সবাইকে আমার সালাম জানিয়ে শুরু করছি। টেকটিউন্স এ এটা আমার প্রথম টিউন। জানিনা আপনাদের কেমন লাগবে।
যাক গে সেসব কথা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Easy Touch (Iphon style) নামক এক সফটওয়ার। এটা দিয়ে আপনি আপনার এন্ড্রয়েড ফোন এর হোম বাটন কে বারতি চাপ থেকে বাচাতে পারবেন।
আমাদের অনেক এন্ড্রয়েড ফোন আসে যে গুলা তে হোম বাটন থাকে। সেটা চাপা চাপির ফলে এক সময় সেটা প্রব্লেম করতে শুরু করে। এই সফটওয়ার আপনার হোম বাটনের উপর বারতি চাপ কমাবে।
টেকটিউন্সে এই নিয়ে আরেকটি টিউন্স করা হয়েছিল কিন্তু ওইটার ফাইল টা আমি নামাতে পারি নি এবং কাজ ও করতে পারি নি।
তাই আপনাদের কাছে আমি এটা তুলে ধরলাম। কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন 🙂
আজ এখানেই শেষ করছি সবাই ভাল থাকবেন।
4shared এর লিঙ্ক দিলাম।
সফটোওয়ার টার লিঙ্ক এইখানে > http://www.4shared.com/mobile/wXzH5XeDce/dfe1bfa994f64928941e80d32a0aad.html
আমি Sakib Hossen। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
4shared থেকে ডাউনলোড করতে পারলাম না?
কি বলবেন এখন ? আমার লিঙ্ক থেকে ডাউনলোড হয় না, এটা তো জাস্ট আপনার কাছ থেকে শুনেছিলাম !!! একটু সন্দেহ হচ্ছে আপনি ডাউনলোড করতে পারেন তো 😉
বিচার মানি, কলা গাছ আমার… অও সিস্টেম Use কররায় নি? হায়রে ময়না…
অনুসরণ করেই চলে যাও, বাধা নেই 😉 হা হা হা 😀