হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভাল আমি আজ অনেক দিন পর লিখতে বসলাম।
কিন্তু গেমজোনঃঅ্যান্ড্রয়েড নিয়ে সে তো অনেক আগেই বাদ দিয়েছি। কিন্তু আজকে যা লিখব তাহল
কি ভাবে আপনি mtk mobile এর জন্য কাস্টম রম বানাবেন !!!।
এখন যারা স্যামসাং ,সনি বা গুগল নেক্সাস ইউজার তারা লাফিয়ে উঠবেন কি!!!
আমাদের এত বড় অপমান আমাদের রম এর বিষয়ে না শেষ পর্যন্ত একটি সামান্য
Mtk যা কিনা চায়না আন্ড্রয়েড এর জন্য টিউন করলাম। এখন অনেকে এখন মনে মনে বলছেন
বেটা রাম খোদাই তাড়াতাড়ি প্যাক প্যাকানি শেষ কইরা তারাতারি ভাগুক , অনেকে আবার ভাবতেসেন
যে ট্যাব তা ক্লোস করমু কিনা। তাদের পরতি আমার কথা একটু ধৈর্য ধরে পড়ুন ও বুঝুন আমার কথা
।মনে করলাম আপনার মোবাইল Samsung galaxy s2 যা কিনা মোটা মুটি ভাল ও প্রথম শ্রেণীর
স্মার্ট ফোন।
Xda devloper এই সাইট এ গেলে আপনি দেখতে পারবেন যে এই সেটের জন্য কিটক্যাট আপডেট এসে গেছে ।বা অনেক কাস্টম রম টিটোরিয়াল আছে যা কিনা প্রথম শ্রেণীর প্রায় সব মোবাইল এই আছে ।কিন্তু আমরা যারা mtk বা চায়না উজার আমাদের কি হচ্ছে/হবে ভেবে দেখেছেন এখন পর্যন্ত জেলিবিন 4.3 অফিসিয়াল আপডেট স্বপ্নের মত লাগছে। কাস্টম রম এর উপর ভর করে দাড়িয়ে আছি এখন আপনারা
(যারা স্যামসাং ,সনি বা গুগল নেক্সাস ইউজার তারা বলবেন) যাক আপডেট তো পাইসো {কাস্টম/অফিসিয়াল} যাই হোক আপডেট পাইসোতো তাহলে আপনাকে আমিও আপনার সাথে একমত কিন্তু পাইলেতো !!! আমি আমার Walton primo r2 তে 4.3 চালাই তাও { নোট ৩ এর touch wiz ভার্সন } আর কিটক্যাট হাসলাম কবে পাব [নো ওয়েরেন্টি এন্ড নো গ্যারেন্টি]। যদি কোন হৃদয়বান
ডেভলপার যদি mtk এর কিতক্যাট ভার্সন বের করে ।তবেই শুধু এর কাস্টম বানাতে পারবো আর না হলে
ওয়েট . ওয়েট .. ওয়েট ...
আর ( স্যামসাং ,সনি বা গুগল নেক্সাস ) এই সব মোবাইলে কাস্টম রম তো available কিন্তু mtk এর তো নাই কি করবেন। তাই আমার এই চেষ্টা। এখন আপনি যদি (স্যামসাং ,সনি বা গুগল নেক্সাস উজার হয়ে থাকেন ) তবুও পড়ুন আন্ড্রয়েড এ রম জনিত সকল না হলেও অধিকাংশ সমস্যা সমাধান করতে পারবেন
এটা কাস্টম রম নিয়ে আমার প্রথম টিউন তাই আমি আপনাকে দেখাবো
স্টক 4.2 থেকে সনি 4.2 port করবেন (আপনি অন্য রমও পোর্ট করতে পারেন)
রুট বা রুটিং মানে একটি এন্ড্রয়েড ডিভাইসের রুট-লেভেল অ্যাক্সেস পাওয়া। রুট/Root শব্দটা এসেছে লিনাক্স অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীদের কাছ থেকে। লিনাক্স ব্যবহারকারীদের মধ্যে যাদের রুট প্রিভিলেজ বা সুপারইউজার পারমিশন আছে তাদেরকে রুট ইউজার বলা হয়। এন্ড্রয়েড তৈরি হয়েছে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম থেকে। এন্ড্রয়েড ডিভাইসে রুট পারমিশন মানে সিস্টেম ফাইল এডিট করার পারমিশন আদায় করা।এটা মাস্ট লাগবে কি অনেক টিটোরিয়াল পাবেন গুগল করলে।
লিঙ্কঃ
anzhuodiy.com
romzj.com
dashi.com
shendu.com
এখন আপনার স্টক রম বের এখানে অনেক নিয়ম আছে কিন্তু আমি সবচেয়ে সহজ নিয়ম টি বলছি
রিকভারি মোড যান
এখন আপনি এই উইন্ডো টি দেখতে পাবেন
এখন wipe factory data/reset এ ক্লিক করুন
ইয়েস দিন
তারপর wipe cache pertition এ click করুন
তারপর আপনি backup and restore এ ক্লিক করুন
এবং backup এ ক্লিক করুন
কিছুক্ষণ পর হয়ে গেলে রিবুট করুন
তার আপনার মেমরিতে একটি clock work mode নামে একটি ফোল্ডার পাবেন সেটি আপনার কম্পিউটার এ কপি করুন ব্যস আপনার কাজ শেষ স্টক রম পেয়ে গেলাম
বিঃদ্রঃ wipe factory data/reset করার ফলে আপনার সব ডাটা মুছে যাবে তাই এটি করার আগে নিশ্চয় ডাটা গুলো কম্পিউটারে রেখে দিবেন
অথবা
আপনি শুধু backup and restore এ ক্লিক করুন
এবং backup এ ক্লিক করুন
কিছুক্ষণ পর হয়ে গেলে রিবুট করুন (একটু সময় বেশি লাগবে)
বিঃদ্রঃ এখানে factory data/reset করা হবে না ফলে আপনার ডাটার কিছুই হবে না
