বাড়িয়ে নিন আপনার Android গেমসের কয়েন,টাকা ইত্যাদি।(Only Root User)

সবাইকে  শুভেচ্ছা জানিয়ে আমার টেকটিউনে ১ম পোস্ট শুরু করছি। প্রথম পোস্ট বলে ভুল ভ্রান্তি হতেই পারে। তাই কোন ভুল পেলে আমাকে ক্ষমা করবেন। কাজের কথায় আসি।

আমরা সবাই Android ব্যাবহার করি। Android এর একটা আকর্ষণীয় দিক হচ্ছে গেমিং।আমরা সবাই কমবেশি Android এ গেম খেলতে ভালবাসি। গেম খেলেনা এমন লোক পাওয়া খুব দুষ্কর। গেম খেলতে নিলে দেখা যায় সেখানে কয়েন, Boost, Weapon ইত্যাদি থাকে যা কিনা গেম খেলতে থাকলে অনেক লেভেল পার করে বাড়াতে হয়। এসব টাকা, কয়েন ইত্যাদি দিয়ে গেম সংলগ্ন জিনিস যেমন হাতিয়ার, শক্তি বা অন্যান্য কিছু কিনতে হয়। কিন্তু ধৈর্য নিয়ে গেম খেলে কয়েন বাড়িয়ে নেয়াটা অনেক সময়ের এবং ঝামেলার কাজ। তাই এখনকার ৩জি দুনিয়াতে সবাই চায় ৩জি গতিতে কয়েন বাড়ুক। যাতে গেম পুরোটা তাড়াতাড়ি শেষ করে নেয়া যায়। যে পরিমাণে গেমসের পরিসর বাড়ছে তাতে কে আছে যিনি একটা গেম নিয়ে বছরের পর বছর চালিয়ে যাবে। যাই হোক অনেক কিছু বলে ফেললাম এখন কাজের কথায় আসি।

সবার আগে আপনার ফোনটি রুট করা থাকতে হবে। যারা রুট করেননি তাদের জন্য অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে, আপনার ফোনটি রুট না থাকলে কাজ হবে না।

আপনার ফোনে Game Killer নামক সফটওয়্যারটি ইন্সটল করুন।এখান থেকে "Game Killer" ডাউনলোড করে নিন। এবার চালু করুন। নিচের মতো স্ক্রিনের মতো আসবে।

ডান দিকে উপরের কোনায়ে Minimize বাটনে ক্লিক করে তা মিনিমাইজ করে রাখুন।

এবার আপনার পছন্দ মতো গেম নির্বাচন করে চালু করুন। গেমটি পুরো লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

চালু হলে যেখানে কয়েন আছে সেখানে দেখুন। আমার ক্ষেত্রে নিচের দিকে দেখুন।

দেখতে পাচ্ছেন আমার কয়েন সংখ্যা হলো ১০০। এবার আমি Minimize করা Game Killer এ ক্লিক করবো। ফলে নিচের মতো করে একটি ডায়লগ বক্স আসবে।

এখানে আমি আমার কয়েন সংখ্যা লিখেছি। পাশে নাম্বার প্যাড দিয়ে। আপনারা আপনাদের গেমে যত দেখবেন ততই লিখবেন। এরপর নিচের মতো দেখা যাবে।

এখানে আপনাকে Auto Identify কে Select করতে হবে। এতে আপনার গেমে যত চলতি মেমরী আছে তা এই অ্যাপ্লিকেশন হ্যাক করবে।

এবার দেখুন আপনার ফোনে নিচের মত করে মেমরী দেখাবে।

ওরে বাপরে!!!!! ১৩৮৫০১ টা মেমরী এতগুলো থেকে কি করে বাড়ানো যাবে? এগুলো আপনার গেমের চলতি মেমরী। হ্যাক করা হয়েছে। এর মধ্যেই আছে আপনার কাঙ্খিত মেমরীটি।

এবার এক কাজ করা যাক আমার ১০০ কয়েন থেকে কিছু কয়েন খরচ করি। এর পর আবার Scan করে দেখব। আপনাকেও এমন করতে হবে। অর্থাৎ আপনার কয়েন এর সংখ্যা পরিবর্তন করতে হবে। এটা আপনি বাড়িয়ে করতে পারেন আবার কমিয়েও করতে পারেন।

এখানে আমি একটি Item কিনে নিলাম যার মূল্য ৫০ কয়েন ছিলো। দেখুন আমার কয়েন সংখ্যা কমে ৫০ হয়ে গেছে। এবার আপনাকে যা করতে হবে তা হলো Search Bar এ ৫০ লিখে Search দিবেন। নিচে দেখুনঃ

এবার ডানপাশে search button এ ক্লিক করুন দেখবেন আবার আপনাকে মেমরী হ্যাক করে দেখাবে।

এখনো ঠিক রেজাল্ট পেলাম না। আমার কাজ হবে Search option এ মাত্র একটি মেমরী আনা। অটাই হবে আপনার কাঙ্খিত মেমরী। কিন্তু এখানে তো অনেক গুলো। ঠিক আছে আমিও হার মানবো না। আমি আবার কিছু কয়েন খরচ করবো। নিচে দেখুন আমি কয়েন দিয়ে আবার Item কিনবো।

আমি এই Item আরেকটা কেনার ফলে আমার কয়েন 0 হয়ে যাবে। পরে আমি আবার Search option এ search করবো।

এখানে আমি ০ লিখে search করতে দিবো। পরে দেখবো আমার রেজাল্ট কি আসে।

এবার আমার লিস্টে আছে ৩টা মাত্র মেমরী। এখন আমার ৩টা মেমরী তে লুকিয়ে আছে আমার সেই কয়েনের মেমরীটি। এবার এই ৩টি থেকে বের করার চেয়ে আমরা ৩টিকেই বদলে ফেলি। আপনার গেমের কোন ক্ষতি হবেনা। গ্যারান্টি আমার। কোন চিন্তা করবেন না। এবার আপনি প্রথম মেমরীতে ক্লিক করুন। একটা ডায়লগ বক্স আসবে।

এখানে যে Value দেখছেন তাতে ক্লিক করুন সেখানে নাম্বার পরিবর্তন করতে বলবে। আপনার ইচ্ছা মত নাম্বার বসান। আমি সবসময়ে ৯টা ৯ বসাই। আমার চিত্র দেখুন।

দেখুন আমি সব ৯ বসিয়েছি। পরে ok দিন। এমন ভাবে ২য় এবং ৩য় মেমরীতেও এমনই করব। ফলে আমার মেমরী অনেকটা এমন দেখাবে।

এবার আপনার কাজ শেষ। Minimize Button এ ক্লিক করে বেরিয়ে আসুন। এবং দেখুন অবস্থা।

ওরে বাবা!! এতো কয়েন রাখুম কই? কেউ একটা ব্যাগ দিয়া যাও।

এবার আপনার ইচ্ছামত Item,Boost,Power,Weapon কিনে নিন। কেউ এমনকি গুগোলও আপনাকে কিছু বলবেনা। আশা করি আপনার কাজটিতে সফল হবেন।

মন্তব্যঃ এই গেম মেমরী হ্যাক করে ফলে আপনি আপনার ফোনে গেমে থাকা মেমরী হ্যাক করতে পারবেন এমনকি বেশ কিছু প্রোগ্রামেও কাজ করতে পারে। তবে যেসব Obb ফোল্ডারে রাখা হয় তাতে কাজ নাও করতে পারে। আবার যেসব Internet সার্ভারের গেম তাতে এই প্রোগ্রাম কাজ করবে না। কারণ তার সার্ভার সরাসরি Internet Database এ নিয়ন্ত্রন করা হয়। তাই আপনি যদি Multiplayer গেমের জন্য হ্যাক করতে চান তা হবে না। আবার Skype তে ক্রেডিট বাড়ানোর চিন্তা যে করেছেন তাকে সেটা বাদ দিতে হবে।  অতএব, এটা শুধু আনন্দের জন্য ব্যাবহার করবেন।

শেষ কথাঃ সবাই এ কাজে সফল হবেন বলে আশা করছি। আপনাদের জন্য অনেক কষ্টে সংগ্রহ করেছি বলে আপনাদের কাছ থেকে কমেন্ট আশা করতেই পারি। আর গেম কিলার আপনাদের মোবাইলে আমার মত নাও হতে পারে। তাই ঘাবড়াবেন না। আর কোন সমস্যা হলে আমাকে অবশ্যই বলবেন।
আমি ফেসবুকেঃএখানে ক্লিক করুন

ছোট একটি সাইট বানিয়েছি। কোন প্রচারের উদ্দেশ্যে না,শুধু আপনারা দেখে আসবেন সাইটটা। এখানে

আপনাদের সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Level 0

আমি উদীয়মান লেখক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a learner. I have some addiction in technology. I love when I use to think about IT. Although people understand me as a fool or something like that. But it is alright to me. I am what I am. And I think I am a good person.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

link কাজ করে না।

    @ভোরের ফুল: ভাইয়া আপনি আবার চেষ্টা করুন আমি চেক করেছি কাজ করে।

ভাই চরম জিনিস .আপনাকে অনেক ধন্যবাদ .

লিঙ্ক আপডেট(ফর Game Killer 2.5) :

dc434.4shared.com/download/o82a51HU/Game_Killer_25_Full.apk?tsid=20140118-043355-ab9c3306&dsid=40q212.0afcba2717b28d9c85f1bec9a371e004

এখানে সব একসাথে পাবেন। Game Killer এর সব ভারশন : koolwap.in/games_app/game-killer/apk/1.html

ভাই আমি DANGER DASH এর কয়েন বারাইতে পারলাম না। জদিন একটু বলতেন । অথবা আপনি করে ফাইল তা আপলোড দিন্তেন ? ধন্নবাদ

    @Pankha Kazi: আপনার কথাটা মাথায় রাখলাম। এর ব্যাপারে আমি শীঘ্র পদক্ষেপ নেব।

Level 0

Turret Commander গেমটার কয়েন হ্যাক করলাম। ধন্যবাদ।
কেউ কি বলতে পারবেন কিভাবে Megapolis ( Android) গেমটা হ্যাক করা যায়?

    @shajib5: Megapolis গেমটার ডাটা ফাইল মনে হয় Obb তে রাখতে হয়। আর ওখানের কিছু গেমে গেম কিলার কাজ করেনা। তার পরও আমি দেখছি কি করা যায়। আর আপনাকে অভিনন্দন আপনার সাফল্যে/

Level 0

wow great…….. 😀