বিসমিল্লাহির রহমানির রহিম।
সবাইকে সালাম জানিয়ে শরু করছি। কিছু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পূর্বে যদি কেউ এই বিষয়ে টিউন করে থাকেন আমি দুখি:ত। এই টিউনটি এন্ড্রয়েডের 1টি জনপ্রিয় এপ্লিকেশন নিয়ে। আশা করি এপ্লিকেশনটি সকল (এন্ড্রয়েড ব্যবহারকারী) মুসলমান ভাই -বোনদের কাজে আসবে।
এপসটির নাম হল : নামাজ শিক্ষা - Namaj Shikkha
মহান আল্লাহ তায়লার প্রত্যেক মুসলমান নরনারীর উপর নামাজ ফরয করেছেন। আর এই এপসটি নামাজ নিয়েই। এই এপসটির বিশেষ বৈশিষ্ট্য হল প্রত্যেক নামাজ ওয়াক্তে আটমেটিক এলার্ম দিয়ে জানিয়ে দিবে যে নামায এর সময় হয়েছে।
এপসটির বিশেষ বৈশিষ্ট্য:
1। নামাজের সময়সূচি
2। নামাজের প্রাথমিক বিষয় সমূহ ( নামাজের ফরজ সমূহ, অজুর নিয়ম, ইত্যাদি)
3। নামাজকালীন বিষয়বরী ( নামাজ পড়ার নিয়ম, নিয়ত, দোয়ায় কুনুত, ইত্যাদি)
4। প্রয়োজনীয় বিষয়বরী ( প্রয়োজনীয় সূরা সমূহ, ইত্যাদি)
..
..
.
এককথায় নামাজ পড়ার যাবতীয় সবকিছু পাবেন এই এপস এ।
পরিশেষে আশা ও বিশ্বাস এই এপসটা আপনাদের কাজে আসবে। কিছু ভুল আমাকে ক্ষমা করবেন।
আমি masudqm। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks