জেনেনিন অ্যান্ড্রয়েড ফোনের ডিভাইস আইডি

আজ আমি আপনাদের সাথে ছোট একটি টিপস শেয়ার করবো। টিপস টি অতি ছোট হলেও অনেকেই আমরা এটি জানি না তাই তখন পরতে হয় নানান ঝামেলায়। আমাদের অনেক সময়ই অ্যান্ড্রয়েড ফোনের ডিভাইস আইডি টি জানার প্রয়োজন হয়। আজ আমি আপনাদের কে বলবো কিভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোনের ডিভাইস আইডি জানতে পারবেন। আপনারা হয়তোবা অনেকেই জেনে থাকবেন কিন্তু যারা জানেন না আজকের টিউন টি শুধু তাদের জন্য।

আমরা নিম্নেউক্ত দুটি উপায়ে ডিভাইস আইডি জানতে পারি।

  1. ডিভাইস আইডি বের করার জন্য  *#*#8255#*#*  এটা লিখে ডায়েল করার মাধ্যমে আমরা ডিভাইস আইডি জানতে পারি।
    ডিভাইস আইডি
  2. অথবা আমরা এই ছোট ১৩ কেবির ডিভাইস আইডি অ্যাপ টা ইন্সটল করেও ডিভাইস আইডি জানতে পারি। অ্যাপ ইন্সটল করে ওপেন করলেই স্ক্রীনে ডিভাইস আইডি চলে আসবে।

সামনে আপনাদের সাথে আর কিছু টিপস শেয়ার করবো বলে আশারাখি। ধন্যবাদ

টিউনমেলা বাংলা টেক ব্লগ

Level 0

আমি saimonh3। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া দারুন লিখেছেন। ভাইয়া এই পোস্টটা সহ আমার ব্লগেও নিয়মিত পোস্ট করতে পারেন। আমার ব্লগেও অনেক ভিজিটর বিশ্বাস না হলে দেখে আসুন। আর এখন আমি প্রতি ব্লগের জন্য ৫ টাকা করে দেই। সুতরাং দেখে আসুন আর ব্লগ করা শুরু করুন এক্ষুনি। Techalarmbd.com