কিভাবে MTK6595, MTK6582, MTK6589, MTK6589T, MTK6577, MTK6572 সহ সকল MTK65xx এ CWM ইন্সটল করবেন

=======================================================================================
কিভাবে MTK6595, MTK6582, MTK6589, MTK6589T, MTK6577, MTK6572 সহ সকল MTK65xx এ CWM ইন্সটল করবেন

=======================================================================================

এটি আমার প্রথম টিউন...ভুল হলে ক্ষমা করবেন আর আগে কেউ যদি এই টিউন করে থাকে তাহলে আমাকে জানাবেন...এবং সম্পূর্ণ নিজ দায়িত্তে করবেন...এই প্রক্রিয়ায় আমি আমার symphony w72 তে CWM ইন্সটল করেছি...

যা যা প্রয়োজন :

১. একটি MTK বেইসড Rooted সেট

২.BusyBox (play store থেকে ডাউনলোড করে নিন)

৩. PDAnet ADB drivers (এই লিঙ্ক থেকে ডাউলোড করে নিন http://ge.tt/3NF6Vuf/v/0 ) [3.2 MB]

৪. MTKDroidTools (এই লিঙ্ক থেকে ডাউলোড করে নিন https://app.box.com/s/jpspifigepeg8vrl57sw ) [7.7MB]

৫. MobileUncle Tools (play store থেকে ডাউনলোড করে নিন)

কার্যপদ্ধতি :

boot.img তৈরি পদ্ধতি

  • প্রথমে চেক করে নিন আপনার সেলফোন টি ROOT করা কিনা...যদি ROOT করা না হয় তাহলে Framaroot (এখান দিয়ে ডাউনলোড করুন https://www.dropbox.com/s/icsoywhu93ttuix/com.alephzain.framaroot-1%20%281%29.apk) দিয়ে ROOT করে নিন...Framaroot দিয়ে ROOT করতে apk টি ইন্সটল এর পর ওপেন করুন এবং Install SuperSU সেলেক্ট করে Boromir এ টাচ করুন...Successful ম্যাসেজ আসার পর সেলফোন টি REBOOT করুন...হয়ে গেল ROOT

2

  • এখন BusyBox ডাউনলোড করে ইন্সটল করুন
  • এবার সেলফোন এর debugging mode on আছে কিনা চেক করে নিন...যদি off থাকে তাহলে তা on (টিক চিনহ দিয়ে) করে দিন। (চেক করতে Menu button > Settings > Development. Tap 'Debug Mode')
  • এবার ডাউনলোড করা PDAnet ADB drivers পি.সি তে ইন্সটল করুন। ইন্সটল এর সময় Phone selection tab e "Others (or if you are not sure) সেলেক্ট করে কনটিনিউ করুন

1

  • এবার সেলফোন টিকে পি.সি এর সাথে কানেক্ট করুন...সব ড্রাইভার এতক্ষণে ইন্সটল হয়ে গেছে ঠিক থাক মত
  • এবার ডাউনলোড করা MTKDroidTools পি.সি এক্সত্রাক্ট করে ওপেন করুন অ্যাজ অ্যাডমিনেস্ট্রেটর মুডে...কিছুক্ষন অপেক্ষা করুন...MTKDroidTools সেলফোনের সাথে কমিনিউকেট করার পর আপনি MTKDroidTools এর নিচে বাম সাইডে একটু সবুজ স্কয়ার দেখতে পাবেন...যদি সেটা হলুদ রঙ এর হয়ে থাকে তাহলে ROOT লিখাতে ক্লিক করে টেম্পোরারি ROOT করে নিন (আমার হলুদ রঙ হয়ে ছিলো এবং টেম্পরারি ROOT করার পর Super User নতুন ভাবে ইন্সটল হয়য় বাট কাজ করে না...তাই MobileUncle Tools ইউজ করার আগে Framaroot দিয়ে Unroot করে অ্যাগেইন Root করে নিন)
  • MTKDroidTools দিয়ে ROOT হয়ে গেলে এখন 'ADB Terminal' এ ক্লিক করুন...এর ফলে পি.সি কমান্ড উইন্ডো ওপেন হবে...কমান্ড উইন্ডো তে adb shell লিখে এন্টার প্রেস করুন...যার ফলে কমান্ড উইন্ডো তে "shell@android:/ #" এ লিখা দেখতে পাবেন

step02

  • এখন কমান্ড উইন্ডো টি মিনিমাইয করে MTKDroidTools এর মেইন মেনু তে আসুন (কমান্ড উইন্ডো বন্ধ করা যাবে না)
  • মেইন মেনু থেকে 'Root, Backup, Recovery' এই ট্যাব সিলেক্ট করে Backup এ ক্লিক করুন...এখন বেশ কিছুক্ষন অপেক্ষা করুন

step03

  • কাজ শেষ হওয়ার পর আপনার কাছে জানতে চাবে যে ফাইল টি কম্প্রেসস করবেন কিনা...আপনার ইচ্ছা অনুযায়ি yes/no দিন