তার আপনার মেমরিতে একটি clock work mode নামে একটি ফোল্ডার পাবেন সেটি আপনার কম্পিউটার এ কপি করুন ব্যস আপনার কাজ শেষ স্টক রম পেয়ে গেলাম
_স্টেপ ৩
কাস্টম রম বানানো
প্রথমে আপনাকে clock work mode নামে একটি ফোল্ডারে যান। গেলে নিচের মত একটি ফোল্ডার ও একটি ফাইল পাবেন
এখন backup ফোল্ডারে যান আরেক টা ফোল্ডার পাবেন
সেটার মধ্যে গেলে অনেক গুলো ফাইল পাবেন
সেখান থেকে system.ext4.tar.a ও boot.img এ দুইটি ফাইল আলাদা একটি ফোল্ডারে কপি করুন
এখন এর system.ext4.tar.a একে রিনেম করে system.ext4.tar কর শুধু .a delete করুন
তার পর এক্সট্রাকট করুন
তার ভেতর যান
এখন আপনার কাস্টম রম টি এক্সট্রাকট করুন
এক্সট্রাকট করার পর
এক্সট্রাকট করার পর ভেতরএ যান
এর পর স্টক রম ফোল্ডার এবং কাস্টম রম ফোল্ডার পাশাপাশি রাখুন
১.boot.img স্টক রম থেকে কাস্টম রমে copy করুন
২. তার পর আপনি স্টক রম ও কাস্টম রমের system/etc/firmware/ এ যান তার যা আছে সব স্টক রম থেকে কাস্টম রমে copy কর।
৩. তার পর আপনি স্টক রম ও কাস্টম রমের system/lib/module এ যান তার যা আছে সব স্টক রম থেকে কাস্টম রমে copy করুন।
৪। তার পর আপনি স্টক রম ও কাস্টম রমের system/usr/keylayout এ যান তার যা আছে সব স্টক রম থেকে কাস্টম রমে copy করুন।
৫. এবার আপনার কাস্টম রম জিপ করুন
--------: Tips for patch:--------
Copy "Stock Rom" to "Port Rom" (যদি কাজ না করে)
\system\etc\firmware\modem.img - SIM1/ 2 (যদি কাজ না করে)
\system\lib\module\mtk_stp_wmt - Wi-Fi/ Bluetooth (যদি কাজ না করে)
\system\usr\keylayout\Generic.kl - Home key (যদি কাজ না করে)
CAMERA জন্য - can't connect to Camera বা force closed লিখা আসলে :-
লিস্টের ফাইল গুলো স্টক রম থেকে কাস্টম রমে copy করুন।
এটা শুধু android version 4.0 (ICS) & 4.1 (JB) কাজ করবে
\system\lib\hw\camera.default.so
\system\lib\libcamera_client.so
\system\lib\libcameracustom.so
\system\lib\libcameraprofile.so
\system\lib\libcameraservice.so
\system\lib\libmhal.so
\system\lib\libmhalcontent.so
\system\lib\libmhaldrv.so
\system\lib\libmhalmdp.so
\system\lib\libmhalpipe.so
\system\lib\libmhalscenario.so
\system\lib\libmhalutility.so
\system\etc\permission\android.hardware.camera.front.xml
\system\etc\permission\android.hardware.camera.xml
রেডিও জন্য - FM Radio কাজ না করলে :-
লিস্টের ফাইল গুলো স্টক রম থেকে কাস্টম রমে copy করুন।
\system\etc\firmware\mt6620_patch_e3_hdr.bin
\system\etc\firmware\mt6620_patch_e6_hdr.bin
\system\etc\firmware\WMT.CFG
\system\lib\modules\mtk_fm_drv.ko
\system\lib\libfmcust.so
Sd card এর জন্য- এস ডি কার্ড মাউন্ট না হলে :-
লিস্টের ফাইল গুলো স্টক রম থেকে কাস্টম রমে copy করুন।
\system\etc\vold.fstab
\system\etc\vold.fstab.nand
ওয়াইফাই জন্য - ওয়াইফাই কাজ না করলে :-
লিস্টের ফাইল গুলো স্টক রম থেকে কাস্টম রমে copy করুন।
\system\lib\modules\mtk_stp_wmt.ko
\system\lib\modules\mtk_wmt_wifi.ko
ব্লুটুথ জন্য - ব্লুটুথ কাজ না করলে :-
লিস্টের ফাইল গুলো স্টক রম থেকে কাস্টম রমে copy করুন।
\system\lib\libbluetooth_mtk.so
\system\lib\libbluetoothem_mtk.so
Gps কাজ না করলে :-
লিস্টের ফাইল গুলো স্টক রম থেকে কাস্টম রমে copy করুন।
\system\xbin\libmnlp
তার পরেও অনেক সময় সামান্য কিছু রম কাজ করে না সেটা কোম্পানির সমস্যা
আর একটি কথা এই পোস্ট এ অনেক স্ক্রিন শট দরকার যা সময়ের অভাবে দিতে পারলাম না ।
আর কোন প্রকার বুঝতে সমস্যা/যেকোন সমস্যা হলে ০১৯৬৪৬২৮৬৯২।ফোন করেতে পারেন
আমি অ্যান্ড্রয়েড গেমওয়ালা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thank you very much