স্যামসাং গ্যালক্সি নোট ৩ যে চরম সেট সেটা আর বলার অপেক্ষায় রাখে না, কারন ইতি মধ্য এই হ্যান্ড সেট ব্যাপক ভাবে পরিচিত পেয়েছে মুলত তার হার্ডওয়ার কনফিগারেশনের কারনে , তবে সাম্প্রতি ঢাকা আন্তজাতিক বানিজ্য মেলায় ওয়াল্টন তাদের নতুন স্মার্ট ফোন প্রিমো জেড এক্স প্রদর্শনী করে এবং এতে দেখা যায় এর বেঞ্চ মার্ক গ্যালাকি নোট থ্রী এর বেঞ্চ মার্ককে পাত্তা না দিয়ে নিজের শীর্ষ স্থান দখল করে নেয় ।
আর বাংলাদেশে এ প্রথম কোন দেশি ব্রান্ডের স্মার্ট ফোনে অতি উচ্চ মানের 4K ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে আর ব্যাবহার করা হয়েছে ১৬ মেগা পিক্সেল ক্যামেরা , ৩ গিগা বাইট র্যাম, কোয়ালকম স্নাপড্রাগন ৮০০ চিপসেট , ২.২৬ গিগা হার্জ কোয়াড কোর প্রসেসর এ ছাড়া আরো অনেক কিছু ।
তবে তারা এই স্মার্ট ফোন অবমুক্ত করে নিঃ সন্দেহে সিম্ফোনিকে অনেক বড় মাপের চ্যালেঞ্জ ছুড়ল । আর বেশ কিছু দিন ধরে দেখা যাচ্ছে সিম্ফোন বাজারে ভাল মানের কোন স্মার্ট ফোন অবমুক্ত করছে না যা কিনা ভবিষ্যতে সিম্ফনির জন্য অনেক বড় হুমকি হবে বলে অনেকে ধারনা করছে । তবে ওয়াল্টন যদি তাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে তবে ২০১৪ সাল নাগাদ তারা বাংলাদেশের সব থেকে বৃহৎ স্মার্ট ফোন বিক্রেতার শীর্ষ স্থান দখক করে নিবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই ।
সৌজন্য - মোবাইল বাজার
আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই বার খবর আছে।