তৈরি হয়ে গেল আপনার সেলফোনের boot.img 😆

MTKDroidTools যে ফোল্ডারে এক্সট্রাক্ট করেছেন সেই ফোল্ডারে backup নামে নিউ একটা ফোল্ডার হবে যেখানে boot.img টি আছে

=========================================================================================

Recovery.img তৈরি পদ্ধতি

  • সেলফোন পি.সি থেকে ডিসকানেক্ট না করে MTKDroidTools এর মেইন মেনু থেকে 'Root, Backup, Recovery' ট্যাব সেলেক্ট করুন
  • To choose the boot.img তে টিক দিয়ে Recovery and Boot এ ক্লিক করুন...এখন আপনার সামনে একটি উইন্ডো ওপেন হবে সেখানে আপনার উপরের পদ্ধতিতে তৈরি করা boot.img টা সেলেক্ট করে দিন

stepo1

  • সেলেক্টের পর আপনার সামনে একটি উইন্ডো ওপেন হবে লিখা থাকবে 'CWM recovery automatically'...আপনি yes দিন

step02

  • এরপরে যে উইন্ডো আসবে ওটা তে no দিন...আবার একটা উইন্ডো আসবে ওটাতেও no দিন

step03

  • একটু অপেক্ষা করুন...প্রসেস টা শেষ হবার পরে MTKDroidTools যে ফোল্ডারে এক্সট্রাক্ট করেছেন সেই ফোল্ডারে Recovery নামে নিউ একটা ফোল্ডার পাবেন......তার ভিতরে দুইটা ফাইল থাকবে... একটি "boot" নাম দিয়ে এবং একটি "recovery" নাম দিয়ে

তৈরি হয়ে গেল recovery.img 😆

==========================================================================================

এবার উপসংহার CWM ইন্সটল দেওয়া 😎

  • Recovery ফোল্ডার থেকে recovery নামে যে ফাইলটি আছে তা sdcard এ নিন (এখন আপনি MTKDroidTools ক্লোজ করতে পারেন এবং সেলফোন টি পি.সি থেকে ডিসকানেক্ট করতে পারেন)
  • play store থেকে ডাউনলোড করে ইন্সটল করা MobileUncle Tools টি ওপেন করুন
  • Recovery Update সেলেক্ট করুন

stepo4

  • sdcard এ রাখা recovery ফাইল টি আপনি দেখতে পাবেন...ওটা সেলেক্ট করুন...দেন ok চাইলে ok চাপুন...কাজ শেষ হওয়ার পরে reboot in cwm চাবে...reboot করুন...দেখবেন সেট CWM মুড এ ওপেন হয়েছে 👿

step05

  • এখন চাইলে আপনার stock rom ব্যাকআপ নিয়ে নিন

=======================================================================================
সম্পূর্ণ নিজ দায়িত্তে করবেন...সেলফোনের কোন প্রকার ক্ষতি এর জন্য আমি দায়ি না 🙁

আমি আমার symphony w72 তে এই পদ্ধতিতে CWM ইন্সটল করে টেস্ট করে তারপর টিউন লিখিছি
=======================================================================================

Level 0

আমি dark_shadow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কেউ কি UltraSeps Color Separation Software ফুল র্ভাশন এর ডাউনলোড লিংক দিতে পারেন? থাকলে দয়া করে দেন। এর ওয়েবসাইটটির ঠিকানা হচ্ছে http://www.ultraseps.com.

micromax a25 kaw root korte chaile ben ami korche rom install diche.

ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য ।
পরবর্তীতে সম্ভব হলে, কাস্টম রম পোর্টিং এর বিষয়ে একটা পোষ্ট করবেন প্লীজ ।

    ধন্যবাদ…অবশ্যই করবো যদি পাই 🙂

Level 0

Bhai, kivabe bojbo j amar set-i MTK6595, MTK6582, MTK6589, MTK6589T, MTK6577, MTK6572?Ebong kivabe identify bojbo type of cpu my china phone(mtk, spd, etc.)? Please

    এটা বুঝার জন্য বিভিন্ন রকম সফটওয়্যার আছে…আমি ‘Android System Info’ এই সফটওয়্যার দিয়ে চেক করে দেখেছি

Level 0

আমার ক্ষেত্রে cmd তে root@Android :/ # লেখা আসে। কি করব?

    প্রব নাই…আপনি কনটিনিউ করেন…বাট কমান্ড উইন্ডো টি ক্লোজ করবে না…মিনিমাইজ করেন…আর কাজ হয়েছে কিনা জানিয়েন…

Level 0

Bhai,ki kore bojbo amar mobile-tir cpu ?, eti ki mtk or spd or others

    এটা বুঝার জন্য বিভিন্ন রকম সফটওয়্যার আছে…আমি ‘Android System Info’ এই সফটওয়্যার দিয়ে চেক করে দেখেছি@mana:

Level 0

হচ্ছেনা ভাই। ব্যাকআপ প্রেস করলে packing backup? লেখা আসে। yes/no select করার পর যে backup fileপাওয়া যায়, তার সাইজ কয়েক kb. help

    ঠিকই তো আছে…yes দিলে ওটা .zip ফর্মেটে সেইভ হবে…আমি yes দিয়ে করেছি…এবং আমার টার .zip এর সাইজ 701MB আর .zip এর ভিতরে যে boot.img তা আছে তার সাইজ 6.23MB

Level 0

আমার zip এর size 622 bytes.

    আপনি হয়তো কোথাও ভুল করেছেন…কাইন্ডলি আবার একবার উপরে লিখা নিয়ম এ চেষ্টা করুন @shajib5:

      Level 0

      @dark_shadow: আবার ট্রাই করলাম। কিন্তু, এক ই অবস্থা। লগ টা দেখেনঃ
      In system already available: Android Debug Bridge version 1.0.31

      —>>> Connect to device <<>> Connect to device <<<—
      — Nand Page/Spare = 2048/64
      — Unknown ROM structure, backup NOT possible!
      — The preservation folder on the computer: C:\Users\shamim\Desktop\MtkDroidTools_v251\MtkDroidTools\backups\backup_140129-093526\
      — In phone files will remain in the folder: /mnt/sdcard/clockworkmod/backup/140129-093526/
      — We keep blocks:
      — We pack everything kept in archive: C:\Users\shamim\Desktop\MtkDroidTools_v251\MtkDroidTools\backups\backup_140129-093526.zip
      — task is complete —
      কিন্তু তারপর যে যিপ ফাইল পাওয়া যায় তার সাইজ ৬২২ বাইটস।
      আপনার ইমেইল টা দিতে পারেন। আমারঃ [email protected]

        আপনি কোন মডেল ইউস করেন ?? সেট কি রুট করা ??? MtkDroidTools এ নিচের দিকে বাম সাইডে কি হলুদ রঙ নাকি সবুজ রঙ থাকে ??? আর সেট এ BusyBox ইন্সটল করে নিয়েছেন তো আগে ??? আমার log ফাইল টা আমি আপনাকে ইমেইল করে দিচ্ছি
        @shajib5:

          Level 0

          @dark_shadow:
          thank u.
          I use Walton primo.
          Rooted.
          yellow.
          Yes, bb installed.
          how to solve this prob: ERROR: system it was not remounted on ReadWrite!

            হলুদ রঙ হলে সেটা সবুজ রঙ করে নিন…সবুজ রঙ করে নিতে MTKDroidTools এর ROOT বাটন প্রেস করুন…তাহলে সেট নতুন ভাবে রুট হবে এবং নতুন ভাবে সেটে Super User ইন্সটল হবে এবং MTKDroidTools এ হলুদ রঙ টি সবুজ হয়ে যাবে…

ভাইয়া,আমার ধারনা এইটা Symphony W71 এ কাজ করবে…
কিন্তু সমস্যাটা হল,আমি W71 এর জন্য কোন কাষ্টম রোম খুজে পাচ্ছিনা,আপনি প্লিজ বিষয়টা একটু দেখেন।
আচ্ছা,আর আপনি কি কাষ্টম রোম ব্যবহার করেন?আর W72 এর কাষ্টম রোম কি W71 এ চলবে?

    এইটার মাধ্যমে stock rom backup নেওয়া যায় এবং custom rom ইন্সটল করা যায়…আর এইটা symphony w72 তে পরীক্ষিত…আমি নিজে পরীক্ষা করেছি কাজ করে কিনা…আর w71 এও কাজ করার কথা…তবে w72 এর কাস্টম রম w71 এ কাজ করবে কিনা টা সিউর না @সায়িক আনাম জোয়াদ্দার:

Level 0

ধন্যবাদ ভাই। আমিও w72 ইউজার। কিছুদিন আগে স্টক রম ফ্ল্যাশ দিতে গিয়া মোবাইল ব্রিক করে ফালছি, এখন কাস্টমার কেয়ারে!! 🙁 ভাই আপনার ফেসবুক লিংকটা দেন। আর কয়েকটা প্রশনের উত্তর দেন, w72 কোন ফোনের রিব্রেন্ড?
এই ফোনের অরিজিনাল সব তথ্য কোন সাইটে আছে? আর ফেসবুক লিংকটা প্লিজ 🙂

    w72 কোন ফোনের রিব্রান্ড তা আমিও খুজতেছি কারন সেটা জানতে পারলে কাস্টম রম খুজে পাওয়া ইজি হতো…আপনি জানতে পারলে আমাকে একটু জানিয়েন @r0xt3r:

vai amar patern lock hoye geslo.. ami stock rom dia flash dite caisilam but… amar set kono vai bei recovery mode e jasse na 🙁 set off kore cabel lagaile kisu khon por charger mode e chole jay

    আমার এক ফ্রেন্ডেরও সেইম প্রব হইছিলো…কিন্তু সে রিকভারি মুড এ গিয়ে ফ্যাক্টোরি রিসেট দেওয়ার পর ঠিক হয়ে গেছে সেট…দেখেন কোন ভাবে রিকভারি মুডে নিতেন পারেন কিনা…”volume up+power” এই দুইটা botton একসাথে চেপে ধরে অপেক্ষা করুন on হওয়া পর্যন্ত @Kh ফয়সাল:

dark_shadow ভাই, আমার ফোনও w72 । আপনি আপনার তৈরি করা img ফাইলটি আপলোড করে দিবেন প্লিজ? যেটা আমি mobileuncle দিয়ে ফ্ল্যাশ করতে পারবো…?

এটা W68 and F2 তেও কাজ করে। বেশ কিছু দিন আগে একবার ট্রাই করেছিলাম।

    জি স্বাভাবিক ভাবে করার কথা @কিছুই বুঝলাম না:

Level 0

@dark_shadow: সবই করেছি ভাই, কিন্তু কেন যে কাজ হচ্ছেনা!!!! mobile uncle tool die apnar recovery.img install korechi but recovery reboot press korle set reboot hoy. ar volume up+ power press korle red screen e atke thake. kono lekha ase na. what should i do?

    আমি যতদূর জানি এক সেটের recovery img দিয়ে আরেক সেটে CWM ইন্সটল দেওয়া যায় না…তাই মে বি আপনার Red Screen এ এসে আটকে থাকে @shajib5:

      Level 0

      @dark_shadow: amar kache phone er Firmware ache. eta theke
      manually ki kono vabe CWM recovery create
      kora jabe?

Level 0

plz help.how to root samsung galaxy star pro s7262

Level 0

amar kache Firmware ache. eta theke manually ki kono vabe CWM recovery create kora jabe?

Level 0

Vaii amrooo Same problm lik “shajib5” …… amr comptr e kono boot.img e file nai …… plz hlp koren.
amr ta to Green hoye ase bt boot.img file nai

Vai kaj hoyece onek try korar por…thanks…..

Level 0

vai amar symphony w72 soft brick hoye geche. i need stock rom. can you give a stock rom?

Level 0

এখন চাইলে আপনার stock rom ব্যাকআপ নিয়ে নিন…means? kivabe nibo bole den…

আমার টা mtk6572, root করা আছে, কিন্তু droid tools এর বাম পাশে হলুদ হয়ে থাকে, Framaroot দিয়ে রুট করার পরও সবুজ হয় না। কয়েক বার চেষ্টার পরেও হয় না। droid tools দিয়ে রুট করতে গেলে বলে file adb not install.