Root এবং Unroot? সে তো ক্লাস টু এর বই! কবেই শেষ।

আশা করি সবাই খুব ভালো আছেন।এখন মাত্র একটি সফটওয়্যার দিয়েই কোন কম্পিউটার ছাড়াই আপনার ফোন কে Root এবং Unroot করুন খুব সহজেই।

Expert রা দয়া করে ধৈর্য নিয়ে পড়ুন, শেষে চমক আছে।

টিউন টি মূলত নতুন ইউজারদের জন্য যারা এখনও Root / Unroot করতে পারেন না। আজ আপনাদেরকে একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব। যার নাম “Framaroot”। অনেকেই হয়তো এটার সাথে পূর্বপরিচিত। Framaroot বর্তমানে 2.0 থেকে 4.2 Android ভার্সন ফোন সমর্থন করে। এ ছাড়া আমরা জানি যে ফোন একবার রুট করলে ফোন এর ওয়ারেন্টি নষ্ট হয়ে যায়, অর্থাৎ ফোন কোম্পানি এর ওয়ারেন্টি দিবে না। কিন্তু Framaroot দিয়ে রুট করলে পরবর্তীতে রুট করা ফোন আনরুট করা যায়, যেটা পরবর্তীতে আপনার ফোনের ওয়ারেন্টি পাওয়ার পথে কোন সমস্যা করে না। তবুও বলে রাখি, যা করবেন নিজ দায়িত্বে করবেন।

কম্পিউটার ছাড়া ফোন রুট করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন ঃ

ধাপ 1: প্রথমে আপনার ফোন বা কম্পিউটারে “Framaroot” অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন।

ডাউনলোড করতে  এখানে   ক্লিক করুন।

ধাপ 2: যদি কম্পিউটার এ ডাউনলোড করে থাকেন তাহলে Framaroot কম্পিউটার থেকে আপনার ফোন মেমরিতে কপি করে নিন।

ধাপ 3 : Framaroot.apk ফাইলটি আপনার ফোন এ Install করুন।

ধাপ 4 : অ্যাপ্লিকেশানটি open করে নিচের মত “Install Superuser” option select করুন। তারপর নিচের মত যে কোন একটা exploits (Boromir / Faramir) select করুন।

আমাদের দেশ এর বেশিরভাগ সেট symphony, Walton, Maximus and other Chaina handset তাই আপনারা Boromir select করবেন।

ধাপ 5 : আপনি সফল হলে নিচের মত একটা মেসেজ দেখাবে।

ধাপ 6: এরপর আপনার ফোন কে  Reboot অথবা Restart করতে হবে।  Reboot করার পর আপনার ফোন মেনু তে "SuperSu" নামে একটি নতুন App যোগ হবে।

ধাপ 7 : সফল না হলে অন্য expoilt (Faramir) select করে  আবার একই পথ অনুসরণ করুন।

রুট সফল হওয়ার পর নিশ্চিত হওয়ার জন্য “Root Cheker” app টা ইন্সটল করুন।

নিচের মত দেখালে বুঝবেন আপনি সফল হয়েছেন।

“Root Checker” app টা ডাউনলোড করতে   এখানে ক্লিক করুন।

এবার আসুন আনরুট করার পদ্ধতি তে। পদ্ধতিটা খুবই সহজ। Framaroot app টা ওপেন করে “Install Superuser” এ ক্লিক করলে “Unroot” অপশন সিলেক্ট করুন। তাহলেই হয়ে যাবে আপনার বহু প্রতীক্ষিত Unroot। 😆

পরবর্তী টিউন এ লিখব কিভাবে আপনার মোবাইলের RAM বাড়ানো যায়। RAM বাড়াতে  হলে আগে জানতে হবে কিভাবে ফোন Root / Unroot করতে হয়। এই কারনেই এই টিউন টি লেখা।

বি:  দ্র  ঃ  এই টিউন টি  আপনার কোন কাজে লাগলে আপনার অভিজ্ঞতা সম্পর্কে বলুন নিচের টিউমেন্ট বিভাগে। আর আমি তো ফেসবুক এ আছিই।

এ ছাড়া বিভিন্ন প্রয়োজনীয় software download ও review দেখার জন্য Visit করতে পারেন আমাদের ব্লগ। ধন্যবাদ।

Level 0

আমি wasik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া দারুন লিখেছেন। ভাইয়া এই পোস্টটা সহ আমার ব্লগেও নিয়মিত পোস্ট করতে পারেন। আমার ব্লগেও অনেক ভিজিটর বিশ্বাস না হলে দেখে আসুন। আর এখন আমি প্রতি ব্লগের জন্য ৫ টাকা করে দেই। সুতরাং দেখে আসুন আর ব্লগ করা শুরু করুন এক্ষুনি। Techalarmbd.com

    Level 0

    @Tahmid Hasan: ধন্যবাদ ভাই।।

কাম করে না ।সনি এরিকসনে । হ্যায়ডা কি দিতিয়াছেন মুই তো কোন কামই করবার পারলুমনা ।

    Level 0

    @শহিদুল ইসলাম: ভাই আপনি কি পোষ্ট টা ঠিক করে পরেন নাই ? সব ধরনের সেট এর জন্য এটা কাজ করবে না। শুধু মাত্র symphony, Walton, Maximus এবং অল্প কিছু Chaina ফোনের জন্য কাজ করবে। ধন্যবাদ।।

Level 0

Amar set Motorola XT530.Install SuperSU Select korar por ektai option ase ‘ Gandalf “.Ki korbo bolben ki?

    Level 0

    @pixiemnz: আপনি “Gandalf” দিয়েই কাজ করুন, কাজ হবে ইনশাআল্লাহ। বিশেষ করে আপনার উদ্দেশে বলছি, এত অধৈর্য হলে আপনি কোন কাজেই সফল হতে পারবেন না। আর মানুষ কে গালাগালি দিয়ে কত দূর ই বা যেতে পারবেন ? আর আপনার জন্নে টেকটিউনে ২৪ ঘণ্টা থাকা আমার পক্ষে সম্ভব না। আপনার কমেন্ট এর জন্নে ধন্যবাদ ।

হচ্ছে না তো ভাই। আর হওয়া তো দূরের কথা, কি একটা মেসেজ দেখায়; পুরো অপশনগুলোও আসে না। ভাই, দয়া করে নতুন কোন কার্যকরী ট্রিকস্ আনুন।

    Level 0

    @Central Cyber Intelligence: আপনার ফোন এর মডেল দেন নাই। আর আমি তো পোষ্ট এ বলেই দিয়েছি কোন কোন ব্রান্ড এর ফোনের জন্য Framaroot কাজ করবে। ধন্যবাদ।

Level 0

vai hoy na,ami htc desire hd chalai………………………..kamne korbo???/valo post koren

    Level 0

    @fuad: কাজ না করার কোন কারন দেখি না। প্রবলেম এর details দিলে হয়তো বুঝতে পারতাম। আপ্ননার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

Level 0

আমার মোবাইল Symphony w60. এইটা ইনস্টল করে চালু করলে এই লেখাটা দেখায় “yor device seems not vulnerable to exploit includingin Framaroot”.

    Level 0

    @shishir_ks: Framaroot আপনার ফোন কে সাপোর্ট করছে না। আপনি অন্য ভাবে চেষ্টা করুন। ধন্যবাদ।

ভাই SAMSUNG GALAXY GTS-7562 ROOT করা যাবে?

    Level 0

    @আব্দুল আহাদ মিয়া: Framaroot app টা দিয়ে SAMSUNG GALAXY GTS-7562 Root করা যাবে না। আপনি অন্যভাবে চেষ্টা করুন । ধন্যবাদ ।

      @wasik: ভাই টিউনটির জন্য অনেক ধন্যবাদ, আমি অনেক আগেই আমার Maximus max907 হ্যান্ডসেট টি এই সফটওয়্যার টি দিয়ে রুট করতে সক্ষম হয়েছি। কিন্তু সমস্যা হলো আমার হ্যান্ডসেটের ফোন মেমোরি এবং র‍্যাম একেবারেই কম। তাই র‍্যাম বাড়ানোর টিউটোরিয়াল টি তাড়াতাড়ি দিলে আমার অনেক উপকার হতো 🙂 Link2sd দিয়ে ট্রাই করে দেখেছি কাজ হয় নি, তাই আশা করছি নতুন কিছু দেবেন 🙂

        Level 0

        @নেটিজেন।: ধন্যবাদ ভাই। ফোন মেমোরি তো বাড়ানো সম্ভব না। :p তবে RAM বাড়ানো সম্ভব। আজ অথবা কালের ভেতরই টিউটোরিয়াল টি পাবেন ইনশাআল্লাহ।

