খুব শিগগিরি বাজারে আসছে Primo Walpad 8b

আসছে 1.2 GHz Quad কোর প্রসেসরের Primo Walpad 8b

খুব শিগগিরি বাজারে আসছে ওয়াল্টনের এই নতুন ট্যাবটি। এতে থাকছে smooth ও responsive গেম প্লে এবং multitasking এর সুবিধা। দ্রুত গতির ওয়েবপেজ লোডিং সুবিধা সহ অসাধারণ পারফরমেঞ্চ ও স্পীড এবং Graphics যা আপনার ব্যাটারিতে সামান্য এফেক্ট ফেলবেনা। আশা করা যাচ্ছে ওয়াল্টনের এই ট্যাবটি পারফর্মেন্সের দিক থেকে ব্যবহারকারীদের ভালোই মন যোগাবে।

CINEMA THEATER IN HAND

Primo Walpad 8b এর 7.85 inch ডিসপ্লে , শক্তিশালী ব্যাটারি এবং হাইস্পিড ডাটা কানেক্টিভিটি হতে পারে আপনার পারফেক্ট ট্রাভেল সঙ্গী অথবা আপনার সিনেমা দেখার শ্রেষ্ঠ বন্ধু।Walpad 8b এর সুপ্রসারিত ডিসপ্লেতে আপনি হইত পেয়ে যাবেন অনেকটা সিনেমা থিয়েটারের স্বাদ।Walton দাবি করছে বাবহারকারিরা তাদের Walpad 8b এর ডিসপ্লের প্রেমে পরতে বাদ্ধ হবে।
ওয়াল

ITS ALL ABOUT SPEED

Primo Walpad 8b তে থাকছে 28nm 1.2 GHz Quad Core processor এবং 1GB RAM। সব কিছু হবে দ্রুত যেমন দ্রুত পেইজ লোড ,smooth ও responsive গেম প্লে এবং multitasking হবে অসাধারণ। Primo Walpad 8b এর Advanced 1.2 GHz Quad Core processor আপনাকে দিবে অসাধারণ পারফরমেঞ্চ ও স্পীড এবং অসাধারণ Graphics যা আপনার ব্যাটারিতে সামান্য এফেক্ট ফেলবেনা ।
wal8b

Android 4.2 Jellybean

primo Walpad 8b তে আছে আন্ড্রয়েডের অন্যতম সংস্করণ Android 4.2.2 Jellybean.সাথে থাকছে অসাধারণ কিবোর্ড যা আপনার User Experience কে করবে আকর্ষণীয়,new actionable notification,updates to google এবং আরো অনেক কিছু।
wa8b

LESS CHARGING,MORE DOING

Primo Walpad 8b তে আছে শক্তিশালী 5200 mAh Li -on(polymer) ব্যাটারি। আপনি অনেক শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু আপনাকে সেতুলনাই চার্জ দিতে হবে অনেক কম। এখন আপনি আপনার Primo Walpad 8b নিয়ে যেতে পারবেন অনেক দুরের পথ কোন রকম ব্যাটারির কথা চিন্তা না করে। এর স্পেশাল নোটিফিকেশান আপনাকে জানান দিবে কতোটুকু চার্জ আছে কিংবা আরো কতোটুকু চার্জ দিতে হবে। এতে আছে ব্যাটারি ব্যাকআপের স্পেশাল সুবিধা।

দেখে নেওয়া যাক Walton 8b সম্পূর্ণ specification

ওয়ালটন সম্পুর্ন টেকনিকাল স্পেসিফিকেশন জানালেও প্রাইজ এখনো ঘোষনা দেয় নি। তবে তারা বলছে যে গ্রাহকদের হাতের নাগালেই থাকবে।এখন দেখার বিষয় সবাই কিভাবে গ্রহণ করে Walpad 8b কে আর কতোটুকুই বা ইউজারদের মনের মত হই ওয়াল্টনের নতুন এই ট্যাবটি।
আজ এই পর্যন্তই।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই পোস্টটি আগে আমার ড্রয়েডে প্রকাশিত হয়েছে

Level 2

আমি দীপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস