স্মার্টওয়াচ কি? কেন দরকার? আসুন দেখি বিস্তারিত

স্মার্টওয়াচ শব্দটি এখন আমাদের কাছে মোটামুটি পরিচিত। আসুন আরো কিছু জানি আজ এই ডিভাইস সম্পর্কে। স্মার্টওয়াচ কি? আসুন দেখি-

আসুন শুরু থেকে শুরু করি একেবারে। স্মার্টওয়াচ কি আগে সেটা দেখে নিই। স্মার্টওয়াচ হচ্ছে ঘড়ির মতো পরিধানযোগ্য, কম্পিউরাইজড এবং যেটাতে আপনি সময় দেখা ছাড়াও আরো এডভান্স কিছু কাজ করতে পারবেন সময় দেখা ছাড়াও। দু’ধরনের স্মার্টফোন বাজারে পাওয়া যায়। এক ধরনের স্মার্টওয়াচ আপনি পাবেন যেটি কাজ করবে ট্রান্সমিটার হসেবে, এবং আপনার হাতের স্মার্টওয়াচের সাথে ডাটা ট্রান্সফার করতে পারে, যেটাতে আপনি অ্যাপসও ইন্সটল করতে পারে। আরেক ধরনের স্মার্টফোন আছে যেগুলো শুধুমাত্র ফোন কল অথবা ম্যাসেজ আদান প্রদানের কাজ করতে সক্ষম। এই দু’ধরনের স্মার্টফোনই বিভিন্ন কোম্পানী তৈরী করে থাকে। এই স্মার্টফোনগুলো তৈরী হয়েছে আপনার সেলফোনটিকে আপনার জন্য আরো বেশি ব্যাবহারযোগ্য করে তোলা।
smartwatch

স্মার্টওয়াচের দিনকালঃ ১৯৯৯ সালের ৩১শে মার্চ স্যামসাং প্রথম বাজারে নিয়ে আসে স্যামসাং SPH-WP10 নামের এই স্মার্টফোন নামের বস্তুটি। সেটি ছিলো বিশ্বের প্রথম CDMA স্মার্টওয়াচফোন। সেটি আরো প্রায় ১৫ বছর আগের কথা, আর মোবাইল ফোন ইন্ডাস্ট্রিতে এই ১৫ বছরে এসেছে বিপ্লবী পরিবর্তন। স্যামসাং মাত্র ৩০০ ইউনিট SPH-WP10 স্মার্টওয়াচফোন, যা একতা ইঙ্গিত ছিলো সবার জন্য,যে আসছে আগামীর প্রযুক্তি। আসুন দেখে নিই সেই প্রথম স্মার্টওয়াচফোনটি দেখতে কেমন ছিলো আর কি কি ফিচার ছিলো তাতে।

দেখতেই পাচ্ছেন সেই যুগে কেমন ছিলো স্মার্টওয়াচ। SPH-WP10 এ ছিলো মনোক্রোম্যাটিক ডিসপ্লে(টাচ সেনসিটিভ না), পলিফোনিক রিংটোন বাজানো সম্ভব, মেকানিকাল বাটোন আর ছিলো সকেটসহ লম্বা তার ডিভাইসটিকে চার্জ দেওয়ার জন্য। সাথে উপহার হিসেবে পাবেন ডিভাইসের বাম পাশে লম্বা একটা এন্টেনা নেটওয়ার্কের জন্য। স্যামসাং স্মার্টওয়াচ নিয়ে বাজারে আসার পরপরই আরো কিছু মোবাইল ফোন কোম্পানী যেমন এলজি, সোয়াপ, ফেনম আরো কিছু স্মার্টওয়াচ আরো নতুন নতুন সুবিধা সহ। ২৫শে জুলাই ২০০৯ সালে স্যামসাং নিয়ে আসে S9110, সবচেয়ে পাতলা স্মার্টওয়াচ(১১।৯৮ মিমি.), যেটিতে ছিলো টাচ অপশন। অল্প কিছু ইন্টারনাল মেমোরী সহ এতে সিম অপশনও ছিলো।

দিনে দিনে স্মার্টওয়াচ আরো স্মার্ট হয়েছে, আরো সুবিধা নিয়ে এসেছে ব্যাবহারকারীদের জন্য। স্মার্টফোনের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি একটি ছোট্ট মনিটরে আপনাকে সব ধরনের সুবিধা দেবে যা আপনি একটা স্মার্টফোন থেকে পেতে পারেন। স্যামসাং পিবল আর মেটাওয়াচের সাথে যুক্ত হয়ে চেষ্টা করছে আরো ভালো কিছু উপহার দিতে আমার-আপনার কাছে। পিবল আর মেটাওয়াচ যদিও নিজেরাই আলাদা ভাবে নিজস্ব ডিজাইন ও নিজস্ব ফরম্যাটে নিয়ে এসেছে নতুন নতুন স্মার্টওয়াচ। নিত্যদিন শক্তিশালী হচ্ছে এর অবস্থান, মানুষ দিন দিন অনুভব করছে এর প্রয়োজনীয়তা। আগ্রহী হচ্ছে স্মার্টওয়াচ ব্যাবহারে।

ব্যাক্তিগতভাবে আমার ধারনা স্মার্টওয়াচ বাজারে এখন খুব বেশি প্রচলিত না হলেও দিনকে দিন এটি ফোন মার্কেটে একদিন শক্তিশালী অবস্থান নেবে। আপনি কি করবেন? এখনই মালিক হবেন নাকি একটি স্মার্টওয়াচের, নিজেক আরো স্মার্ট করতে?

আসুন দুটি ভিডিও দেখি, একটিতে আছে প্রথম স্মার্টওয়াচ সম্পর্কে এবং দ্বিতীয়টিতে আছে স্যামসাং এর একটি স্মার্টওয়াচ সম্পর্কে

সবাই ভালো থাকবেন। শুভ কামনা সবার জন্য।

ধন্যবাদান্ত্যেঃ আমার ড্রয়েড

Level 0

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.dhrubohost.com, ডোমেইন রেজিস্ট্রেশন, বাজেট ওয়েব হোস্টিং, বিজনেস ওয়েব হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস এবং SSL সার্টফিকেট প্রোভাইডার। ফেসবুকে পাবেনঃ https://fb.com/DhruboHost, হটলাইন : +88 01795 470074


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই; নিঃসন্দেহে সময়োপযোগী টিউন।
খুবই ভালো লাগলো; লোভ হচ্ছে খুব !

    Level 0

    @আনসার: ধন্যবাদ 🙂

দাম কত?
bdতে পাওয়া যাবে?

Level 0

price kmn smart watch er?

এখনকার সবচেয়ে ভাল স্মাটওয়াচ হচ্ছে Pebble. দিনের আলো রিফ্লেক্ট করেনা । প্রায় ৭ দিন চাজ থাকে, Android, ios সব ফোনের সাথে কাজ করে। অসাধারন ।
https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn1/1186931_10151862315378373_1209612794_n.jpg