হয় না ভাই * your device seems not vulnerable to wxploit included in framaroot * লেখা দেখায় আমি symphony w60 use করি সমাধান থাকলে বলেন… 😀

    Level 0

    @Borhan Sultan: “your device seems not vulnerable to wxploit included in framaroot” এইটা দিয়ে বুঝান হচ্ছে যে আপনার সেট framaroo vulnerable না। আপাতত আমার কাছে এই সমস্যার সমাধান নেই। ধন্যবাদ।

Level 0

superuser icon esheche but root cheker bolche sorry your device not properly rooted, can u help vaiya?

    Level 0

    @rmizanur: আপনার সেটকে “framaroo” রুট করতে পারছে না, আপনি অন্যভাবে চেষ্টা করুন। ধন্যবাদ।

Level 0

faild:-(……… try another exploit if available……..ki korbo?????

    Level 0

    @fuad: Boromir / Faramir বাদে অন্য কোন exploit যদি আসে তাহলে ঐটা দিয়ে চেষ্টা করুন, আর যদি না আসে ত্তাহলে রুট করার অন্য উপায় গুলা অনুসরণ করুন। ধন্যবাদ।

ধন্যবাদ কাজ হয়েছে

    Level 0

    @হোছাইন আহম্মদ: আপনাকে অভিনন্দন।

Thanks bro for your tune. I really love your tune. My set is Samsung S Duos gt-s7562. Can I root my phone by this soft? And is there any chance to break my phone?

    Level 0

    @Kaushik-Mirza: হা করতে পারবেন। কোন সমস্যা হবে না। ধন্যবাদ।

Level 2

ভাই মোবাইল রুট করলে কি সব এ্যাপ্লিকেশন সেভ থাকে না রিমুভ হয়ে যায় জানাবেন।

    Level 0

    @Nil Dukkho: সব সেভ থাকে, কোন ঝামেলা নাই। ধন্যবাদ।

ধন্যবাদ ভাই সহজ বর্ণনায় অত্যান্ত উপকারী ও সুন্দর টিউনের জন্য। আমি আমার ওয়াল্টন জি-১ রুট করতে চাই তাই জানতে চাচ্ছি আমার সেটটি রুট করলে সেটে ফোন বুক, এস.এম.এস, বিভিন্ন এ্যাপস, এগুলো কি মুছে যাবে? দয়া করে জানাবেন।

    Level 0

    @বড় ভাই: আপনাকে অভিনন্দন, না আপনার ডাটা এর কোন ক্ষতি হবে না। ধন্যবাদ।

Level 2

ভাই ram extender হয়না।

    Level 0

    @Nil Dukkho: বুঝলাম না আপনার কথা।

ধন্যবাদ ভাই… এই মাত্র করলাম এবং সফল হলাম।

    Level 0

    @বড় ভাই: আপনাকে অভিনন্দন। যারা যারা এখনও পারেন নি তারা চেষ্টা করতে থাকুন…।। সফল হবেন অবশ্যই… ইনশাল্লাহ।

Level 0

আমার সনি এক্সপেরিয়া j কোন ভাবেই রুট করতে পারতেছিনা। নেটে ঘাটাঘাটি করলাম। হয়না। আপনি এরকম কোন সহজ পথ বাতলে দিতে পারবেন রুট করার?

Level 0

symphony w150 te hoyna…

ভাই আমার walton gh2 আমার ও হচ্ছেনা আপনি একজনকে বল্লেন,””@fuad: Boromir / Faramir বাদে অন্য কোন exploit যদি আসে তাহলে ঐটা দিয়ে চেষ্টা করুন, আর যদি না আসে ত্তাহলে রুট করার অন্য উপায় গুলা অনুসরণ করুন। ধন্যবাদ।” আপনি কোনো সহজ উপাই বলবেনকি?

vai aktu kosto kore bolben kivabe ami Walton Primo H3 4.4.2 Final version ta k root korbo..? ami onek try korechi 2 din but kono vhabe e root korte parenai. Plz vai amake aktu help koren.

Level 0

amar ” HUAWEI” Ami ki select kormu??

Level 0

bhai Wasik, framaroot file tir downloader onno kono link ba arekbar upload kore dile valo hoi….

apnake ojoshro dhonnobad.

samsong j1 root korbo kono kisuitei hoyna help me