প্রথমেই সালাম নিবেন।আমি বেশ কয়েকদিন আগে symphony xplorer w125 কিনি।আমি ফোনটি এখনও রুট করিনি।রুট করার ইচ্ছা নাই।আমি কয়েকদিন ধরে এই ফোনটির ইন্টারফেসে বিরক্ত হয়ে আছি।আমি আমার ফোনটির ইন্টারফেস করতে চাই htc one এর sense 5 বা sense 5.5 এর মতো।(বিস্তারিত http://en.wikipedia.org/wiki/HTC_Sense)কেউ যদি আমাকে htc sense 5 বা 5.5 এর মতো লাঞ্ছার দিতে পারেন বা কোন উপায় দিতে পারেন তাহলে খুসি হবো।
আমি আরিয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.1mobile.com/htc-sense-5-smart-launcher-1029860.html এই লিঙ্ক এ পাবেন।