কেমন আছেন সবাই,
বিশাল একটা গ্যাপ হয়ে গেলো মধ্যে। অনেক দিন ধরে পোস্ট করি না। আসলে পোস্ট করার মতো মন মানিসকতা থাকে যখন দেশের অবস্তা দেখি সাথে আমার পড়াশুনার এই অবস্তা। মাথা অল-টাইম গরম থাকে।
যাই হোক, আমার মাথা ঠাণ্ডা করার ঔসুধ হল গেমস। স্যার আর সরকার হল Zombie আর আমি হলাম নায়ক 😀 কেমন লাগবে বলুন তো যদি আপনার হাতে বন্দুক থাকে আর সামনে থাকে আপনার অপ্রীয় মানুষটা?? কুইটটেলবাইন খালি, মাইরালবাইন 😛
আজকের যে মাইরালানির গেমটা শেয়ার করবো তার নাম হল Dead Trigger, গেমটির নতুন ভার্সন দিচ্ছি না কারন নতুনটা অনলাইনে খেলতে হয়। সবার কাছে সবসময় নেট থাকে না তারপরও আপনারা চাইলে আমি Dead Trigger 2 ও আপলোড করবো।
অনেক মজার একটা শুটিং গেম এটা। সাধারণত টাচ মোবাইলে গেম খেলার প্রধান সমস্যা হল কন্ট্রোল। কিন্তু এই গেমটার কন্ট্রোল অনেক সহজ এবং স্মুথ।
গেমটির মনমুগ্ধকর গ্রাফিক্স দেখলে মনে হয় সারাদিন খেলি 😀 সাউন্ডও অনেক সুন্দর।
অনেকে হয়তো বলছেন যে আমার বকবক না শুনে সরাসরি ডাউনলোড করে দেখবেন। আমার মনে হয় সেটাই ভালো হয়। ডাউনলোড করেই দেখুন।
গেমটির সাইজ ১৫৫ এমবি। কি চিন্তা করে ডাউনলোড কইরালাইন বেশি বড় নাহ 😛
ডাউনলোড করে Zip ফাইল থেকে ২ টা ফাইল বের করবেন।
ভালো লাগলে একটা ছোট্ট থাঙ্কু দেইনজে। আর এই ভাষাটা (কুইটটেলবাইন খালি, মাইরালবাইন, দেইনজে) আমার মাতৃ ভাষা, কিশোরগঞ্জ 😀 মজা পাইলে ভালো আর না পাইলে আমারে ধইরা ঘারাইনযে (পাইলে তো! 😀 😛 )
সময় পেলে ঘুরে আসবেন আমার ব্লগে।
আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...
ভাই, আমার ফোন মডেল Symphony w20, কতটুকু র্যাম বা প্রসেসর তা আপনি ভালোই জানেন। অনেক গেমের ডাটা দেখি ১ জিবিরও উপরে, সো ডাউনলোড দুঃসাধ্য! কিন্তু এই গেমটির সাইজ ও গ্রাফিক্স দেখে খেলতে ইচ্ছে হচ্ছে। কষ্ট করে নাহয় ১৫৫ এমবি ডাউনলোড দিলাম, প্রশ্ন একটাই, খেলতে পারার নিশ্চয়তা দিতে পারবেন তো?