শ্রেকের ড্রাগনকে ফাঁকি দিয়ে রাজকুমারীকে উদ্ধার করার সেই বিখ্যাত গল্পের অ্যানিমেশন মুভিটি বানানোর কারিগর যে, সেই DreamWorks –ই এবার ছোটদের জন্য নিয়ে আসছে ট্যাবলেট DreamTab । যেখানে Madagascar, Shrek ছোটদের থেকে আর দূরে থাকবে না। দেখা যাবে পড়াশোনার অবসরেই।
DreamTab এ রয়েছে অন্যান্য Tablet এর মতই অনেক সুযোগ সুবিধা তবে সেটা অবশ্যই ছোটদের উপযোগী করে। আর এর আপডেটও হবে DreamWorks এর সৃষ্ট চরিত্রগুলো দিয়ে। যেমন, শ্রেক বলে দেবে ট্যাবলেটটি বন্ধ করতে নির্দিষ্ট সময়ের মধ্যেই। এরকমভাবে আরও মজার কিছু চরিত্র দিয়েই পুরো ট্যাবলেটের ফীচার সাজানো।
শিক্ষণীয় রয়েছে অনেক কিছুই। তারমধ্যে বিশেষ করে একটা ফীচারের কথা না বললেই নয়। ট্যাবলেটটিতে ড্রয়িং শেখা যাবে সেই ভঙ্গিতে যেভাবে DreamWorks এর অ্যানিমেটররা মুভি তৈরীর ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। অর্থাৎ Stylus Technology ব্যবহার করে বিভিন্ন ডিজাইন শেখা যাবে।
DreamWorks Animation Studio এবং Fuhu Inc. যৌথভাবে বাজারে আনছে এই ট্যাবলেটটি। তবে Fuhu Inc. আগে থেকেই ছোটদের জন্য ট্যাবলেট তৈরী করে আসছে। Tablet Nabi তাদেরই সৃষ্ট। চলতি সপ্তাহেই এর মোড়ক উন্মোচন করা হয়েছ। সুতরাং আর খুব বেশী দিন অপেক্ষা করতে হবে না ছোটদের।
ধন্যবাদান্ত্যেঃ আমার ড্রয়েড
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.dhrubohost.com, ডোমেইন রেজিস্ট্রেশন, বাজেট ওয়েব হোস্টিং, বিজনেস ওয়েব হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস এবং SSL সার্টফিকেট প্রোভাইডার। ফেসবুকে পাবেনঃ https://fb.com/DhruboHost, হটলাইন : +88 01795 470074