Symphony W15 এ কাস্টম জেলী বিন রম ইন্সটল করুন, সাথে CWM রিকভারী ফ্রি, সাগরের প্রথম পোষ্ট On Techtunes

টেকটিউনস এর সকল ভাইয়েরা কেমন আছেন? আশা করি ভাল আছেন, আমি টেকটিউন্স এর সাথে আছি দুই বছরেরও বেশি সময় ধরে। টিউনারশীপ নিয়েছি প্রায় ৯ মাস, এর মধ্যে অনেকবার পোষ্ট করব মনে করেও করা হয় নি।

প্রথম পোষ্ট হিসেবে ভুল ত্রুটি হলে ক্ষমাসূলভ দৃষ্টিতে দেখবেন।

যাই হোক, এখন কাজের কথায় আসি, আজ আমি আপনাদের জন্য Symphony W15 এর কাষ্টম জেলী বিন রম নিয়ে এসেছি... 😆

এজন্য অবশ্যই আপনার ফোন টি রুটেড হতে হবে। রুট কিভাবে করতে হবে তা নিয়ে টেকটিউনস এ অনেক পোষ্ট আছে, তারপরও অনেকে আমাদের দেশীয় ব্র্যান্ড গুলো রুট করতে গিয়ে বিপাকে পড়েছেন। তাদের জন্য বলছি আপনার রুট করার জন্য Unlockroot ব্যবহার করতে পারেন।

এই সফটটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর এন্ড্রয়েড এর জন্য পিসিতে ADB Driver থাকতে হবে, তা এখান থেকে ডাউনলোড করে নিন।

ড্রাইভার ইন্সটলের জন্য ফোনের ইউ এস বি ডিবাগিং চালু করে পিসির সাথে কানেক্ট করুন, এরপর Adbdriver Installer ওপেন করে ইন্সটল দিন, হয়ে গেল ড্রাইভার ইন্সটল, তারপর Unlock root চালু করে Root এ ক্লিক করুন, কিছু সময় পরে ফোন রিস্টার্ট চাইবে, দিয়ে দিন। রিস্টার্ট হওয়ার পরই আপনার ফোন রুটেড......... :mrgreen:

এবার রিকভারী ইন্সটল দেয়ার পালা, এই লিঙ্ক থেকে আপনার Symphony W15 এর জন্য CWM রিকভারী নিয়ে নিন, মাত্র ৭ মেঃবাঃ।

এটা ইন্সটল এর জন্য Mobile Uncle Tool প্রয়োজন হবে। এখান থেকে অথবা গুগল প্লে থেকে ডাউনলোড করে নিন।

রিকভারী টি আপনার মেমোরির রুট ফোল্ডারে রাখুন, এবার Mobile Uncle Tool ওপেন করে Recovery Update সিলেক্ট করুন। এতে আপনার মেমোরিতে থাকা ফাইলটি দেখাবে। ওটা সিলেক্ট করে ওকে দিন। এরপর Reebot Into Recovery দিন।নিচে স্ক্রীন শর্ট দেখুন......

পেয়ে গেছেন আপনার ফোনের জন্য CWM রিকভারী। আপনার স্টক রম ব্যাক আপ রাখতে ভুলবেন না। 😆

এখন মুল কাজ......

আপনার ফোনের জন্য কাস্টম জেলী বিন রম ডাউনলোড করুন। ওহ, লিঙ্ক দেই নাই, ঠিক আছে এখান থেকে ডাউনলোড করে নিন, মাত্র ১০৭ এম বি।

এবার আপনার ডাউনলোড করা ফাইল টি মেমোরির রুট ফোল্ডারে রেখে Mobile Uncle Tool এর সাহায্যে Recovery mood এ যান (আমার জানা মতে Symphony w15 এ সরাসরি রিকভারীতে প্রবেশ করা যায় না, কেউ জানলে আওয়াজ দিয়েন 😆 )।

এবার Install Zip From SD Card সিলেক্ট করুন। আপনার জিপ ফাইলটি দেখিয়ে দিয়ে কনফার্ম করুন। ২ মিনিট অপেক্ষা করুন, হ্যা আপনি পেরেছেন আপনার Symphony W15 কে জেলী বিনে রুপান্তরিত করতে। আপনার ফোনের কিছু স্ক্রীন শর্ট দেখি তো.........

রম ইন্সটল প্রক্রিয়ার স্ক্রীন শর্ট দিতে পারলাম না বলে দুঃখিত, কিন্তু আমি জানি আপনারা সবাই পারবেন। 😀 😀 😀

পোষ্ট কেমন লাগল মন্তব্য করে জানাবেন। কারো যদি কাজে আসে তবেই এই পোষ্ট সার্থক। আর পুর্বে কেউ এটা নিয়ে টিউন করে থাকলে দুঃখিত, আমি সার্চ দিয়ে পাইনি। ভালো থাকবেন সবাই, আর কারো প্রয়োজন হলে আমার এফ বি আইডি এখানে। ধন্যবাদ...।

Level 0

আমি সাগর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 324 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Wosome Post 😉

    Level 0

    @Nahid: Thanks ভাই… 😀

Level 0

Vai amar sony ericsson w8 walkman
android v2.1. Atake ki vabe jelly bean
korbo jodi bollen…??”’amar jelly bean khub dorkar…..plz.help meeee..:-/

Level 0

vai amar phn kintu root korte parini….

    Level 0

    @sovon das: কেন? কি সমস্যা হয়েছে?

Level 0

kivabe root korte hoy Ami janina…..plzzz vai amar phn ta jelly bean korte helpppp korun plzzzzzz….

    Level 0

    @sovon das: আপনার ফোনের জন্য কাস্টম রম পেলে আমি অবশ্যই আপনাকে জানাবো, আর রুট করার জন্য যদি আপনার কাছে পিসি না থাকে তাহলে Framaroot দিয়ে চেষ্টা করুন, আশা করি হবে। এজন্য এই https://www.techtunes.io/android/tune-id/271588 টিউনটি ফলো করতে পারেন।

Level 0

Vaia,Ami amar W15 Unlock root dia root koresilam.Erpor system app disable korai set brick hoe gesilo.Customer Care theke flash kore ansilam. Erpor r root kora jaitesena.Root cheker dia check korle dekhao: Root access is not granted. Kintu busybox install hoe ase. Ekhon Ami abar kivabe root korte pari ektu janaben pls.

    Level 0

    @Shadab: আপনি প্রথমে Busy BOx Uninstall করুন। তারপর Unlockroot এর সাহায্যে Unroot করুন। এরপর মোবাইল রিস্টার্ট দিয়ে আবার রুট করুন, অবশ্যই হবে।

W70 er jonno kichu e nai

    Level 0

    @shaikatsaha125: আছে, কিন্তু w70 কোন ফোন থেকে রিব্র্যান্ড করা হইছে তা আমি জানি না ভাই।

Level 0

Busybox ta kivabe uninstall korbo? Uninstaller option paitesi na

    Level 0

    @Shadab: আচ্ছা, এটা বাদ দিয়ে, আগে Unroot করে পরে Root করুন

Level 0

plz help.how to root samsung galaxy star pro s7262

Level 0

Unroot button click korle dekhai : failed to get shell root permission. @ SK Shagar

    Level 0

    @Shadab: Root দিলে কি বলে?

Level 0

Eke kotha. Failed to get ………

    Level 0

    @Shadab: আপনার ফোনের USB Debugging অপশন বন্ধ আছে, সেটা চালু করে নিন।

Level 0

vai amar pc a6e….AR framaroot diye ho6ena….

    Level 0

    @sovon das: আপনার ফোনের এন্ড্রয়েড ভার্শন অনেক পুরাতন, তাই পিসি ছাড়া গতি নাই।

Level 0

Thanx vaia 4 ur help. CWM dia ki .zip format e Stock Rom backup kora jabe?

    Level 0

    @Shadab: না, ওগুলো img বা tar ফরমেট এ থাকবে.

Shagar Vhai. amar akta symphony xplore w15 ase seta te srsroot pc software dia root kore CWM Dia Wipe Chece kore update from sd card e gia Dreamboltxv2.zip chiniechi update o complete hoyche but on hoyna sympony uthe ase on o hoyna offf o hoy na,,,,, please help me?????

    Level 0

    @shorkarimail: আপনি আপডেট কেন দিয়েছেন? এখন আবার রিকভারী মুডে গিয়ে রম ফ্লাস দিতে হবে। এর জন্য ফাস্টবুট মোডে গিয়ে Vol – চাপুন ৭ বার, যদি রিকভারী আসে তো ভাল, নাহলে ফার্মওয়্যার ফ্লাস দিতে হবে।

seta kivabe korbo? please help me…

7 bar press koresi kintu hosse na

    Level 0

    @shorkarimail: ফার্মওয়্যার ফ্লাস দেয়ার জন্য প্রস্তুতি নিন, আমি কিছুক্ষন পরে ফাইলের লিঙ্ক দিচ্ছি।

g obosshoi …. please solv my prob. ami prostut

tarpor kivabe ki korbo? korbo?

Vhai Symphony w15 ta 4shared theke download hosse na 50, 60, 24, 95 percent e gia bedhe thake ota resume supported na amaar net balance ar nai bolle i chole aktu kisu kora jay?

Vhai 4shared.com bade onno kono site e ki upload deowa jay na? abar kisu mb chole galo 62% e ar download hoy na