার পালা, এই লিঙ্ক থেকে আপনার Symphony W15 এর জন্য CWM রিকভারী নিয়ে নিন, মাত্র ৭ মেঃবাঃ।
এটা ইন্সটল এর জন্য Mobile Uncle Tool প্রয়োজন হবে। এখান থেকে অথবা গুগল প্লে থেকে ডাউনলোড করে নিন।
রিকভারী টি আপনার মেমোরির রুট ফোল্ডারে রাখুন, এবার Mobile Uncle Tool ওপেন করে Recovery Update সিলেক্ট করুন। এতে আপনার মেমোরিতে থাকা ফাইলটি দেখাবে। ওটা সিলেক্ট করে ওকে দিন। এরপর Reebot Into Recovery দিন।নিচে স্ক্রীন শর্ট দেখুন......
পেয়ে গেছেন আপনার ফোনের জন্য CWM রিকভারী। আপনার স্টক রম ব্যাক আপ রাখতে ভুলবেন না। 😆
এখন মুল কাজ......
আপনার ফোনের জন্য কাস্টম জেলী বিন রম ডাউনলোড করুন। ওহ, লিঙ্ক দেই নাই, ঠিক আছে এখান থেকে ডাউনলোড করে নিন, মাত্র ১০৭ এম বি।
এবার আপনার ডাউনলোড করা ফাইল টি মেমোরির রুট ফোল্ডারে রেখে Mobile Uncle Tool এর সাহায্যে Recovery mood এ যান (আমার জানা মতে Symphony w15 এ সরাসরি রিকভারীতে প্রবেশ করা যায় না, কেউ জানলে আওয়াজ দিয়েন 😆 )।
এবার Install Zip From SD Card সিলেক্ট করুন। আপনার জিপ ফাইলটি দেখিয়ে দিয়ে কনফার্ম করুন। ২ মিনিট অপেক্ষা করুন, হ্যা আপনি পেরেছেন আপনার Symphony W15 কে জেলী বিনে রুপান্তরিত করতে। আপনার ফোনের কিছু স্ক্রীন শর্ট দেখি তো.........
রম ইন্সটল প্রক্রিয়ার স্ক্রীন শর্ট দিতে পারলাম না বলে দুঃখিত, কিন্তু আমি জানি আপনারা সবাই পারবেন। 😀 😀 😀
পোষ্ট কেমন লাগল মন্তব্য করে জানাবেন। কারো যদি কাজে আসে তবেই এই পোষ্ট সার্থক। আর পুর্বে কেউ এটা নিয়ে টিউন করে থাকলে দুঃখিত, আমি সার্চ দিয়ে পাইনি। ভালো থাকবেন সবাই, আর কারো প্রয়োজন হলে আমার এফ বি আইডি এখানে। ধন্যবাদ...।
আমি সাগর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 324 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Wosome Post 😉