সবাই কে আমার সালাম দিচ্ছি... আমি এই প্রথম পোস্ট করছি এই ব্লগ এ। অনেক আশা ছিলো একটা ভালো পোস্ট করবো। কিন্তু তার বিপরিত।
অনেক কষ্টে বাবার কাছে বলে একটা অ্যান্ড্রয়েড ফোন নিছি। বাবার অনেক কষ্টের টাকা দিয়া। তাই কিছু করতে সাহস পাই না। সেটা হলো আমার ফোন এ কিট কাট ৪ আপডেট দিবো... আমার ফোন --- SAMSUNG GALAXY S2 GT-i9100 VER 2.3.5।
এখন আমার ফোণ এ এটা আপডেট হবে? প্লিস ভাইয়ারা আমাকে একটু হেল্প করেন। আমি এখন কি কি ফাইল ডাউনলোড করবো? কিভাবে ইন্সটল দিবো। আর তার লিঙ্ক। কনো প্রবলেম হবে কিনা। প্লিস প্লিস প্লিস আমাকে একটু হেল্প করেন। আমি আপনাদের কাছে চিরো কিতাজ্ঞ থাকবো...
আমি pc of shovon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।