Android ফোনের Boot Animation পরিবর্তন করুন। সাথে নিয়ে নিন Boot Animation এর মেগা কালেকশন।(Only Root User)

Android এর দুনিয়াতে স্বাগতম

সবাইকে স্বাগতম আমার ২য় পোস্টে। আপনাদের দোয়া তে ভালো আছি  এবং আবারো ভালো থাকার দোয়া নিয়ে আমি উদীয়মান লেখক আমার পোস্টটি শুরু করছি।
আমি আপনাদের আজ যা সম্পর্কে বলবো  তা হল কীভাবে Android এ Boot Animation ও Shutdown Animation Change করবেন।

Android মোবাইল On করার সময় যা দেখায় তা হল  Boot Animation. আবার Off করার সময়ে যা দেখায় তা হল Shutdown Animation. আমি আপনাদের আজ দেখাবো যে কি ভাবে তা পরিবর্তন করে নতুন animation দেয়া যায়।

আপনাদের এই পদ্ধতিটি অবলম্বন করতে হলে যা যা থাকতে হবেঃ

১. Android Rooted Handset

২. Root Explorer

৩.Pre-Installed কিছু Boot/Shutdown Animation.

Android

আমি Walton Android সেটের ব্যাপারে বলছি।Walton মোবাইলে প্রথমে যে Animation ছিলো সেটি হল Android Primo এর। On হওয়ার সময় BRILLIANT STORY OF ANDROID PRIMO দেখায়। ঠিক একই ভাবে Off হওয়ার সময়েও। এটা বদলাতে হলে নিচের নির্দেশনা মোতাবেক করুন।

“Root explorer” Install করার পর ওপেন করুন এবার এখানে যান System>Media> দেখবেন Bootanimation.zip ও shutdownanimation.zip নামে দুইটা ফাইল আছে।আপনার প্রয়োজনে ফাইল দুটি sd তে কপি করে রাখতে পারেন এবার আপনার Media তে থাকা ফাইল টি ডিলিট করে দেন।এবার নিচে ডাউনলোড করা Animation এর যে ফাইল আছে সেগুলি সেখানে Paste করুন [নোটঃ Root explorer এর mount R/O থেকে mount R/W করে নিতে হবে] এবার আপনার Android Phone Off করে On করুন।দেখবেন নতুন Boot Animation।

৭০+ টি বুট এনিমেশন ডাউনলোড করুন  এখান থেকে।

নোট :- অবশ্যই CWM দিয়ে Android এর Backup রাখবেন। কোন সমস্যা হলে বা আগের বুট এনিমেশন ফিরে যেতে CWM দিয়ে restore দিবেন আপনার Android এর Backup করা ফাইল।

মন্তব্যঃ কিছু মানুষ আমার পোস্ট কে হুবহু নকল করে নিজের সাইটে নিজের নামে চালিয়ে দিচ্ছে। এসব করলে আমার মেহনত তো বৃথা যাচ্ছে মনে হচ্ছে। আপনারা  Copy করুন কিন্তু সামান্য আমার নামটা স্বীকার করলে খুশি হব। ধন্যবাদ।

বিঃদ্রঃ- সময়ের স্বল্পতার কারণে কোন Screenshot দিতে পারলাম না বলে আন্তরিক ভাবে দুঃখিত।

পোস্টটি পূর্বে এখানে প্রকাশিত।

ভালো থাকবেন।সুস্থ থাকবেন।

Level 0

আমি উদীয়মান লেখক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a learner. I have some addiction in technology. I love when I use to think about IT. Although people understand me as a fool or something like that. But it is alright to me. I am what I am. And I think I am a good person.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Thanks ame nijeo jantam tobe amar mone hoy Handset ta ROOT kora thakte hobe

    @G2: apni hoito lokkho korenni ami suru tei bolechi Android Rooted Handset.

      @উদীয়মান লেখক: VAII ektu help korben ami lava iris 405 android 4.1 jb user amar phone tai kodin dhore khub problem hoche jemon apps gulo automatic close hoye jachee, back switch sob somay kaaj korce na, bare bare hank korce. ami 3-4 bar reset kori but kichui hoy ni tarpor root kori but same problem. kii kori vai ektu janaben please. ami 4.2 te update korte caicilam manualy 4.2 te update kora jabe kii?

        @onlinesaumen: apnar phone er bepare jene mone hocche system apps e onek jhamela kore felechen.firmware reset dile all clean hoe jabe.and 4.2 te update kora jabe.age firmware reset korun.

vi kon Media thke delete korbo bujeni r amr phn root but Recovery mod ure gacha, Customer care a nia gale thik kore diba na.

@Tahmid Hasan: vaia freelancing department e jogajog korun.eta android department.

    @উদীয়মান লেখক: হোকনা অ্যানড্রয়েড বিভাগ!!!! আর কেউতো কিছু বললো না ভাই। আপনার প্রয়োজন না হতে পারে। অন্য কারো তো হতেই পারে তাই না????

via amr phn er nam micromax Model a25 = micromax a25 recovery mid ase na ty cwm diteo pare na, via plz aktu help koren.

আশা করি পরে কাজে লাগবে। আপনাকে ধন্নবাদ।

    @কাজী কামরুজ্জামান: মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়েছেন বলে আপনাকেও অনেক ধন্যবাদ।

অনেক সুন্দর লিখেছেন, পরে চেষ্টা করে দেখব @ ধন্যবাদ

আমার Samsung Galaxy GT-S5301 e kaj holo na to vai. sob to dekhsi .qmg file. amar phon root kora e ase. 🙁

    @Pankha Kazi: আপনি ঠিক কোন ফাইল টাকে ডিলিট করেছেন? আমাকে বলবেন কি?

পড়ে ভাল ই লাগলে কাজের টিউন রেখে দিলাম