=======================================================================================
কিভাবে MTK6595, MTK6582, MTK6589, MTK6589T, MTK6577, MTK6572 সহ সকল MTK65xx এ CWM ইন্সটল করবেন
=======================================================================================
এটি আমার প্রথম টিউন...ভুল হলে ক্ষমা করবেন আর আগে কেউ যদি এই টিউন করে থাকে তাহলে আমাকে জানাবেন...এবং সম্পূর্ণ নিজ দায়িত্তে করবেন...এই প্রক্রিয়ায় আমি আমার symphony w72 তে CWM ইন্সটল করেছি...
যা যা প্রয়োজন :
১. একটি MTK বেইসড Rooted সেট
২.BusyBox (play store থেকে ডাউনলোড করে নিন)
৩. PDAnet ADB drivers (এই লিঙ্ক থেকে ডাউলোড করে নিন http://ge.tt/3NF6Vuf/v/0 ) [3.2 MB]
৪. MTKDroidTools (এই লিঙ্ক থেকে ডাউলোড করে নিন https://app.box.com/s/jpspifigepeg8vrl57sw ) [7.7MB]
৫. MobileUncle Tools (play store থেকে ডাউনলোড করে নিন)
কার্যপদ্ধতি :
boot.img তৈরি পদ্ধতি
- এখন BusyBox ডাউনলোড করে ইন্সটল করুন
- এবার সেলফোন এর debugging mode on আছে কিনা চেক করে নিন...যদি off থাকে তাহলে তা on (টিক চিনহ দিয়ে) করে দিন। (চেক করতে Menu button > Settings > Development. Tap 'Debug Mode')
- এবার ডাউনলোড করা PDAnet ADB drivers পি.সি তে ইন্সটল করুন। ইন্সটল এর সময় Phone selection tab e "Others (or if you are not sure) সেলেক্ট করে কনটিনিউ করুন
- এবার সেলফোন টিকে পি.সি এর সাথে কানেক্ট করুন...সব ড্রাইভার এতক্ষণে ইন্সটল হয়ে গেছে ঠিক থাক মত
- এবার ডাউনলোড করা MTKDroidTools পি.সি এক্সত্রাক্ট করে ওপেন করুন অ্যাজ অ্যাডমিনেস্ট্রেটর মুডে...কিছুক্ষন অপেক্ষা করুন...MTKDroidTools সেলফোনের সাথে কমিনিউকেট করার পর আপনি MTKDroidTools এর নিচে বাম সাইডে একটু সবুজ স্কয়ার দেখতে পাবেন...যদি সেটা হলুদ রঙ এর হয়ে থাকে তাহলে ROOT লিখাতে ক্লিক করে টেম্পোরারি ROOT করে নিন (আমার হলুদ রঙ হয়ে ছিলো এবং টেম্পরারি ROOT করার পর Super User নতুন ভাবে ইন্সটল হয়য় বাট কাজ করে না...তাই MobileUncle Tools ইউজ করার আগে Framaroot দিয়ে Unroot করে অ্যাগেইন Root করে নিন)
- MTKDroidTools দিয়ে ROOT হয়ে গেলে এখন 'ADB Terminal' এ ক্লিক করুন...এর ফলে পি.সি কমান্ড উইন্ডো ওপেন হবে...কমান্ড উইন্ডো তে adb shell লিখে এন্টার প্রেস করুন...যার ফলে কমান্ড উইন্ডো তে "shell@android:/ #" এ লিখা দেখতে পাবেন
- এখন কমান্ড উইন্ডো টি মিনিমাইয করে MTKDroidTools এর মেইন মেনু তে আসুন (কমান্ড উইন্ডো বন্ধ করা যাবে না)
- মেইন মেনু থেকে 'Root, Backup, Recovery' এই ট্যাব সিলেক্ট করে Backup এ ক্লিক করুন...এখন বেশ কিছুক্ষন অপেক্ষা করুন
- কাজ শেষ হওয়ার পর আপনার কাছে জানতে চাবে যে ফাইল টি কম্প্রেসস করবেন কিনা...আপনার ইচ্ছা অনুযায়ি yes/no দিন
তৈরি হয়ে গেল আপনার সেলফোনের boot.img 😆
MTKDroidTools যে ফোল্ডারে এক্সট্রাক্ট করেছেন সেই ফোল্ডারে backup নামে নিউ একটা ফোল্ডার হবে যেখানে boot.img টি আছে
=========================================================================================
Recovery.img তৈরি পদ্ধতি
- সেলফোন পি.সি থেকে ডিসকানেক্ট না করে MTKDroidTools এর মেইন মেনু থেকে 'Root, Backup, Recovery' ট্যাব সেলেক্ট করুন
- To choose the boot.img তে টিক দিয়ে Recovery and Boot এ ক্লিক করুন...এখন আপনার সামনে একটি উইন্ডো ওপেন হবে সেখানে আপনার উপরের পদ্ধতিতে তৈরি করা boot.img টা সেলেক্ট করে দিন
- সেলেক্টের পর আপনার সামনে একটি উইন্ডো ওপেন হবে লিখা থাকবে 'CWM recovery automatically'...আপনি yes দিন
- এরপরে যে উইন্ডো আসবে ওটা তে no দিন...আবার একটা উইন্ডো আসবে ওটাতেও no দিন
- একটু অপেক্ষা করুন...প্রসেস টা শেষ হবার পরে MTKDroidTools যে ফোল্ডারে এক্সট্রাক্ট করেছেন সেই ফোল্ডারে Recovery নামে নিউ একটা ফোল্ডার পাবেন......তার ভিতরে দুইটা ফাইল থাকবে... একটি "boot" নাম দিয়ে এবং একটি "recovery" নাম দিয়ে
তৈরি হয়ে গেল recovery.img 😆
==========================================================================================
এবার উপসংহার CWM ইন্সটল দেওয়া 😎
- Recovery ফোল্ডার থেকে recovery নামে যে ফাইলটি আছে তা sdcard এ নিন (এখন আপনি MTKDroidTools ক্লোজ করতে পারেন এবং সেলফোন টি পি.সি থেকে ডিসকানেক্ট করতে পারেন)
- play store থেকে ডাউনলোড করে ইন্সটল করা MobileUncle Tools টি ওপেন করুন
- Recovery Update সেলেক্ট করুন
- sdcard এ রাখা recovery ফাইল টি আপনি দেখতে পাবেন...ওটা সেলেক্ট করুন...দেন ok চাইলে ok চাপুন...কাজ শেষ হওয়ার পরে reboot in cwm চাবে...reboot করুন...দেখবেন সেট CWM মুড এ ওপেন হয়েছে 👿
- এখন চাইলে আপনার stock rom ব্যাকআপ নিয়ে নিন
=======================================================================================
সম্পূর্ণ নিজ দায়িত্তে করবেন...সেলফোনের কোন প্রকার ক্ষতি এর জন্য আমি দায়ি না 🙁
আমি আমার symphony w72 তে এই পদ্ধতিতে CWM ইন্সটল করে টেস্ট করে তারপর টিউন লিখিছি
=======================================================================================
কেউ কি UltraSeps Color Separation Software ফুল র্ভাশন এর ডাউনলোড লিংক দিতে পারেন? থাকলে দয়া করে দেন। এর ওয়েবসাইটটির ঠিকানা হচ্ছে http://www.ultraseps.com.