এন্ড্রয়েডের বিশেষ সংস্করণ প্রাইভেটওএস নিয়ে আসছে ব্ল্যাকফোন

আপনার মুঠোফোনে গোপনে কেউ নজরদারি করছে কিনা তা জানিয়ে দেবে ‘ব্ল্যাকফোন’ নামের একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটিকে ফাঁকি দিয়ে কোনোমতেই নজরদারি করা সম্ভব হবে না বলে দাবি করেছেন এর নির্মাতারা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মুঠোফোনে গোয়েন্দাদের আড়ি পাতার খবর ফাঁস করেছিলেন মার্কিন গোয়েন্দাবাহিনীর সাবেক কর্মকর্তা অ্যাডওয়ার্ড স্নোডেন। গোপনে নজরদারির তথ্য ফাঁস হওয়ার পর থেকেই মুঠোফোনে তথ্য গোপন করার বিষয়টি নিয়ে সচেতনতা বেড়েছে। গোপন নজরদারি আর মুঠোফোন হ্যাকিংয়ের প্রবণতা বেড়ে যাওয়ায় বাজারে নিরাপদ স্মার্টফোনের চাহিদা বাড়ছে। আর এই চাহিদার কথা মাথায় রেখে স্পেনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান গিকসফোন তৈরি করেছে ‘ব্ল্যাকফোন’। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, ব্ল্যাকফোন এমনভাবে তৈরি করা হবে যাতে স্মার্টফোন ব্যবহারের নিরাপদ অভিজ্ঞতা হয়।

ব্ল্যাকফোন তৈরি করতে গিকসফোন মোবাইল এনক্রিপশন সেবাদাতা প্রতিষ্ঠান সাইলেন্ট সার্কেলেরসঙ্গে যুক্ত হচ্ছে। এই দুটি প্রতিষ্ঠান মিলে গোপন নজরদারি এড়ানোর প্রযুক্তি সুবিধার ব্ল্যাকফোন বাজারে আনবে।
blackphone

ব্ল্যাকফোনে থাকবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিশেষ একটি সংস্করণ যার নাম হবে ‘প্রাইভেটওএস’। কাস্টমাইজড এই অপারেটিং সিস্টেমে এমন কিছু নিরাপত্তা ফিচার থাকবে যা বিশ্বের যেকোনো জিএসএম নেটওয়ার্কে কাজ করবে। এই স্মার্টফোনে পরিচয় গোপন করে এনক্রিপটেড কল করা, বার্তা পাঠানো ও নিজেকে গোপন রেখে ইন্টারনেট ব্রাউজ করা যাবে।

ব্ল্যাকফোন ওয়েবসাইটে দাবি করা হয়েছে, ব্ল্যাকফোনে এমন টুল ইনস্টল করা থাকবে যাতে ব্যবহারকারীর অগোচরে কেউই তথ্য সংগ্রহ করতে পারবে না। আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে যত নিরাপত্তা ফিচার আছে সেগুলোও এই স্মার্টফোনটিতে থাকবে। ওয়াই-ফাই, ফোরজি ও অন্যান্য সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করে এনক্রিপটেড ভয়েস ও ভিডিও কলও করা যাবে। সাইলেন্ট টেক্সটের মাধ্যমে নিরপাদে বার্তা পাঠানো যাবে। এ ছাড়াও উইন্ডোজ কম্পিউটারে এনক্রিপটেড ভিওআইপি টেলিকনফারেন্সিং সুবিধা দেবে সাইলেন্ট সার্কেল।

এই স্মার্টফোনটি দুর্বৃত্তদের হাতে গেলে সমস্যা তাদের সুবিধা হতে পারে বলেও আশঙ্কা করছেন প্রযুক্তি গবেষকেরা।

২৪ ফেব্রুয়ারি স্পেনে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ব্ল্যাকফোন উন্মুক্ত করবে গিকসফোন। এই স্মার্টফোনটির দাম সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশিত হয়নি।

সংগৃহীত:আমার

Level 2

আমি দীপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

😛